2ND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) GEOGRAPHY
MODEL QUESTION PAPER
Set-2
মূল্যায়নের মাস : আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান ১০
পাঠ্যসূচী / Syllabus—
২. বায়ুমণ্ডল
৩. বারিমণ্ডল
৫. ভারত : অর্থনৈতিক পরিবেশ
Second Summative Evaluation
Class – X (Ten)
GEOGRAPHY & ENVIRONMENT
F.M. 40 Time : 1Hr. 30mints.
১। সঠিক উত্তরটি নির্বাচন করো (যে-কোনো আটটি) : ১×৮
(ক) সমুদ্রপৃষ্ঠে জলের উলম্বভাবে সঞ্চালনকে (জোয়ার-ভাটা / সমুদ্রস্রোত / ঢেউ / বানডাকা) বলে।
(খ) সোমালি স্রোত (আটলান্টিক / প্রশান্ত / সুমেরু /ভারত) মহাসাগরে প্রবাহিত হয়।
(গ) সমপ্রেস রেখাগুলির কাছাকাছি অবস্থান (উচ্চচাপ / নিম্নচাপ / মধ্যম চাপ / অতি উচ্চচাপ) নির্দেশ করে।
(ঘ) নাতিশীতোয় ঘূর্ণবাতের বেশি উৎপত্তি ঘটে (গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে /
শরৎকালে)।
(ঙ) NASA (নাসা) এর বিজ্ঞানী (হপকিনস / সোরেট / জেমস সিক্স / নিকোলেট)
রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুইটি স্তরে বিভক্ত করেছেন।
(চ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পার্শ্বের বৃষ্টিপাত (পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণ /
শিলা) বৃষ্টির একটি উদাহরণ।
(ছ) এন্নোর সমুদ্র বন্দরটি ভারতের (গোয়া / কেরালা / তামিলনাড়ু / কর্ণাটক) রাজ্যে
অবস্থিত।
(জ) ভারতে লোকবসতির ঘনত্ব হল প্রতি বর্গকিলোমিটারে (৩৮৫ / ৩২৪ / ৩৯৫ / ৩৮২) জন।
(ঝ) পূর্ব ভারতের কয়লাক্ষেত্রের বাইরে স্থাপিত প্রথম ইস্পাত কারখানাটি হল
(বিশাখাপত্তনম / ভদ্রাবতী / ভিলাই / রৌরকেল্লা)।
(ঞ) (মহাকাল / বালাঘাট / অজন্তা / নীলগিরি) পার্বত্য অঞ্চল ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল।
(ট) হায়দ্রাবাদের বিমান বন্দরটি (ছত্রপতি শিবাজী / রাজা সানসী / রাজীব গান্ধী/
ইন্দিরা গান্ধী) আন্তর্জাতিক বিমান বন্দর নামে পরিচিত।
২। অতিসংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো আটটি) : ১×৮
(ক) নভসেবা কী ?
(খ) উত্তর-পশ্চিম রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(গ) গুজরাটের একটি তৈল শোধনাগারের নাম লেখো।
(ঘ) ভারতে ইক্ষু উৎপাদনে অগ্রগন্য রাজ্য কোনটি ?
(ঙ) আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় ?
(চ) লা নাদা কী ?
(ছ) নিরক্ষীয় জলবায়ুর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(জ) বায়ুর গতিবেগ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় ?
(ঝ) কোন্ জলবায়ু অঞ্চলে বাৎসরিক তাপমাত্রার প্রসর সর্বাপেক্ষা কম ?
(ঞ) উইলি-উইলি কী ?
(ট) ভারতের কোন্ শহরটি আরবসাগরের রানী নামে পরিচিত ?
৩। সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো চারটি) : ২x৪
(ক) পূর্ব-পশ্চিম করিডর কী ?
(খ) ব্যবহার অনুসারে ভারতের কৃষিজাত ফসলগুলির শ্রেণিবিভাগ করো।
(গ) পেরিজি জোয়ার কাকে বলে ?
(ঘ) হিমপ্রাচীর কী ?
(ঙ) নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝ ?
৪। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : ৩×২
(ক) পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে তুলনা করো।
(খ) ভারতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো।
(গ) পার্বত্য বায়ু ও পার্বত্য উপত্যকা বায়ুর মধ্যে পার্থক্য কী ?
(ঘ) ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো।
৫। যে-কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
(ক) বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় ?
(খ) জোয়ার ভাটার প্রভাব বর্ণনা করো।
(গ) শিল্প স্থাপনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি প্রসঙ্গে আলোচনা করো।
(ঘ) মিলেট উৎপাদনের অনুকূল পরিবেশ বর্ণনা করো।