WBBSE Class 10 Geography 2nd Unit Test Question Paper Set-4 | দশম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) GEOGRAPHY
MODEL QUESTION PAPER

Set-4

মূল্যায়নের মাস : আগস্ট
অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন : পূর্ণমান ১০

পাঠ্যসূচী / Syllabus—
২. বায়ুমণ্ডল
৩. বারিমণ্ডল
৫. ভারত : অর্থনৈতিক পরিবেশ

2nd Summative Evaluation – 2022
Class-X Sub : Geography
F.M : 40     Time : 1hr 20 Mins

GROUP -A

১. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন : 1×10=10

১.১ লু একটি— (a) স্থানীয় বায়ু (b) সাময়িক বায়ু (c) অনিয়মিত বায়ু (d) সামুদ্রিক বায়ু ।

উত্তরঃ (a) স্থানীয় বায়ু ।

১.২ ব্যারোমিটারের পারদ এর সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা থাকে— (a) ঘূর্ণবাতের (b) বন্যার (c) খরার (d) রোদ ঝলমলে আকাশ ।

১.৩ মরা কোটাল হয়— (a) অমাবস্যা তিথিতে (b) পূর্ণিমা তিথিতে (c) শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমীতিথিতে (d) কোনোটিই নয়।

উত্তরঃ (c) শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমীতিথিতে।

১.৪ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয়— (a) দিল্লি (b) চেন্নাই (c) কলকাতা (d) মুম্বাই ।

উত্তরঃ (c) কলকাতা

১.৫ কোন শহরকে চা বন্দর বলা হয়— (a) কলকাতা (b) মুম্বাই (c) চেন্নাই (d) বিশাখাপত্তনম।

উত্তরঃ (a) কলকাতা ।

১.৬ তৃষ্ণার্ত ফসল হলো— (a) ধান (b) গম (c) ভুট্টা (d) পাট।

উত্তরঃ (a) ধান।

১.৭ সোনালী চতুর্ভুজ প্রকল্পটি শুরু হয়— (a) 2000 সালে (b) 2001সালে (c) 2010 সালে (d) 2020 সালে।

উত্তরঃ (b) 2001 সালে

Group – B

২. নীচের প্রশ্নগুলোর উত্তর দাও : 1×12 =12

২.১ হারমাট্রান বায়ু কোন অঞ্চলে লক্ষ্য করা যায় ?

উত্তরঃ পশ্চিম আফ্রিকাতে।

২.২ বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কী ?

উত্তরঃ বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার।

২.৩ পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব কত ?

উত্তরঃ 384000 কিমি ৷

২.৪ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী ?

উত্তরঃ প্ল্যাংকটন।

২.৫ কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ গুজরাট।

২.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।

উত্তরঃ তরমুজ।

২.৭ চারনোজেম মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত ?

উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা ।

২.৮ ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?

উত্তরঃ মুম্বাই ।

২.৯ উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো ৷

উত্তরঃ রত্না, জয়া ।

২.১০ মিলেট কী ?

উত্তরঃ জোয়ার, বাজরা, রাগী, কোটকি, হাঁরাকা, কোরা, রাজগিরা প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলে।

২.১১ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তরঃ লক্ষ্ণৌ।

২.১২ NH-1 এর বিস্তৃতি লেখো৷

উত্তরঃ দিল্লি থেকে অমৃতসর।

Group – C

৩. নীচের দুটি প্রশ্নের উত্তর দাও : 3 x 2 = 6

৩.১ বান ডাকার কারণগুলি লেখো।

৩.২ পার্থক্য লিখো : উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্রস্রোত ।

৩.৩ উষ্ণতার তারতম্যের বিচারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস গুলি দেখাও।

৩.৪ ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা লেখো।

Group – D

৪. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 5×3=15

৪.১ বায়ু চাপের তারতম্যের নিয়ন্ত্রক গুলি সম্পর্কে যা জানো লেখো।

৪.২ পার্থক্য লিখো : ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাত। বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো।

৪.৩ ভারতের কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও সমস্যা গুলি লেখো ?

৪.৪ গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো।

৪.৫ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর।

Leave a Reply