WBCHSE Class 11 Bengali Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র ২০২২- Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY (XI) BENGALI QUESTION PAPER WITH ANSWER 2022
একাদশ শ্রেণি বাংলা প্রশ্নপত্র ২০২২, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে উত্তরসহ প্রশ্নপত্র দেওয়া হলো।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা
নতুন পাঠক্রম
বাংলা ‘ক’ ভাষা
(২০২২)
সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট          [পূর্ণমান : ৮০]

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

একাদশ শ্রেণি বাংলা মক্ টেস্ট ২০২২

1 / 18

১.১ 'তাকে ঠেকানাে হয় মুশকিল।'- কাকে ঠেকানাে মুশকিল ?

2 / 18

১.২ ভুতুড়ে জেলখানার দারােগা ছিল—

3 / 18

১.৩ মহানগরী থেকে তেলেনাপােতার দূরত্ব কত ?

4 / 18

১.৪ “গন্ধগােকুল কিংবা শিয়ালটিয়াল হবে বােধ হয়।”– গন্ধগােকুল হল—

5 / 18

১.৫ ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ?

6 / 18

১.৬ গ্যালিলিওর ছােটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত—

7 / 18

১.৭ জনার পুত্রের নাম কি ?

8 / 18

১.৮ ‘পড়শী যদি আমায় ছুঁত’ পড়শী ছুঁলে কী হবে ?

9 / 18

১.৯ জয় গােস্বামীর একটি বিখ্যাত কাব্য—

10 / 18

১.১০ 'চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?’ চণ্ডল ও ব্রাক্ষ্মণ কারা ?

11 / 18

১.১১ প্রজাদের মধ্যে কোনাে কোনাে লােক ভূতের কানমলা খায়,- কারণ—

12 / 18

১.১২ মালাধর বসু অনূদিত গ্রন্থের নাম—

13 / 18

১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম—

14 / 18

১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়ােদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়—

15 / 18

১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলাে—

16 / 18

১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা—

17 / 18

১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি ?

18 / 18

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল—

Your score is

The average score is 83%

0%

১। ঠিক উত্তরটি নির্বাচন করাে : ১×১৮ = ১৮

১.১ তাকে ঠেকানাে হয় মুশকিল।’- কাকে ঠেকানাে মুশকিল ?
(ক) পুলিশকে
(খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে
(গ) সৌখির একগুয়েমিকে
(ঘ) দারিদ্যকে।

উত্তরঃ (খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে।

১.২ ভুতুড়ে জেলখানার দারােগা ছিল
(ক) ভুতুড়ে রায়ত (খ) ভূতের নায়েব
(গ) ভূতের জমিদার (ঘ) ভূতের গােমস্তা।

উত্তরঃ (খ) ভূতের নায়েব।

১.৩ মহানগরী থেকে তেলেনাপােতার দূরত্ব কত ?
(ক) মাত্র দশ মাইল (খ) মাত্র কুড়ি মাইল
(গ) মাত্র ত্রিশ মাইল (ঘ) মাত্র পঁচিশ মাইল।

উত্তরঃ (গ) মাত্র ত্রিশ মাইল।

১.৪ “গন্ধগােকুল কিংবা শিয়ালটিয়াল হবে বােধ হয়।”– গন্ধগােকুল হল—
(ক) নেকড়ে বাঘ (খ) চিতা বাঘ
(গ) খট্টাশ জাতীয় প্রাণী (ঘ) রামছাগল।

উত্তরঃ (গ) খট্টাশ জাতীয় প্রাণী।


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


১.৫ ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ?
(ক) আদিমকালের ঘুম (খ) অন্ধকারে ঘুম
(গ) ভাত ঘুম (ঘ) চিরকালের ঘুম।

উত্তরঃ (ক) আদিমকালের ঘুম।

১.৬ গ্যালিলিওর ছােটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত—
(ক) ফ্লোরেন্সে (খ) পােল্যান্ডে (গ) ভেনিসে
(ঘ) তাসকানিতে।

উত্তরঃ (খ) পােল্যান্ডে।

১.৭ জনার পুত্রের নাম কি ?
(ক) কর্ণ (খ) প্রবীর (গ) অভিমন্যু
(ঘ) অশ্বত্থামা।

উত্তরঃ (খ) প্রবীর।

১.৮ ‘পড়শী যদি আমায় ছুঁত’ পড়শী ছুঁলে কী হবে ?
(ক) যম-যাতনা দূর হবে
(খ) সুবুদ্ধির বিকাশ হবে
(গ) সমাজ সচেতনতা বাড়বে
(ঘ)ভালােবাসা বােধ জাগবে

উত্তরঃ (ক) যম-যাতনা দূর হবে।

১.৯ জয় গােস্বামীর একটি বিখ্যাত কাব্য—
(ক) কথােপকথন
(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল
(গ) যেতে পারি কিন্তু কেন যাব
(ঘ)‘বনলতা সেন

উত্তরঃ (খ) যারা বৃষ্টিতে ভিজেছিল।

১.১০ ‘চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ?’ চণ্ডল ও ব্রাক্ষ্মণ কারা ?
(ক) অর্জুন ও কৃষ্ণ (খ) কৃষ্ণ ও ব্যাস
(গ) ব্যাস ও বিধুর (ঘ )অর্জুন ও নীলাধ্বজ।

উত্তরঃ (ঘ) অর্জুন ও নীলাধ্বজ।

১.১১ প্রজাদের মধ্যে কোনাে কোনাে লােক ভূতের কানমলা খায়,- কারণ—
(ক) তারা অন্যায় করে
(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না
(গ) তারা বিদ্রোহ করে
(ঘ) তারা নিজে ভাবাতে যায়।

উত্তরঃ (ঘ) তারা নিজে ভাবাতে যায়।

১.১২ মালাধর বসু অনূদিত গ্রন্থের নাম—
(ক) শ্রীকৃষ্ণকীর্তন (খ) শ্রীকৃষ্ণ সন্দর্ভ
(গ) শ্রীকৃষ্ণ বিজয়। (ঘ) শ্রীকৃষ্ণ মঙ্গল।

উত্তরঃ (গ) শ্রীকৃষ্ণ বিজয়।

১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম—
(ক) ঘনরাম চক্রবর্তী (খ) রূপরাম চক্রবর্তী
(গ) রামপ্রসাদ সেন। (ঘ) দ্বিজমাধব।

উত্তরঃ (ঘ) দ্বিজমাধব।

১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়ােদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়—
(ক) অন্ধকার যুগ (খ) সুবর্ণ যুগ
(গ) গৌরবময় যুগ (ঘ) সৃষ্টিশীল যুগ

উত্তরঃ (ক) অন্ধকার যুগ।

১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলাে—
(ক) ঋক্ বেদ (খ) সাম বেদ (গ) সংহিতা
(ঘ) উপনিষদ।

উত্তরঃ (ক) ঋক্ বেদ।

১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা—
(ক) সাঁওতালি (খ) তেলুগু (গ) নাগা
(ঘ) ওড়িয়া।

উত্তরঃ (খ) তেলুগু।

১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি ?
(ক) চিত্রলিপি (খ) ধ্বনিলিপি (গ) ভাবলিপি
(ঘ) গ্রন্থলিপি।

উত্তরঃ (ক) চিত্রলিপি।

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল—
(ক) চিত্রপ্রতীক লিপি (খ) চিনীয় লিপি
(গ) বাণমুখ লিপি (ঘ) স্বরলিপি।

উত্তরঃ (ক) চিত্রপ্রতীক লিপি।

২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১x১২ = ১২

২.১ “দেশের লােক ভারি নিশ্চিন্ত হল”- নিশ্চিন্ত হওয়ার কারণ কী ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্তার ভূত’ গল্পে দেশের লোক ভারি নিশ্চিন্ত হয়েছিল, কেননা বুড়ো কর্তা মৃত্যুর পরও তিনি দেশের লোকের ঘাড়ে চেপে থাকবেন।

২.২ “তখন তাে মাথা হেঁট হয়নি তার”– কোন সময়ের কথা বলা হয়েছে ?

২.৩ “নিবাইতে এ শােকাগ্নি” – কার, কীসের শােক ?

উত্তরঃ মাহেশ্বরীরাজ নীলধ্বজ ও রানি জনার পুত্র প্রবীর অর্জুনের সঙ্গে অসম যুদ্ধে নিহত হয়েছেন, সেই কারণে প্রবীর জননী জনা দুঃখে-মনস্তাপে শােকাহত।

২.৪ ODBL গ্রন্থের প্রণেতা কে ?

উত্তরঃ ‘The Origin and Development of the Bengali Language ‘ (ODBL) গ্রন্থটি রচনা করেন– ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

২.৫ গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন ?

উত্তরঃ গালিলিও ভেনিসে থাকাকালে দূরবিনের সাহায্যে চাঁদের পাহাড়, ছায়াপথের প্রকৃতি, বৃহস্পতির চারটি এবং পৃথিবীর উপগ্রহে চাঁদকে আবিষ্কার করেছিলেন।

২.৬ ‘নুন’ কবিতায় আমরা কারা ?

উত্তরঃ জয় গােস্বামীর নুন কবিতায় আমরা বলতে দীনদরিদ্র, গরিব-দুঃখী, যারা অল্পেই খুশি তাদের কথা বলা হয়েছে।

২.৭ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী ?

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ।

২.৮ চিত্রলিপি কী ?

উত্তরঃ চিত্র বা ছবি দিয়ে লেখার এক ধরনের পদ্ধতি বা লিপিকে চিত্রলিপি (hieroglyph) বলা হয়।

২.৯ ‘এসপেরান্তো’-র উদ্ভাবক কে ?

উত্তরঃ লুডভিক জামেনহোফ ছিলেন একজন চক্ষু চিকিৎসক। তিনি এসপেরান্তো ভাষার স্রষ্টা হিসাবে সর্বাধিক খ্যাত। এসপেরান্ত ভাষা হল পৃথিবীর সর্বাধিক প্রচলিত ও কথিত কৃত্রিম আন্তর্জাতিক ভাষা।

২.১০ নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখাে।

উত্তরঃ ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল 900 খ্রীষ্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত।

২.১১ অবর্গীভূত বা শ্রেণিবদ্ধ ভাষা কাকে বলে ?

উত্তরঃ পৃথিবীর যেসব ভাষায় এমন কোনো ভাষাতাত্বিক প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি, যার মাধ্যমে তাকে অন্য একাধিক ভাষার সঙ্গে একই বংশজাত অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভাষাবর্গের অন্তর্ভুক্ত বলে ধরা যায়, তাদের অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা বলে।

২.১২ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি ?

উত্তরঃ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম অষ্টাধ্যায়ী।

অথবা,

ঝাড়খণ্ডী উপভাষা কোন্ কোন্ অঞ্চলে প্রচলিত ?

উত্তরঃ পশ্চিম বঙ্গের পশ্চিমপ্রান্তের ঝাড়খন্ডের সিংভূম, পুরুলিয়া, নদিয়া, পশ্চিম বাঁকুড়া, পশ্চিম মেদিনেপুর।

৩. অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৩.১ ‘কর্তার ভূত’ – কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ? ব্যাখ্যাসহ লেখাে। ৫

উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বহুল প্রাচীন কর্তার ভূত নামক রচনাটি প্রকৃতপক্ষে একটি কথিকা—

আলোচ্য রচনার মধ্য দিয়ে কবিগুরু তৎকালীন ‘মানুষের চিরকালীন অভ্যাস এর তীব্র সমালোচনা করেছিলেন। ভুতের কথা বলা হলেও এটি কোন ভৌতিক রহস্যময় কাহিনী নয়। এটি আবার নিছক কোন রাজনৈতিক কাহিনী ও নয়। এখানে লেখক রূপকের আড়ালে মানুষের উপর চেপে বসে থাকা চিরকালীন ধর্ম তন্ত্র ও কুসংস্কার আলোচনা করেছেন।

ভূত বলতে এখানে অতীতকে বোঝানো হয়েছে। অতীত কাল থেকে এই আদিম মানুষের গোষ্ঠীবদ্ধ জীবন যাপনে অভ্যস্ত। এই অতীতকালে তারা তাদের সমস্ত ভাবনার চিন্তা অর্পণ করেছিল দলের প্রধান নেতা ও নেত্রী স্থানীয় ব্যক্তিদের ওপর। সময়ের পরিবর্তনের সঙ্গে কর্তার মৃত্যু ঘটলেও তার ভূত অর্থাৎ ধর্মতন্ত্রের ধারণা এদেশের মানুষজনকে ছেড়ে যায়নি সে প্রতি পদে পদে এদের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

ভূতের দেশের জেলখানার অনেক নিয়মে চাপা পড়ে খানি ঘোরাতে থাকা মানুষ তাদের তেজ এবং অগ্রগতির পথকে হারিয়ে ফেলে। ভূত বলে প্রকৃতি কোন বস্তু বা শক্তির অস্তিত্ব নেই যাকে আমরা অনুভব করতে পারি। এটা কেবলমাত্র প্রাচ্যের মানুষের মনের মধ্যে বাসা বেঁধে থাকা চিরকালীন ভয়। এই ভয়ে মানুষকে সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে দেয় না। আধুনিক চিন্তা ভাবনার পথে এক পা বাড়ালেই তার মনে ভয় তাকে বলে ওঠে সে অশুদ্ধ হয়ে যাবে এবং প্রকৃতি প্রাচীন ঐতিহের এর গর্বকে হারিয়ে ফেলবে।

তাই কবিগুরুর এই রচনাকে আমরা কেবল নিছক ভূতের গল্প বা রাজনৈতিক রূপক কাহিনী বলতে পারিনা। এটা আসলে তৎকালীন কুসংস্কার ছন্ন ধর্মতন্ত্রের কবির সুতীর্ণ প্রতিবাদী রচনা।

৩.২ ‘মনে হবে তেলেনাপােতা বলে কোথাও কিছু সত্যি নেই,’– একথা কার, কেন মনে হবে ? এই মনে হবার কারণ কী ? ১+১+৩

৪. অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৪.১ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।

৪.২ ক্যাথলিক খ্রীস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। ৫

৫. অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২ = ১০

৫.১ “মহারথী-প্রথা কি হে এই, মহারথি ?”
‘মহারথী প্রথা কি ? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। ১+৪

৫.২ “বলব কি সেই পড়শির কথা” ‘পড়শি’ কে ? উক্তিটির আলােকে ‘পড়শি’র স্বরূপ সম্পর্কে আলােচনা করাে। ১+৪

৫.৩ “আমরা তাে অল্পে খুশী”– “অল্পে খুশি’ মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।

৫.৪ আমাদের শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক কারা, কাদের কাছে এই দাবী করেছে। এই দাবী কতটা যুক্তিসংগত ?

৬। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৬.১“তােমার জয়জয়কার হবে সুভদ্র; তিনশাে পয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছে।”- কে, কাকে বলেছে ? কেন বক্তার একথা মনে হয়েছে ? ২+৩

৬.২ ‘গুরু’ নাটকটিতে মােট কটি সঙ্গীত আছে ? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলােচনা করাে। ১+৪

৬.৩ ‘ভয়ানক পুণ্য’ – কোন্ পুণ্যের কথা বলা হয়েছে ? তা ভয়ানক কেন ? ১+৪

৬.৪ “তােমাদের হাত দিয়ে আমার যে শান্তি আরম্ভ হল তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে।”- নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখাে।

৭. অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ =১০

৭.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন ? সন্ধ্যাভাষা বলতে কী বােঝো ? চর্যাপদে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় সংক্ষেপে লেখাে। ১+১+৩

৭.২ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃয়কীর্তন কাব্যের কয়েকটি খণ্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। ১+৪

৭.৩ শ্রীচৈতন্যদেব কত খ্রীষ্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন ? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলােচনা করাে। ২+৩

৭.৪ গীতিকবিতা কাকে বলে ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলােচনা করাে। ২+৩

৮। অনধিক একসাে পাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২ = ১০

৮.১ মিশ্রভাষা কাকে বলে ? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করে। ১ + ৪

৮.২ উপভাষা কাকে বলে ? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী ? যে কোনাে এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখাে। ১+২+২

৮.৩ কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন ? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে ? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+১+৩

৮.৪ মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪

CLASS 11 BENGALI QUESTION PAPER
2014 2015 2016 2017 2018
2019 2020 2022 2023 2024

This Post Has 3 Comments

  1. Anonymous

    Pallabi sarkar

Leave a Reply