WBBSE Class 9 Geography 2nd Unit Test Question Paper Set-3 | নবম শ্রেণি ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-3

সিলেবাস/Syllabus—
৩. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
৪. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
৫. আবহবিকার
৮. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্ৰাকৃতিক পরিবেশ)

2nd Summative Evaluation-2022
Class-IX     Sub : Geography
F.M. 40                Time : 80mints.

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (৮টি)

(i) ‘পাত’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—
(উইলসন / মরগান / ম্যাকেঞ্জি)।

(ii) ভারতের একটি সাজাত পর্বতের উদাহরণ– (আরাবল্লী / সাতপুরা / হিমালয়)।

(iii) গ্রস্ত উপত্যকা দেখা যায়–(স্তূপ / আগ্নেয় / ভঙ্গিল পর্বতে)।

(iv) পৃথিবীর ছাদ নামে পরিচিত– (তিব্বত / পামির / লাদাখ মালভূমি)।

(v) টেবিলল্যান্ড নামে পরিচিত–(মালভূমি / সমভূমি / পর্বত)।

(vi) তিস্তা নদীর উৎস— (গঙ্গোত্রী / যমুনোত্রী / জেমু হিমবাহ)।

(vii) পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশি দেশ—
(নেপাল / ভূটান / বাংলাদেশ)।

(vii) সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম–
(কাসাই/ দামোদর/ গোসাবা)।

(vii) পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে বলে– (আধি / সাইক্লোন / কালবৈশাখী)।

(viii) পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার-(650 কি.মি. / 350কি.মি. / 450কি.মি.)।

২. এক কথায় উত্তর দাও (৫টি) : ১×৫=৫

২.১ OROS শব্দের অর্থ কী ?

২.২ আবহবিকার বা Weathering শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?

২.৩ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কী ?

২.৪ মালচিং কী ?

২.৫ তরাই বলতে কী বোঝ ?

২.৬ পশ্চিমবঙ্গে লবনাক্ত মৃত্তিকা কোথায় দেখা যায় ?

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : (৪টি) ২×৪=৮

৩.১ ইউমিকিকেশন বলতে কী বোঝ ?

৩.২ কার্বনিফিকেশন কী ?

৩.৩ পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন ?

৩.৪ বাজাদা কী ?

৩.৫ পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলা হয় কেন ?

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (৩টি) ৩×৩=৯

৪.১ ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য লেখো।

৪.২ পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল সম্পর্কে লেখো।

৪.৩ জৈবিক আবহবিকার বলতে কী বোঝ ?

৪.৪ লোয়েশ সমভূমি সম্পর্কে লেখো।

৫ । ব্যাখ্যামূলক উত্তর দাও (২টি) ৫x২=১০

৫.১ পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর। (চিত্র সহ)

৫.২ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদনদীগুলি সম্পর্কে আলোচনা করো।

৫.৩ যান্ত্রিক আবহবিকারের দ্বারা সৃষ্ট দুটি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা কর।

Leave a Reply