2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Set-4
সিলেবাস/Syllabus—
অধ্যায় ৩. জৈবনিক প্রক্রিয়া : সালোকসংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন।
GROUP – A
1. সঠিক উত্তর নির্বাচন করো : 1×5=5
(i) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হল– (a) PGA (b) ATP (c) RuBP (d) ADP.
উত্তরঃ (a) PGA
(ii) ক্রেবস চক্রের অপর নাম– (a) EMP পথ, (b) TCA চক্র (c) কেলভিন চক্র (d) ETS চক্র।
উত্তরঃ (b) TCA চক্র
(iii) পিত্ত নির্গত হয়– (a) ক্ষুদ্রান্ত্র থেকে, (b) পাকস্থলী থেকে, (c) অগ্ন্যাশয় থেকে, (d) যকৃৎ থেকে।
উত্তরঃ (d) যকৃৎ থেকে।
(iv) অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেত রক্তকণিকা তা হল– (a) মনোসাইট, (b) নিউট্রোফিল, (c) বেসোফিল, (d) ইওসিনোফিল।
উত্তরঃ (b) নিউট্রোফিল।
(v) পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে– (a) K⁺ (b) Ca²⁺ (c) CI⁻ (d) Mn²⁺
উত্তরঃ (a) K⁺
GROUP – B
2. নির্দেশ অনুযায়ী উত্তর দাও : 1×10=10
2.1 একবাক্যে উত্তর দাও : (যে-কোনো ২টি) 1×2=2
(i) ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম লেখো।
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড।
(ii) আরশোলার শ্বসন অঙ্গের নাম কী ?
উত্তরঃ ট্রাকিয়া।
(iii) BMR-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তরঃ বেসাল মেটাবলিক রেট।
2.2 শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো 2টি) 1×2=2
(iv) মানুষের রক্তে বর্তমান একটি ফ্যাটের নাম ___________।
উত্তরঃ কোলেস্টেরল।
(v) ক্যাপসুল হল _______ এর আবরণ।
উত্তরঃ বৃক্ক।
(vi) সংকোচনশীল গহ্বর __________প্রাণীতে দেখা যায়।
উত্তরঃ অ্যামিবা।
2.3 সত্য / মিথ্যা লেখো (যে-কোনো 2টি) : 1×2=2
(vii) মধ্যচ্ছদা একপ্রকার শ্বাসপেশি।
উত্তরঃ সত্য।
(viii) উদ্ভিদের পুষ্টি হল হলোজোয়িক পুষ্টি।
উত্তরঃ মিথ্যা।
(ix) পাঁঠার যকৃতে অবস্থিত শর্করাটি হল গ্লাইকোজেন।
উত্তরঃ সত্য।
2.4 বামস্তম্ভের সঙ্গে ডানস্তস্ত মিলিয়ে লেখো : 1×4=4
বামস্তম্ভ
(x) ক্যাফিন c
(xi) শ্বাসনল a
(xii) বিজ্ঞানী ব্ল্যাকম্যান e
(xiii) ইস্ট নিঃসৃত উৎসেচক b
ডানস্তম্ভ
(a) শিঙি
(b) জাইমেজ
(c) কফি
(d) রবিন হিল
(e) আলোক নিরপেক্ষ দশা
GROUP – C
3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো ১টি) 2×5=10
(i) সালোকসংশ্লেষ ও শ্বসন হল পরস্পর বিপরীত প্রক্রিয়া, – দুটি কারণ লেখো।
(ii) ‘O’ গ্রুপকে ‘সর্বজনীন দাতা’ বলে কেন ?
(iii) মানব পুষ্টির পর্যায়গুলি উল্লেখ করো।
(iv) রসের উৎস্রোত বলতে কী বোঝো ?
(v) ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য লেখো।
(vi) প্রাপ্তবয়স্ক মানুষের দম্ভ সংকেত লেখো।
(vii) মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা লেখো।
GROUP – D
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×3=15
(i) সালোকসংশ্লেষ কাকে বলে ? সালোকসংশ্লেষের আলোক দশার বর্ণনা দাও। 2+3
অথবা, মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কৌশল বর্ণনা করো।
(ii) মানব হূৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে- (a) ফুসফুসীয় শিরা (b) মহাধমনি (c) ত্রিপত্র কপাটিকা ও (d) বাম নিলয় দেখাও। 2+3
অথবা, নেফ্রনের চিত্র অঙ্কন করে – (a) বাওম্যানস ক্যাপসুল (b) সংগ্রাহী নালিকা (c) হেনলির লুপ ও (d) অন্তর্মুখী ধর্মনিকা চিহ্নিত করো। 3+2
(iii) মানবদেহের রক্ততঞ্চন পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। Rh ফ্যাক্টর কী ? 3+2
অথবা, আরশোলার রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। মুক্ত ও বন্ধ সংবহনের দুটি পার্থক্য লেখো। 3+2