WBCHSE HIGHER SECONDARY (XI) BENGALI QUESTION PAPER WITH ANSWER 2018
একাদশ শ্রেণি বাংলা প্রশ্নপত্র ২০১৮, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা
নতুন পাঠক্রম
বাংলা ‘ক’ ভাষা
২০১৮
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট [পূর্ণমান : ৮০]
✪ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে।
১. সঠিক উত্তরটি নির্বাচন করাে : ১x১৮= ১৮
১.১ আগেভাগে ভূতে পেয়ে বসেছে—
(ক) সমাজকে (খ) ওঝাকে
(গ) মাসিপিসিদের (ঘ) অর্বাচীনদের
উত্তরঃ (খ) ওঝাকে।
১.২ স্বভাবদোষে কোনাে কোনাে লােক
ভূতের কানমলা খায়, কারণ—
(ক) তারা অন্যায় করে
(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না
(গ) তারা বিদ্রোহ করে
(ঘ) তারা নিজে ভাবতে যায়
উত্তরঃ (ঘ) তারা নিজে ভাবতে যায়।
১.৩ গােরুর গাড়ির গাড়ােয়ান উৎসাহের
সঙ্গে কী বাজাচ্ছিল ?
(ক) মাদল (খ) খােল-করতাল (গ) তবলা
(ঘ) ক্যানেস্তারা
উত্তরঃ (ঘ) ক্যানেস্তারা।
১.৪ ‘বসে আছেন কেন ? টান দিন।’–
উক্তিটির বক্তা—
(ক) যামিনী (খ) মণি (গ) কথক (ঘ) নিরঞ্জন
উত্তরঃ (ক) যামিনী।
👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈
১.৫ সৌখীর ছেলের বয়স কত ?
(ক) দু-বছর (খ) তিন বছর
(গ) চার-পাঁচ বছর (ঘ) সাত-আট বছর
উত্তরঃ (গ) চার-পাঁচ বছর।
১.৬ কোন মাছ দেখে লেখকের হাঙরের
বাচ্চা মনে হয়েছিল ?
(ক) তিমি (খ) বনিটো (গ) ইলিশ (ঘ) ডলফিন
উত্তরঃ (খ) বনিটো।
১.৭ সুয়েজ খাল কে খনন করেন ?
(ক) আমুন্ডসেন
(খ) কলম্বাস
(গ) ফর্ডিনেণ্ড দ্য লেসেন্স
(ঘ) মিশরের ফেরাে
উত্তরঃ (গ) ফর্ডিনেণ্ড দ্য লেসেন্স।
১.৮ ১৬০৯ সালে ঘটলাে এক নতুন ব্যাপার’– নতুন ব্যাপারটি হল—
(ক) দূরবীন আবিষ্কার
(খ) আহ্নিক গতি আবিষ্কার
(গ) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার
(ঘ) চশমা আবিষ্কার
উত্তরঃ (ক) দূরবিন আবিষ্কার।
১.৯ জনার পুত্রের নাম কী ?
(ক) পার্থ (খ) কর্ণ (গ) অভিমন্যু (ঘ) প্রবীর
উত্তরঃ (ঘ) প্রবীর।
১. ১০ “ও তার নাই কিনারা নাই তরণী পারে”– ‘তরণী’ শব্দের অর্থ—
(ক) স্থলভাগ (খ) বাসস্থান (গ) মানুষ (ঘ) নৌকো
উত্তরঃ (ঘ) নৌকো
১. ১১ ‘পুণ্যবেদীর শূন্যে কতদিন ক্রন্দন
ধ্বনিত হয়েছে ?
(ক) হাজার বছর (খ) একশত বছর
(গ) দেড়শত বছর (ঘ) তিনশত বছর
উত্তরঃ (গ) দেড়শত বছর।
১. ১২ খেতে বসে রাগ চড়ে যায়’–কারণ—
(ক) অনেক বেশি খাবার দেখে
(খ) ভাত শুকনাে বলে।
(গ) গােলাপচারায় ফুল হয় না বলে
(ঘ) ঠান্ডা ভাতে নুন না-থাকায়
উত্তরঃ (ঘ) ঠান্ডা ভাতে নুন না থাকায়।
১. ১৩ দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে
এলিসেন্দার অনুভূতি কেমন হয় ?
(ক) এলিসেন্দা মুক্ত বােধ করে
(খ) এলিসেন্দা দুঃখিত হয়
(গ) এলিসেন্দা স্বস্তি বােধ করে, উদাসও হয়
(ঘ) এলিসেন্দা শান্তি পায়
উত্তরঃ (গ) এলিসেন্দা স্বস্তি বােধ করে, উদাসও হয়।
১. ১৪ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম—
(ক) ঘনরাম চক্রবর্তী (খ) রূপরাম চক্রবর্তী
(গ) রামপ্রসাদ সেন (ঘ) দ্বিজমাধব
উত্তরঃ (ঘ) দ্বিজমাধব।
১.১৫ বাদল সরকার রচিত একটি নাটক—
(ক) এবং ইন্দ্রজিৎ (খ) ছেঁড়া তার
(গ) তিন পয়সার পালা (ঘ) দেবীগর্জন
উত্তরঃ (ক) এবং ইন্দ্রজিৎ।
১.১৬ ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি—
(ক) নাটক (খ) ছােটোগল্প (গ) কাব্যগ্রন্থ
(ঘ) উপন্যাস
উত্তরঃ (ঘ) উপন্যাস।
১.১৭ অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল—
(ক) রাঢ়ী (খ) বঙ্গালী (গ) কামরুপী (ঘ) ঝাড়খণ্ডী
উত্তরঃ (ক) রাঢ়ী।
১.১৮ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা একটি ভাষা—
(ক) সাঁওতালি (খ) তেলেগু (গ) নাগা (ঘ) ওড়িয়া
উত্তরঃ (খ) তেলেগু
২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২=১২
২.১ মহানগরী থেকে তেলেনাপােতার দূরত্ব কত ?
উত্তরঃ মহানগরী থেকে তেলেনাপােতার দূরত্ব ত্রিশ মাইল।
২.২ ‘নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না।’— কেন ?
উত্তরঃ জেলফেরত ছেলেকে সকালে কী খেতে দেবে সেই চিন্তায় বুড়ির অর্থাৎ সৌখির মায়ের ঘুম আসছিল না।
২.৩ ‘এ কথা ইউরােপীয়েরা স্বীকার করতে চায় না’— কোন কথা ?
উত্তরঃ ভারতের বাণিজ্য এবং রাজস্ব লাভ করার ফলেই ইংরেজদের এতাে ধনদৌলত, একথা ইউরােপীয়রা স্বীকার করতে চায় না।
২.৪ হল্যান্ডে তৈরি প্রথম দূরবিনের সঙ্গে গালিলিওর দূরবিনের পার্থক্য কোথায় ?
উত্তরঃ হল্যান্ডের লােকটির দূরবিনে সবকিছু উল্টো দেখাতাে কিন্তু গ্যালিলিওর তৈরি দূরবিনে সবকিছু যথারীতি অবস্থানে দেখাচ্ছিলাে।
২.৫ ‘ও এক পড়শী বসত করে’- পড়শি কোথায় বসত করে ?
উত্তরঃ কবির বাড়ির কাছে রয়েছে যে আরশিনগর, সেখানেই বাস করেন কবির চিরকাঙ্খিত পড়শি।
২.৬ ‘কেমনে এ অপমান সব ধৈর্য্য ধরি ?’- বক্তা কোন অপমানের কথা বলেছেন ?
উত্তরঃ ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনা নীলধ্বজ কর্তৃক ক্ষত্রধর্মের হীন অপমানের কথা বলতে চেয়েছেন।
২.৭. দ্বীপান্তরের বন্দিনী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তরঃ কবি নজরুল ইসলামের ‘ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত।
২.৮ “আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকাপড়ে।”– সাধারণ ভাতকাপড়ে দিন চলে যাওয়ার কারণ কী ?
উত্তরঃ বেঁচে থাকার ন্যূনতম উপাদান খাদ্য এবং বস্ত্রই তাদের সম্বল, তাই বলা হয়েছে যে সাধারণ ভাতকাপড়েই তাদের দিন চলে যায়।
২.৯ “বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনােই কারণ ছিল না।’— বাড়ির মালিকদের নাম কী ?
উত্তরঃ ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’ গল্পের উদ্ধৃতাংশে বাড়ির মালিকরা হল পেলাইও ও তার স্ত্রী এলিসেন্দা।
অথবা,
‘যদি সব শ্রেণি শেষ হয়ে যায়’– তবু কী ঘটবে ?
উত্তরঃ সব শ্রেণি শেষ হয়ে গেলেও উদ্দিষ্ট ব্যক্তি (অর্থাৎ, শিক্ষার্থী) পরের শ্রেণিতে যাবে।
২.১০ ‘সেনেমিক লিপি’ (Cenemic) বলতে কী বােঝাে ?
উত্তরঃ যে পর্যায়ে লিপি বিবর্তনের চিহ্নগুলি তাদের ভাষাতাত্ত্বিক পরিচয় ছাপিয়ে গিয়ে একেকটি ধ্বনির প্রতীক হয়ে উঠলাে, তাকে বলা হয় সেনেমিক লিপি।
অথবা,
কিউনিফর্ম বা কীলকলিপি’-র নামকরণ কে করেছিলেন ?
উত্তরঃ “কিউনিফর্ম” লিপির নামকরণ করেন বিখ্যাত লিপি বিশারদ টমাস হাইড।
২.১১ I.P.A.-র পুরাে নাম লেখাে।
উত্তরঃ ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট (International Phonetic Alphabet)
২.১২ সমগােত্ৰজ ভাষা (Cognate) বলতে কী বােঝাে ?
উত্তরঃ একই ভাষাবংশ থেকে সৃষ্ট ভাষাগুলিকে সমগােত্রজ ভাষা (Cognate) বলা হয়।
৩। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৩.১ মনে হবে তেলেনাপােতা বলে কোথাও কিছু সত্যি নেই’- এ কথা কার কেন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ?
৩.২ “এতক্ষণে বুঝে সৌখী ব্যাপারটা”— কোন ব্যাপারটার কথা বলা হয়েছে ? সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় লেখো ?
৪। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ =৫
৪.১ প্লেগ রােগের সংক্রমনের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল, ‘সুয়েজখালে হাঙ্গর শিকার’ অবলম্বনে তার পরিচয় দাও।
৪.২ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।
৫। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x২ =১০
৫.১ “কিন্তু বৃথা এ গঞ্জনা”– বক্তা কে ? তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন ? কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা ?
৫.২ “আমি বাঞ্ছা করি দেখব তারি”— বক্তা কাকে দেখতে চান ? কীভাবে তার দর্শন পাওয়া যাবে ?
৫.৩ ধ্বংস হলাে কি রক্ষ-পুর”- ‘রক্ষ-পুর’ বলতে কবি কী বুঝিয়েছেন ? কীভাবে তা ধ্বংস হবে ?
৫.৪ “আমরা তাে সামান্য লােক’— কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে ? সামান্য লােক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো।
৬। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৬.১ “পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।’— কারা, কেন ‘চুপচাপ দাড়িয়ে রইল ? পড়ে থাকা শরীরটার’ বিবরণ নিজের ভাষায় লেখাে। ২+৩
উত্তরঃ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পে পেলাই ও এবং এলিসেন্দা ডানাওয়ালা বুড়োকে দেখে এতোটাই হতচকিত হয়ে পড়েছিল যে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়ে
রইল।
কোনো এক বর্ষণক্লান্ত বিষন্ন দুপুরবেলায় কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরবার সময় পেলাইও প্রথম আবিষ্কার করেছিল যে তাদের উঠোনের পেছন কোণাটায় কিছু একটা যেন ছটফট করে নড়তে নড়তে কারাচ্ছে। খুব কাছে গিয়ে সে বুঝতে পেরেছিল সেটি আসলে এক থুরথুরে বুড়ো। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী এলিসেন্দাকে ডেকে এনেছিল। এরপর তারা দুজন মিলে পড়ে থাকা শরীরটাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
সেই বুড়োর পরনে ছিল ন্যাকড়া-কুড়োনির পোশাক। তার টাক-পড়া মাথাটায় কয়েকটিমাত্র বিবর্ণ চুল ছিল। বুড়ো ছিল ফোগলা। তবে তার শরীরে যে জিনিসটা সব থেকে আশ্চর্যজনক ছিল তা হল তার অতিকায় শিকারি পাখির মতো এক জোড়া ডানা। ডানাগুলির অর্ধেক পালক খসে পড়ে গিয়েছিল এবং উঠোনের কাদায় একেবারে জট পাকিয়ে গিয়েছিল। সব মিলিয়ে তাকে ঝোড়ো কাকের প্রপিতামহের মতোই লাগছিল।
৬.২ “জ্ঞান কোথায় গেল ?”– জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস’ কবিতায় কীভাবে ব্যাঞ্জিত হয়েছে ? ৫
৭। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x২ = ১০
৭.১. মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীনপূণ্যের বিয়ােধ বাঁধল কেন ? কে,কোথায় অদীনপূণ্যকে নির্বাসন দিলেন ? ৩+১+১
৭.২. ‘আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই’- এই গান কারা গেয়েছে ? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কীভাবে তাদের গানে ভাষা পেয়েছে ? ১+৪
৭.৩. ‘ও আজ যেখানে বসেছে সেখানে তােমাদের তলােয়ার পৌছায় না !- কার সম্পর্কে, কে এই কথা বলেছেন ? এই বক্তব্যের তাৎপর্য কী ? ২+৩
৭.৪ “গুরু” নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন্ ঘটনাটিকে তােমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখাে। ২+৩
৮। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ =১০
৮.১ কে, কবে শ্রীকল্পকীর্তন’-এর পুঁথি করেন ? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ২+৩
৮.২ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলােচনা করো।
৮.৩ গীতিকবিতা কাকে বলে ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলােচনা করো।
৮.৪ ধাঁধার বৈশিষ্ট্য আলােচনা করাে । অন্তত দুটি ধাঁধার উদাহরন দাও।
৯। অনধিক একশাে পঞ্চাশ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫
৯.১ অস্টিক ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
৯.২ ‘হিয়েরােগ্লিফিক’ কী ? এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯.৩ মধ্য ভারতীয় আর্যভাষার কালসীমা উল্লেখ করে৷ এই স্তরের ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও।
CLASS 11 BENGALI QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | 2022 | 2023 | 2024 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 Bengali Solved Question Paper 2014 | একাদশ শ্রেণির বাংলা প্রশ্নপত্র ২০১৪ - Prosnodekho -