WBBSE Class 9 Physical Science 2nd Unit Test Question Paper Set-4 | নবম শ্রেণি ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-4

সিলেবাস/Syllabus—
» মোলের ধারণা » পদার্থ : গঠন ও ধর্ম
» দ্রবণ » অ্যাসিড, ক্ষার ও লবণ
» কার্য, ক্ষমতা ও শক্তি

2nd Summative Evaluation
Class – IX,   Sub – Physical Science,
Time : 1 hrs 30 mts     F.M. – 40

1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×8=8

1.1 কোনটির ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক ?
(ক) 1 g O₂ (খ) 1 g F₂ (গ) 1 g N₂ (ঘ) 1 g H₂

উত্তরঃ (ঘ) 1 g H₂

1.2 কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি ?
(ক) 18 g H₂O (খ) 18 g H₂ (গ) 18 g CO₂

উত্তরঃ (খ) 18 g H₂

1.3 অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন—
(ক) অ্যাভোগাড্রো (খ) ডাল্টন (গ) মিলিকান (ঘ) বয়েল

উত্তরঃ (গ) মিলিকান

1.4 উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুনাঙ্কের মান—
(ক) বৃদ্ধি পাবে (খ) হ্রাস পাবে
(গ) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে
(ঘ) প্রথমের হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে।

উত্তরঃ (খ) হ্রাস পাবে।

1.5 তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে ?
(ক) স্টোকসের সূত্র (খ) বার্নোলির নীতি
(গ) নিউটনের সূত্র (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বার্নোলির নীতি

1.6 স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান ?
(ক) বল (খ) ভরবেগ (গ) পীড়ন (ঘ) ত্বরণ

উত্তর: (গ) পীড়ন

1.7 ইমালশনের উদাহরণ হল—
(ক) মেঘ (খ) ধোয়া (গ) দুধ (ঘ) ক্রিম

উত্তরঃ (গ) দুধ।

1.8 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল—
(ক) CH₄ (খ) NO₂ (গ) N₂O (ঘ) O₃

উত্তরঃ (খ) NO₂

বি: দ্র: SO₂, NO₂ ও CO₂ – এই তিনটি গ্যাস অম্ল বৃষ্টির জন্য দায়ী।

1.9 মিথাইল অরেঞ্জ-এর আম্লিক মাধ্যমে বর্ণ কীরূপ ?
(ক) লাল (খ) হলুদ (গ) বর্ণহীন
(ঘ) গোলাপি লাল

উত্তরঃ (ঘ) গোলাপি লাল

1.10 দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3 বস্তু দুটির গতিশক্তির অনুপাত হল—
(ক) 3 : 2 (খ) 2 : 3 (গ) 4 : 9 (ঘ) 9 : 4

উত্তরঃ (ক) 3 : 2

2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোন ৭টি) 1×7=7

2.1 কোন গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর এর মান সমান ?

উত্তরঃ যেসব গ্যাসের অনু একটি করে পরমাণু দ্বারা গঠিত তাদের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর এর মান সমান। নিষ্ক্রিয় গ্যাস গুলির পারমাণবিকতা এক তাই এদের পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর এর মান সমান।

2.2 মোলার ভরের একক কী ?

উত্তরঃ মোলার ভরের একক গ্রাম / মোল ।

2.3 চাপ কাকে বলে ?

উত্তরঃ কোন তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়।

2.4 কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব ?

উত্তরঃ SI পদ্ধতিতে ঘনত্বের মান-ই হলো আপেক্ষিক গুরুত্ব ।

2.5 প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল ?

উত্তরঃ প্লবতা একটি ঊর্ধ্বমুখী বল।

2.6 বিকৃতির একক কী ?

উত্তরঃ বিকৃতির কোনো একক নেই।

2.7 ………… প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়।

উত্তরঃ বীজ কেলাস ।

2.8 একটি করে প্রশম ও অ্যাসিড লবণের উদাহরণ দাও ।

উত্তরঃ একটি প্রশম লবণ হলো সোডিয়াম সালফেট (Na₂SO₄) এবং একটি অ্যাসিড লবণ হলো সোডিয়াম বাই সালফেট (NaHSO₄) ।

2.9 কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই—হতে পারে কী ?

উত্তরঃ হ্যাঁ, হতে পারে। একটি বস্তুকে ওপরদিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় বস্তু মুহূর্তের জন্য স্থির হয়, সেই মুহুর্তে বস্তুর ভরবেগ থাকে না কিন্তু স্থিতিশক্তি (অভিকর্ষীয়) থাকে।

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×5=10

3.1 গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন ?

উত্তরঃ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় ও চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ও উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। সুতরাং উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তন পরিবর্তিত হয়। তাই গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয়।

3.2 তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী ?

উত্তরঃ কোনো তলের উপর প্রযুক্ত ঘাত হলো তলের উপর প্রযুক্ত চাপ ও তলের ক্ষেত্রফল এর গুণফল।

অর্থাৎ, ঘাত (F) = চাপ (P) × ক্ষেত্রফল (A)

3.3 বায়ুমন্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কী বোঝো ?

উত্তরঃ বায়ুমন্ডলের চাপঃ কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বলপ্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমন্ডলের চাপ বলা হয়।

প্ৰমাণ চাপ : সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বলা হয়।

3.4 কোলয়ডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো।

উত্তরঃ কোলয়ডীয় দ্রবণের কণাগুলি প্রকৃত দ্রবণের কণা অপেক্ষা আকারে বড় কিন্তু প্রলম্বনের কণা অপেক্ষা ছোটো।

• কোলয়ডীয় দ্রবণের কণাগুলির ব্রাউনীয় গতি দেখা যায়।

3.5 হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কী ঘটে ? বিক্রিয়া দাও।

উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইড এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়।

HCl + AgNO₃ → AgCl (সাদা) + HNO₃

3.6 শক্তির নিত্যতা সূত্রটি লেখো।

উত্তরঃ শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক।

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×5=15

4.1 অ্যাভোগাড্রো সংখ্যা তিনটি গুরুত্ব আলোচনা করো।

উত্তরঃ অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব—

(i) পারমাণবিক ভর ও আনবিক ভর এর মান জানা থাকলে নির্দিষ্ট ভরের বিভিন্ন মৌল ও যৌগের পরমাণু বা অণুর সংখ্যা গণনা করা যায়।

(ii) STP – তে নির্দিষ্ট আয়তনের কোন গ্যাসের অণু বা পরমাণু সংখ্যা বলা যায়।

(iii) কোন কঠিন ধাতব মৌলের ঘনত্ব ও গ্রাম পারমাণবিক ভর থেকে ওর পারমাণবিক ব্যাসার্ধ এর আসন্ন মান গণনা করা যায়।

4.2 ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লেখো।

উত্তরঃ

ঘনত্ব
1. পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে।
2. ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে।
3. ঘনত্বের মাত্রা হলো ML⁻³
4. ঘনত্বের মান বিভিন্ন একক এর বিভিন্ন
হয়। যেমন– CGS পদ্ধতিতে সীসার ঘনত্ব 11.3 g /cm³ আবার SI পদ্ধতিতে 11300 kg/m³

আপেক্ষিক গুরুত্ব—
1. কোনো পদার্থ 4°C উষ্ণতার সমআয়তন জল অপেক্ষা কত গুণ ভারী তা হল সেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব।
2. আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত বলে এটি বিশুদ্ধ সংখ্যা এর কোন একক নেই।
3. আপেক্ষিক গুরুত্বের মাত্রা নেই।
4. আপেক্ষিক গুরুত্বের মান সকল এককেই সমান।

4.3 1L আয়তনের একটি দ্রবণে 90g গ্লুকোজ দ্রবীভূত আছে । mol.L⁻¹ এককে দ্রবনটির শক্তি মাত্রা কত ?

উত্তরঃ 90g গ্লুকোজের মোল সংখ্যা

= 90 + 180 mol

= 0.5 mol

দ্রবণটির মোলারিটি

= 0.5 + 1 mol L⁻¹

= 0.5 mol L⁻¹

4.4 অম্লরাজ কী ? এর ব্যবহার লেখো।

উত্তরঃ তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এক আয়তন গাঢ় নাইট্রিক এসিডের মিশ্রণ কে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলে।

ব্যবহার—

• অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ সোনা এবং প্লাটিনাম ধাতু দ্রবীভূত করতে ব্যবহার করা হয়।

• এই ধাতবগুলির নিষ্কাশন এবং পরিশোধন করতে লাগে।

• মেশিন এবং পরীক্ষাগার কাচের জিনিসপত্র থেকে ধাতু এবং জৈব পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়।

4.5 কার্যহীন বল কাকে বলে ? একটি উদাহরণসহ বুঝিয়ে দাও।

উত্তরঃ কোন বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ পরস্পর সমকোণে হলে প্রযুক্ত বল কোন কার্য করে না। এই ধরনের বলকে কার্যহীন বল বলা হয়।

উদাহরণঃ এক ব্যক্তি সুটকেস্ হাতে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছেন। সুটকেসের ওজন উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির সরণ ওজনের সমকোণে, তাই অভিকর্ষ কোন কাজ করে না। এখানে অভিকর্ষ হলো কার্যহীন বল।

Leave a Reply