WBCHSE Class 12 Sanskrit Solved Question Paper 2023 | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্নপত্র ২০২৩ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2023 question paper of Sanskrit subject for West Bengal Council of higher secondary students. Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র ছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের ২০২৩ সালের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রের MCQ ও SAQ এর উত্তর নীচে দেওয়া হলো।

HIGHER SECONDARY EXAMINATION
2023
SANSKRIT
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ / Instructions to the candidates :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
Special credit will be given for answers which are brief and to the point.
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Figures in the margin indicate full marks for the questions.

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।)

( বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )

1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×15 = 15

গদ্যাংশ

(i) ‘आर्यावर्तवर्णनम्’-এর উৎস কী ?
(a) নলচম্পূ (b) যশস্তিলকচম্পূ
(c) চম্পুরামায়ণ (d) চম্পূভারতম্

উত্তরঃ (a) নলচম্পূ

(ii) ভগীরথ কোন্ বংশের রাজা ?
(a) গুপ্তবংশ (b) চন্দ্রবংশ (c) মৌর্যবংশ
(d) ইক্ষ্বাকুবংশ

উত্তরঃ (d) ইক্ষ্বাকুবংশ

(iii) ‘तुष्णीম্‌‘ – শব্দের অর্থ কি ?
(a) সহসা (b) অশ্ব (c) চোর (d) নিঃশব্দ

উত্তরঃ (d) নিঃশব্দ

(iv) ‘बिशतिद्वयम्’- পদের অর্থ হল—
(a) আঠারো (b) কুড়ি (c) তিরিশ (d) চল্লিশ।

উত্তরঃ (d) চল্লিশ।

পদ্যাংশ

(v) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ?
(a) মানুষ (b) কৃষ্ণ (c) অর্জুন
(d) এঁদের কেউই নন ।

উত্তরঃ (b) কৃষ্ণ

(vi) নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন ?
(a) কৃষ্ণ (b) অর্জুন (c) বেদব্যাস (d) জনক।

উত্তরঃ (d) জনক।

(vii) तव कृपया चेत स्रोत: स्नात:’ – কার কৃপায় ?
(a) শিব (b) বিষ্ণু (c) কৃষ্ণ (d) গঙ্গা।

উত্তরঃ (d) গঙ্গা।

(viii) ‘पाहि कृपामयि मामज्ञाনम्’ – এখানে ‘পাহি’ শব্দের অর্থ কি ?
(a) রক্ষা করা (b) ত্যাগ করা
(c) ভুলে যাওয়া (d) পান করা

উত্তরঃ (a) রক্ষা করা

নাট্যাংশ

(ix) ‘बासत्तिकस्वप्नम्’ -এর মূল নাটক কী ?
(a) এ মিড্ সামার নাইটস্ ড্রিম
(b) ম্যাকবেথ
(c) হ্যামলেট
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) এ মিড্ সামার নাইটস্ ড্রিম

(x) ‘किं वा युक्तं समयाविरुद्धाचरणम्’ কথাটি কে বলেছেন ?
(a) পিতা (b) রাজা (c) বসন্ত (d) মকরন্দ

উত্তরঃ (b) রাজা

(xi) ‘बल्लभ’ শব্দের অর্থ কী ?
(a) প্রিয় (b) সম্মানীয় (c) শক্তিমান (d) ভক্ত

উত্তরঃ (a) প্রিয়

(xii) ‘अवनिप:’ শব্দের প্রতিশব্দ কি ?
(a) অগ্নি (b) হস্তী (c) পৃথিবী (d) রাজা

উত্তরঃ (d) রাজা।

সাহিত্যের ইতিহাস

(xiii) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ ?
(a) সামবেদ (b) ঋকবেদ (c) অথর্ববেদ
(d) যজুর্বেদ।

উত্তরঃ (c) অথর্ববেদ

(xiv) ‘লীলাবতী’ কোন্ বিষয়ের গ্রন্থ ?
(a) গণিত (b) জ্যামিতি (c) আয়ুর্বেদ
(d) নাটক।

উত্তরঃ (a) গণিত

(xv) নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোন্‌টি ভাসের লেখা ?
(a) স্বপ্নবাসবদত্তম্ (b) অভিজ্ঞানশকুন্তলম্
(c) প্রসন্নরাঘবম্ (d) মৃচ্ছকটিকম্ ।

উত্তরঃ (a) স্বপ্নবাসবদত্তম্

( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11 = 11

গদ্যাংশ ( যে কোনো তিনটি)

(i) চম্পূকাব্য কাকে বলে ?

উত্তরঃ যে রচনা গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত এবং গদ্য ও পদ্যের আনুপাতিক হার প্রায় সমান সমান তাকে বলা হয় ‘চম্পুকাব্য ।

(ii) স্ফোটবাদ কাদের অভিমত ?

উত্তরঃ বৈয়াকরণেরা স্ফোট স্বীকার করেন বা, স্ফোটবাদ বৈয়াকরণদের অভিমত।

(iii) ‘उटज’- শব্দের অর্থ কি ?

উত্তরঃ ‘उटज’- শব্দের অর্থ কুঁড়েঘর।

(iv) ‘বনগতা গুহা’ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো।

উত্তরঃ উত্তরঃ বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হল অশ্ব, তুরঙ্গ।

পদ্যাংশ ( যে কোনো তিনটি)

(v) শ্রীমদ্ভগবদ্গীতায় কয়টি অধ্যায় আছে ?

উত্তরঃ শ্রীমদ্ভগবদ্গীতায় ১৮টি অধ্যায় আছে।

(vi) নৈষ্কর্ম কি ?

উত্তরঃ ভোগবিলাস ত্যাগ করে কর্ম।

(vii) ‘हिमविधुमुक्ताधवलतरङ्गे’ কথাটির অর্থ কি ?

উত্তরঃ গঙ্গার জল চন্দ্রের মতো সাদা, শীতল এবং মুক্তোর মতো তরঙ্গ।

(viii) ‘নিগম’ শব্দের অর্থ লেখো।

উত্তরঃ বেদাদিশাস্ত্র।

নাট্যাংশ ( যে কোনো তিনটি)

(ix) ‘बासन्तिकस्वप्नम्’ নাটকটি কে অনুবাদ করেন ?

উত্তরঃ কৃষ্ণমাচার্য।

(x) ‘उद्वाह’ শব্দের অর্থ কি ?

উত্তরঃ বিবাহ।

(xi) ‘स एव मन्मानसম্’ কথাটি কে, কাকে বলেছেন ?

উত্তরঃ কৌমুদি রাজাকে বলেছেন।

(xii) কোথায় মৃদঙ্গ বাজছিল ?

উত্তরঃ সংগীতশালার অভ্যন্তরে।

সাহিত্যের ইতিহাস ( যে কোনো দুটি )

(xiii) সুশ্ৰুত কে ?

উত্তরঃ শল্যচিকিৎসক/সুশ্রুতসংহিতার রচয়িতা।

(xiv) স্ত্রীচরিত্রবিহীন সংস্কৃত নাটক কোন্‌টি ?

উত্তরঃ মুদ্রারাক্ষসম্।

(xv) ‘মেঘদূত’ কোন্ ছন্দে রচিত ?

উত্তরঃ মন্দাক্রান্তা।

( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )

3 . নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5 × 4 = 20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত ‘আর্যাবর্তবর্ণনম্’ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।

(b)“असौ सपदि निकटवर्तिनं महीरुहम् आरुरोह”- ‘মহীরুহ’ শব্দের অর্থ কী ? কে, কেন মহীরুহে আরোহণ করল ? মহীরুহে আরোহণ করে সে কি দেখল ?

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) ‘स्वधर्मे निघनं श्रेयः परधर्मो भयावहः’ শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে বক্তা কে ? শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো।

(d) ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবরকন্যা – গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো।

(f) ‘शशङ्कस्त्वतिनिर्घृण:’-উদ্ধৃতিটি কোন্ নাট্যাংশ থেকে গৃহীত ? ‘निर्घृण:’ শব্দের অর্থ কি ? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি ?

সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)

(g)প্রাচীন ভারতে গণিতচর্চা এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো।

(h) ‘अभिज्ञानशकुन्तलम्’ অবলম্বনে নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় করো।

4.ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) : 4 × 1 = 4

(a) यद् यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।

(b) दूर मम दुष्कृति भारं / कुरु कृपया भवसागरपारम्।

5. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারকবিভক্তি নির্ণয় করো ( যে কোনো তিনটি) : 1 × 3 = 3

(a) मत्स्यः जलं विना न जीवति।

উত্তরঃ বিনা শব্দ যোগে দ্বিতীয়া।

(b) कृष्णाय स्वस्ति।

উত্তরঃ স্বস্তি শব্দ যোগে চতুর্থী।

(c) व्याघ्रात् विभेति नरः।

উত্তরঃ ভয়ার্থক ধাতু যোগে অপাদানে পঞ্চমী।

(d) विद्वान् सर्वेषां पूजितः।

উত্তরঃ বর্তমানে কর্তায় ষষ্ঠী।

(e) सूर्ये उदिते पद्मं प्रकाशते।

উত্তরঃ ভাবে সপ্তমী।

6. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ( যে কোনো দুটি ) : 2 x 2 = 4

(a) प्रतिदिनम्।

উত্তরঃ দিনম্ দিনম্ ➙ অব্যয়ীভাব।

(b) ग्रामान्तरम्।

উত্তরঃ অন্যঃ গ্রামঃ ➙ নিত্যসমাস।

(c) कुम्भकारः।

উত্তরঃ কুম্ভঃ করোতিমঃ সঃ ➙ উপপদ তৎপুরুষ।

7. নিম্নলিখিত শব্দযুগলের অথপার্থক্য নির্ণয় করো ( যে কোনো দুটি ) : 1×2 = 2

(a) वाक्यम् – वाच्यम्

वाक्यम् ➙ কথা।
वाच्यम् ➙ বলার যোগ্য।

(b) पुत्रीयति – पुत्रायते

पुत्रीयति ➙ পুত্রের ন্যায় দেখতে।
पुत्रायते ➙ পুত্রের ন্যায় আচরণ করতে।

(c) आह्वयति – आह्वयते।

आह्वयति ➙ আহ্বান করে।
आह्वयते ➙ বলপূর্বক আহ্বান করে।

8. এক কথায় প্ৰকাশ করো ( যে কোনো তিনটি ) : 1 × 3 = 3

(a) सर्वजनेभ्यः हितम् ➙ উত্তরঃ সার্বজনীন।

(b) शब्दं करोति ➙ উত্তরঃ শব্দায়তে।

(c) व्याकरणं वेत्ति ➙ উত্তরঃ বৈয়াকরণ

(e) विद्या एव रत्नम् ➙ উত্তরঃ বিদ্যারত্নম।

(d) रघोरपत्यं पुमान् উত্তরঃ রাঘবঃ।

9. পরিনিষ্ঠিত রূপটি লেখো ( যে কোনো তিনটি) 1 x 3 = 3

(a) राजन् + ङीप् ➙ উত্তরঃ রাজ্ঞী।

(b) गुरु + ईयसुन् ➙ উত্তরঃ গরীয়স।

(c) बुद्धि + मतुप् ➙ উত্তরঃ বুদ্বিমান।

(d) मनु + अण् ➙ উত্তরঃ মানবঃ।

(e) क्षुद्र + तरप् ➙ উত্তরঃ ক্ষুদ্রতর।

10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

(a) কেন্তুম্ গুচ্ছ ও সতম্ গুচ্ছ কী ? উদাহরণসহ এদের পরিচয় দাও।

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও।

11. সংস্কৃতে অনুবাদ করো ( যে কোনো একটি ) : 5 × 1 = 5

(a) কোনো বনে কোনো এক শৃগাল নগরের নিকটে স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে একটি নীলপূর্ণ ভাণ্ডে পড়ে গেল। সেখান থেকে উঠে আসতে না পেরে সকালে সে নিজেকে মড়ার ন্যায় দেখিয়ে অবস্থান করল।

উত্তরঃ कस्मिंश्चित् वने एकः शृगालः नगरस्य समीपे स्वेच्छया यात्रां कुर्वन् नीलपुञ्जे पतितः। ततः उत्तिष्ठितुं असमर्थः प्रातःकाले सः रोगी इति अभिनयं कृतवान्।

(b) কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত। সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল – প্রভু ! এরূপ সব পশুবধের কি প্রয়োজন ?

উত্তরঃ कस्मिंश्चित् वने वसुरको नाम सिंहः निवसति स्म। सः प्रतिदिनं बहवः पशून् हन्ति स्म। सर्वे पशवः मिलित्वा तं अवदन् – भगवन् ! एतादृशानां सर्वेषां पशुवधानां का आवश्यकता अस्ति ?

11. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো : 5 × 1 = 5

(a) संस्कृतस्य उपयोग:

(b) मम प्रियः कविः

(c) मम देशः

H.S SANSKRIT QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
NoEx NoEx 2022 2023 2024

Leave a Reply