WB Class 11 Geography Solved Question Paper 2015 WBCHSE | একাদশ শ্রেণি ভূগোল প্রশ্নপত্র ২০১৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2015 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০১৫ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
GEOGRAPHY
2015
(New syllabus)
Time : 3 Hours 15 Minutes
Full Marks : 70

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিভাগ – ক

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×21=21

(i) মহাদেশীয় ভূত্বক কোন্ শিলা দ্বারা গঠিত ?
(a) ব্যাসল্ট, (b) গ্রানাইট, (c) কাদাপাথর, (d) বেলেপাথর

উত্তরঃ (b) গ্রানাইট।

(ii) ‘পাত’ শব্দটি প্রথম ব্যবহার করেন –
(a) পিঁচো, (b) ম্যাকেঞ্জি, (c) পার্কার, (d) উইলসন।

উত্তরঃ (d) উইলসন।

(iii) পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম হল—
(a) সান আন্দ্রিজ চ্যুতি,
(b) হিমালয়ান চ্যুতি,
(c) কারাকোরাম চ্যুতি,
(d) নর্মদা চ্যুতি।

উত্তরঃ (a) সান আন্দ্রিজ চ্যুতি

(iv) প্রদত্ত কোনটি গিরিজনি আলোড়নের সঙ্গে যুক্ত ?
(a) ভঙ্গিল পর্বত, (b) স্তূপ পর্বত,
(c) মালভূমি, (d) সঞ্চয়জাত পর্বত।

উত্তরঃ (a) ভঙ্গিল পর্বত

(v) যে ভাজের দুপাশে সমান পার্শ্বচাপের ফলে দুটি বাহু সমান কোণে দুদিকে নত হয়ে থাকে তাকে ________ বলে।
(a) উদ্‌গট্ট ভাঁজ, (b) ন্যাপ ভাঁজ,
(c) প্রতিসম ভাঁজ, (d) ঊর্ধ্বভাঁজ।

উত্তরঃ (c) প্রতিসম ভাঁজ

(vi) চ্যুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে, তাকে _________ বলে।
(a) চ্যুতির আয়াম, (b) নতি, (c) চ্যুতি কোণ, (d) ব্যবধি।

উত্তরঃ (a) চ্যুতির আয়াম

(vii) ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয়–
(a) ভূমিকম্পের কেন্দ্রে, (b) প্রতিপাদ কেন্দ্রে (c) উপকেন্দ্রে, (d) ছায়া অঞ্চলে।

উত্তরঃ (c) উপকেন্দ্রে

(viii) ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম হল—
(a) সুন্দা খাত, (b) মারিয়ানা খাত,
(c) রোমানস্ খাত, (d) ওব খাত।

উত্তরঃ (a) সুন্দা খাত

(ix) বেরিং স্রোত লক্ষ করা যায়—
(a) প্রশান্ত মহাসাগরে,
(b) আটলান্টিক মহাসাগরে,
(c) ভারত মহাসাগরে,
(d) কুমেরু মহাসাগরে।

উত্তরঃ (a) প্রশান্ত মহাসাগরে

(x) প্রদত্ত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণির খাদক ?
(a) ব্যাং (b) সাপ, (c) খরগোশ, (d) বাঘ।

উত্তরঃ (c) খরগোশ

(xi) প্রদত্ত কোনটি চুনজাতীয় সিন্ধুকর্মের উদাহরণ ?
(a) রেডিয়োল্যারিয়ান, (b) প্রবাল,
(c) টেরোপড (d) ডায়াটম।

উত্তরঃ (c) টেরোপড

(xii) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের পৃষ্ঠদেশীয় জলের গড় তাপমাত্রা হল—
(a) 25 C. (b) 26°C (c) 27° C (d) 27-5°C

উত্তরঃ (c) 27° C

(xiii) “বস্তুর কার্যকারিতাই সম্পদ” – উদ্ভিটি করেছেন–
(a) লিন্ডেম্যান, (b) একারমান,
(c) জিমারম্যান, (d) ট্যাপলে।

উত্তরঃ (c) জিমারম্যান

(xiv) নিম্নলিখিত কোনটি একটি পূরণশীল সম্পদ ?
(a) কয়লা, (b) অরণ্য, (c) খনিজ তেল, (d) কোনোটিই নয়।

উত্তরঃ (b) অরণ্য

(xv) প্রেইরি তৃণভূমির অবস্থান হল–
(a) দক্ষিণ আমেরিকায়,
(b) দক্ষিণ আফ্রিকায়,
(c) উত্তর আমেরিকায়,
(d) ইউরোপে।

উত্তরঃ (c) উত্তর আমেরিকায়

(xvi) আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি কোন্ উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহৃত হয় ?
(a) কৃষি (b) তৃণভূমি, (c) জলাশয়,
(d) অন্যান্য কাজে।

উত্তরঃ (b) তৃণভূমি

(xvii) গুজরাটের লাম্বা বিখ্যাত, এর জন্য। (a) জলবিদ্যুৎ কেন্দ্র, (b) বায়ুশক্তি কেন্দ্র,
(c) তাপীয় শক্তি কেন্দ্র, (d) তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরঃ (b) বায়ুশক্তি কেন্দ্র

(xviii) কোন্ দেশকে ‘বুটির কুড়ি’ বলা হয় ? (a) চিলিকে, (b) নিউজিল্যান্ডকে
(c) ইউক্রেনকে, (d) মার্কিন যুক্তরাষ্ট্রকে।

উত্তরঃ (c) ইউক্রেনকে

(xix) প্রদত্ত কোন মাছটি পিলেজিক শ্রেণির ?
(a) টুনা, (b) হ্যাডক, (c) হেরিং, (d) হ্যালিবাট।

উত্তরঃ (c) হেরিং

(xx) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল – (a) নাইজেরিয়ার ম্যানগ্রোভ অরণ্য
(b) গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল,
(c) মধ্য-আমেরিকার নিকারাগুয়া ম্যানগ্রোভ অরণ্য,
(d) অস্ট্রেলিয়ার ম্যানগ্রোভ অরণ্য।

উত্তরঃ (b) গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল

(xxi) কয়লার উপজাত দ্রব্য কোনটি?
(a) আলকাতরা, (b) প্যারাফিন,
(c) ডিজেল, (d) গ্যাসোলিন।

উত্তরঃ (a) আলকাতরা

বিভাগ – খ

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14

(a) পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন ?

উত্তরঃ অ্যানাক্সিমিন্ডার।

(b) মানবীয় ভূগোলের যে-কোনো একটি শাখার নাম লেখো।

উত্তরঃ জনসংখ্যা ভূগোল, সামাজিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল।

অথবা,

ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত ?

উত্তরঃ ২৯০০ কিঃমিঃ।

(c) ম্যাগমা ও লাভার মধ্যে মূল পার্থক্য কী ?

উত্তরঃ

বিষয় ম্যাগমা লাভা


স্থা
ম্যাগমা ভূ-অভ্যন্তরে অবস্থিত। এটি উদবেধী অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত। লাভা ফাটল বা ছিদ্র দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয়। নি:সারি অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত
মি
শ্র
খনিজের তরল অবস্থা ম্যাগমাতে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে। খনিজের তরল ও কঠিন অবস্থা লাভাতে গ্যাসও বাষ্প থাকে না।

অথবা,

ভূমিকম্পের কোন্ তরঙ্গকে দেহতরঙ্গ বলে ?

উত্তরঃ P ও S তরঙ্গ।

(d) ভারতের কোন্ অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ ?

উত্তরঃ হিমালয় পার্বত্য অঞ্চল।

(e) প্যানথালাসা নামক সুবিশাল সমুদ্রটি যে মহাদেশকে বেষ্টন করেছিল, সেটির নাম কী ?

উত্তরঃ প্যানজিয়া।

(f) বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?

উত্তরঃ দক্ষিণ আটলান্টিক মহাসাগর।

অথবা,

গ্রান্ড ব্যাংক’ মগ্নচড়া কোথায় অবস্থিত ?

উত্তরঃ উত্তর আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে ।

(g) জীবভর পিরামিড কাকে বলে ?

উত্তরঃ কোনো বাস্তুতন্ত্রের প্রতিটি খাদ্যস্তরের বা পুষ্টিস্তরের জীবভরগুলিকে পরপর সাজালে যে পিরামিড আকৃতির লেখচিত্র সৃষ্টি হয় তাকে জীবভর পিরামিড বলে। এর একক হল- গ্রাম / বর্গমিটার / বছর।

অথবা,

ইকোক্রাইন-এর সংজ্ঞা দাও।

উত্তরঃ প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে ইকোক্লাইন বলে। যেমন– পর্বতের পাদদেশের উদ্ভিদ লম্বাকার ও উঁচু অংশে খর্বাকার হয়।

(h) জাতীয় সম্পদের একটি উদাহরণ লেখো।

উত্তরঃ রেল, সড়ক, আকাশ পরিবহন, বনভূমি, বন্দর, বাঁধ প্রভৃতি।

অথবা,

নিরপেক্ষ উপাদান কাকে বলে ?

উত্তরঃ প্রকৃতির যে উপাদান বা বস্তু মানুষের কাছে সম্পদ নয়। আবার বাধাও নয় অর্থাৎ উপকারও করে না আবার ক্ষতিও করেনা তাদেরকে নিরপেক্ষ উপাদান বলে।
যেমন– অ্যান্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ।

(i) পশ্চিমবঙ্গে কোথায় মৎস্য বন্দর গড়ে তোলা হয়েছে ?

উত্তরঃ শংকরপুর।

অথবা,

কোন দেশকে ‘মৎস্যজীবীর দেশ’ বলা হয় ?

উত্তরঃ নরওয়ে।

(i) ভারা-নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?

উত্তরঃ শতদ্রু।

(k) ভারতের দুটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম লেখো।

উত্তরঃ ONGC( Oil And Natural Gas Corporation Limited), OIL

অথবা,

একটি লৌহসংকর ধাতব খনিজের নাম লেখো।

উত্তরঃ ম্যাঙ্গানিজ।

(l) OPEC এর পুরো কথাটি কী ?

উত্তরঃ Organisation Of Petroleum Exporting Countries.

(m) নেদারল্যান্ডে সমুদ্র থেকে নীচু জমি উদ্ধার করা হয়েছে কেন ?

উত্তরঃ দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যা, জমির অভাব, কৃষিকাজের উন্নত জনবসতি স্থাপন, শিল্প, পরিবহন ব্যাবসা বানিজ্যের উন্নতির জন্য নিচু জমি উদ্ধারের প্রয়োজন হয়েছে।

অথবা,

নিউজিল্যান্ডের কোন প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কাজে লাগিয়ে ফলের চাষ করা হয় ?

উত্তরঃ উত্তর দ্বীপের পূর্ব উপকূল।

(n) চ্যালকোপাইরাইট কোন ধাতুর আকরিক ?

উত্তরঃ তামা ।

বিভাগ – গ

নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও (বিকল্প লক্ষণীয়): 7×5=35

3. ভূমিকম্পের P তরঙ্গ এবং S তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। গুরুমণ্ডল কাকে বলে? পাত সঞ্চালনের দুটি কারণ লেখো। 5+2

অথবা,

চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো। সমস্থিতির সংজ্ঞা দাও। 5+2

4. চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও। মৃতের সাগর’ বলা হয় কাকে এবং কেন ? 3+2+2

অথবা,

উৎপাদক ও বিয়োজকের মধ্যে তুলনা করো। খাদ্যশৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি লেখো। ইকোটোনের সংজ্ঞা দাও। 3+2+2

5. ভূমিকম্পের প্রধান তিনটি প্রাকৃতিক কারণ আলোচনা করো। ক্যালডেরা কাকে বলে ? ভাঁজযুক্ত শিলায় সৃষ্ট যে-কোনো একটি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করো। 3+2+2

অথবা,

একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরির গঠন চিত্রসহ বর্ণনা করো। ক্ষারকীয় ও আগ্নিক লাভার প্রধান দুটি পার্থক্য উল্লেখ করো। ঊর্ধ্বতাধারা ও অধোভাধারা কাকে বলে ? 3+2+2

6. নাতিশীতোয়মণ্ডলে মৎস্যক্ষেত্রগুলি বিকাশলাভ করার কারণগুলি লেখো। সামাজিক বনসৃজন বলতে কী বোঝো ? 5+2

অথবা,

নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত হওয়ার কারণগুলি লেখো। অনন্য বা অদ্বিতীয় সম্পদ বলতে কী বোঝো? 5+2

7. মানচিত্রে স্থান চিহ্নিতকরণ আবশ্যিক :

(a) প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো : 1×2
(i) দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি।
(ii) উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র।

(b) ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণগুলি আলোচনা করো।

অথবা,

আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করো। 5+2

Leave a Reply