WBCHSE Class 11 Geography Solved Question Paper 2023 | একাদশ শ্রেণি ভূগোল প্রশ্নপত্র ২০২৩- Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2023 Geography Question Paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২৩ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে।

Annual Question Paper (XI)
New Syllabus
GEOGRAPHY
(2023)
Time: 3 Hours 15 Minutes
( Pull Marks: 70 )

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক – বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1 সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1 x 21=21

(i) নীচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয় ?
(a) জলবায়ুবিদ্যা (b) ভূমিরূপবিদ্যা
(c) জলবিজ্ঞান (d) প্রত্নতত্ত্ববিদ্যা

উত্তরঃ (d) প্রত্নতত্ত্ববিদ্যা

(ii) ভূ-ত্বকের “সিয়াল ও সিমা স্তরের মাঝে অবস্থিত বিযুক্তি তলটি হল—
(a) মোহো বিযুক্তি
(b) গুটেনবার্গ বিযুক্তি
(c) লেহম্যান বিযুক্তি
(d) কনরাড বিযুক্তি

উত্তরঃ (d) কনরাড বিযুক্তি

(iii) ‘History of Ocean Basin – বইটি লেখেন—
(a) এইরি (b) এইচ. হেস (c) প্র্যাট
(d) এ. ওয়েগনার

উত্তরঃ (b) এইচ. হেস

(iv) রিখটার স্কেল কোন্ প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত ?
(a) ভূমিধস (b) ভূমিকম্প (c) অগ্ন্যুৎপাত
(d) সুনামি

উত্তরঃ (b) ভূমিকম্প

(v) নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়—
(a) ট্রান্সফর্ম চ্যুতি
(b) বেনিয়ফ জোন
(c) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা
(d) ত্রিপাত সংযোগ।

উত্তরঃ (b) বেনিয়ফ জোন

(vi) উল্লম্ব আগ্নেয় উদ্‌বেধকে বলা হয়—
(a) সিল (b) ডাইক (c) ল্যাকোলিথ
(d) লোপোলিথ

উত্তরঃ (b) ডাইক

(vii) আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল—
(a) মারিয়ানা খাত
(b) সুন্দা খাত
(c) পুয়ের্তো রিকো খাত
(d) দক্ষিণ স্যান্ডউইচ খাত

উত্তরঃ (c) পুয়ের্তো রিকো খাত

(viii) লৌহ অক্সাইড সমৃদ্ধ সামুদ্রিক অবক্ষেপের রং—
(a) নীল (b) সবুজ (c) সাদা (d) লাল

উত্তরঃ (d) লাল

(ix) সমুদ্র জলে সবচেয়ে বেশি পরিমাণে যে দ্রবীভূত লবণ পাওয়া যায় তা হল—
(a) সোডিয়াম ক্লোরাইড
(b) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(c) ক্যালশিয়াম সালফেট
(d) পটাশিয়াম সালফেট

উত্তরঃ (a) সোডিয়াম ক্লোরাইড

(x) পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল—
(a) বারিমণ্ডল (b) শিলামণ্ডল (c) বায়োম
(d) জীবমণ্ডল।

উত্তরঃ (d) জীবমণ্ডল।

(xi) গঙ্গা ফড়িং – ব্যাং – সাপ – বাজপাখি যে খাদ্যশৃঙ্খলকে নির্দেশ করে সেটি হল—
(a) চারণভূমি খাদ্যশৃঙ্খল
(b) শিকারি খাদ্যশৃঙ্খল
(c) পরজীবী শৃঙ্খল
(d) বিয়োজক খাদ্যশৃঙ্খল

উত্তরঃ (b) শিকারি খাদ্যশৃঙ্খল

(xii) দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয়েরই বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলকে বলে—
(a) ইকোক্লাইন (b) ইকোটোন
(c) ইকোটাইপ (d) ইসেন্সিস।

উত্তরঃ (b) ইকোটোন

(xiii) ‘বস্তুর কার্যকারিতা এবং উপযোগিতাই হল সম্পদ’– উক্তিটি কার ?
(a) বিসন (b) লিন্ডেম্যান (c) জিমারম্যান
(d) গ্যাল্টন

উত্তরঃ (c) জিমারম্যান

(xiv) একটি সর্বব্যাপ্ত সম্পদের উদাহরণ হল—
(a) অক্সিজেন (b) অরণ্য (c) কয়লা
(d) খনিজ তেল

উত্তরঃ (a) অক্সিজেন

(xv) ‘আয়রন উড’ বৃক্ষ পাওয়া যায়—
(a)‌ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে
(b) ভূ-মধ্যসাগরীয় অরণ্যে
(c) সরলবর্গীয় অরণ্যে
(d) ক্রান্তীয় পর্ণমোচী অৱশ্যে

উত্তরঃ (a)‌ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে

(xvi) আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম—
(a) ডাউনস্ (b) পম্পাস (c) ল্যানোস
(d) ভেল্ড

উত্তরঃ (b) পম্পাস

(xvii) অ্যানাড্রোমাস মাছ-এর একটি উদাহরণ হল—
(a) হেরিং (b) কড় (c) ইলিশ (d) ম্যাকারেল

উত্তরঃ (c) ইলিশ

(xviii) কারেজ সেচ পদ্ধতি দেখা যায়—
(a) ইংল্যান্ডে (b) পাকিস্তানে
(c) ইন্দোনেশিয়ায় (d) মালয়েশিয়ায়।

উত্তরঃ (b) পাকিস্তানে

(xix) একটি অধাতব খনিজের উদাহরণ হল
(a) ম্যাঙ্গানীজ (b) অভ্র (c) বক্সাইট
(d) তামা

উত্তরঃ (b) অভ্র

(xx) সর্বোৎকৃষ্ট কয়লা হল—
(a) অ্যানথ্রাসাইট (b) বিটুমিনাস
(c) লিগনাইট (d) পিট ।

উত্তরঃ (a) অ্যানথ্রাসাইট

(xxi) প্রদত্ত দেশগুলির মধ্যে কোটি থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ ?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) কানাডা
(c) কাজাখস্তান (d) ভারত

উত্তরঃ (d) ভারত

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী )

2. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×14 = 14

(i) ‘জিয়োগ্রাফি’ ( Geography) শব্দটির অর্থ কী ?

উত্তরঃ ইংরেজি ‘Geography’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল ‘ভূগোল’। এই শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Geo (পৃথিবী) এবং Graphy (বর্ণনা) শব্দ থেকে। অর্থাৎ, ভূগোল কথাটির সহজ অর্থ হল ‘পৃথিবীর বর্ণনা’ (Description of Earth) ।

(ii) পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কী কী উপাদান দ্বারা গঠিত ?

উত্তরঃ কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হল লোহা ও নিকেল।

অথবা,

সঞ্চরণশীল পাতের অভিসারী চলনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দাও।

উত্তরঃ ভঙ্গিল পর্বত, সামুদ্রিক খাত।

(iii) অ্যাথেনোস্ফিয়ার কী ?

উত্তরঃ অ্যাথেনোস্ফিয়ার হল লিথোস্ফিয়ারিক গুরুমণ্ডলের নীচে অবস্থিত ঘন, নমনীয় স্থিতিস্থাপক সান্দ্র প্রকৃতির স্তর।

অথবা,

সলফাটারা কী ?

উত্তরঃ যে আগ্নেয়গিরি থেকে গন্ধক মিশ্রিত বাষ্প বেরিয়ে আসে তাকে সলফাটারা বলে।

(iv) প্রতিসম ভাঁজ-এর সংজ্ঞা দাও।

উত্তরঃ কোন ভাঁজের দুই পার্শ্বস্থ বাহু দুটি যদি সমান কোণে দুই দিকে হেলে থাকে, তাহলে সেই ভাঁজকে প্রতিসম ভাঁজ বলে।

অথবা,

চ্যুতিতল কাকে বলে ?

উত্তরঃ ভূ ত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা এবং যে তলে চ্যুতি ঘটে তাকে চ্যুতিতল বলে।

(v) ‘টেলিগ্রাফ মালভূমি’ কোথায় অবস্থিত ?

উত্তরঃ টেলিগ্রাফ মালভূমি বাংলাদেশের রাঙামাটি জেলার হবিগঞ্জ উপজেলার একটি আবাসিক এলাকায় অবস্থিত।

অথবা,

কোন্ সমুদ্রস্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায় ?

উত্তরঃ কুরোশিও স্রোত।

(vi) ‘গায়ট’ কী ?

উত্তরঃ প্রধানত সমুদ্রের গভীর সমভূমি অঞ্চলের চ্যাপ্টা, সমতল, শিখরবিশিষ্ট পাহাড়কে গায়ট বলে।

(vii) বায়োম কাকে বলে ? একটি উদাহরণসহ লেখো।

উত্তরঃ জলবায়ু প্রভাবিত এক একটি বিশেষ বৈশিষ্ট্যের জীব-সম্প্রদায়কে বায়োম বলে। যেমন- সাভানা বায়োম।

অথবা,

ইকোক্লাইন কাকে বলে ?

উত্তরঃ পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের সংখ্যাগত বা জীববৈচিত্র্যগত পার্থক্য জনিত যে পরিবর্তন পরিলক্ষিত হয়, তাকে ইকোক্লাইন বলে।

(viii) সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব উদ্ভাবনী শক্তির সাহায্যে মানুষ নিরপেক্ষ উপাদান গুলিকে সম্পদে পরিণত করে সেগুলিকে সাংস্কৃতিক সম্পদ বলা হয়।

অথবা,

‘আবর্তনীয় গচ্ছিত সম্পদ’ কাকে বলে ?

উত্তরঃ যে সমস্ত গচ্ছিত বা অপুনর্ভব সম্পদকে সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তাদের আবর্তনীয় গচ্ছিত সম্পদ বলে।

(ix) সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি লেখো।

উত্তরঃ সরলবর্গীয় বনভূমি উত্তর গোলার্ধের ৫০˚ উত্তর অক্ষাংশ থেকে ৬৫˚ উত্তর অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়।

(x) সামাজিক বনসৃজনের সংজ্ঞা দাও।

উত্তরঃ সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে, অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলা হয়।

অথবা,

ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত দুটি মৎস্য বন্দরের নাম লেখো।

উত্তরঃ মুম্বাই, কান্দলা, ম্যাঙ্গালোর।

(xi) জাপানের দুটি সমভূমির নাম লেখো।

উত্তরঃ কান্টো ও এচিগো সমভূমি।

অথবা,

ইউক্রেনের অধিকাংশ জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় ?

উত্তরঃ কৃষিকার্যে।

(xii) জলবিভাজিকা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ?

উত্তরঃ (1) জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক উৎস গুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

(2) প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশের উন্নতি ঘটানো ।

অথবা,

OPEC-এর পূর্ণ রূপটি কি ?

উত্তরঃ Organization of the Petroleum Exporting Countries.

(xiii) আসোয়ান বাঁধ কোন্ দেশ এবং কোন্ নদীর ওপর নির্মিত হয়েছে ?

উত্তরঃ মিশর দেশে নীলনদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হয়েছে।

(xiv) অভ্রের দুটি আকরিকের নাম লেখো।

উত্তরঃ মাসকোভাইট, ফ্লগোপাইট।

অথবা,

ভূ-তাপ শক্তির উৎস কী ?

উত্তরঃ আগ্নেয়গিরি ও উষ্ণ প্রস্রবণ।

( বিষয়ভিত্তিক / বর্ণনা)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 7×5=35

3. এইরির সমস্থিতি তত্ত্বের ব্যাখ্যা দাও । গুরুমন্ডল কাকে বলে ? 5+2

অথবা,

পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপলাসের নীহারিকা মতবাদটি মহীসঞ্চরণ তত্ত্বের স্বপক্ষে দুটি প্রমাণ দাও। 4+3

4. পাত সংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরির অগ্ন্যুদ্‌গমের কারণ ব্যাখ্যা করো। ‘হোস্ট’ ও ‘গ্রাবেন’ কাকে বলে ? 5+2

অথবা,

একটি স্বাভাবিক চ্যুতির বিভিন্ন উপাদানগুলির চিত্রসহ বিবরণ দাও। P তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। 5+2

5. ভূ-মধ্যসাগরের জলে লবণতা বেশি কেন ? সমুদ্রজলের উষ্ণতার পার্থক্যের তিনটি কারণ লেখো । প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ ও একটি শীতল স্রোতের নাম লেখো। 2+3+2

অথবা,

বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো । বাস্তুতন্ত্রের সজীব উপাদান কয় প্রকার ও কী কী ? 4+3

6. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত কেন ? উদাহরণসহ ডেমার্সাল মাছ ও পিলেজিক মাছের সংজ্ঞা দাও। 4+3

অথবা,

পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখাও। ক্রান্তীয় সমুদ্রে মৎস্য শিকারের দুটি অসুবিধা লেখো। ভূ-মধ্যসাগরীয় অরণ্যের দুটি অর্থনৈতিক ব্যবহার লেখো। 3+2+2

7. মানচিত্রে স্থান চিহ্নিত করণ আবশ্যিক।

(a) প্রদত্ত পৃথিবীর রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো ও তাদের নাম লেখো : 1 x 2
(i) উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র
(ii) আফ্রিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ।

(b) লৌহ আকরিকের শ্রেণিবিভাগ করো । দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার তিনটি কারণ লেখো। 2+3

অথবা,

ব্রাজিলের ভূমি ব্যবহার পরিস্থিতি সম্পর্কে লেখো। 5

Leave a Reply