Set -4 Online MCQ Mock Test Indian Olden History in Bengali/প্রাচীন ভারতের ইতিহাস থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

       Ancient Indian History
                        Set-4
১. সঠিক উত্তরটি নির্বাচন করো।

Time’s Up

score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

প্রাচীন ভারতের ইতিহাস MCQ GK প্রাক্টিস। CLICK HERE

১.১ পালযুগে রচিত “ রামচরিতে’র রচয়িতা কে ?



(B) সন্ধ্যাকর নন্দী।

১.২ কে এগারাে শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন ?



(B) রামানুজ।

১.৩ “ দানসাগর ” ধর্মগ্রন্থের রচয়িতা কে ?



(A) বল্লাল সেন।

১.৪ ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে ?



(B) গুপ্তযুগ।

১.৫ সেনবংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?



(C) বল্লাল সেন।

১.৬ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?



(B) ধর্মপাল।

১.৭ কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল ?



(D) শাহী বংশ।

১.৮ কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?



(C) দ্বিতীয় মহীপাল।

১.৯ বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয় ?



(B) শশাঙ্ক।

১.১০ পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন ?



(C) ধীমান ও বীতপাল।

১.১১ বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে ?



(A) আলাউদ্দীন বাহমনী শাহ।

১.১২ কোন কোন ঐতিহাসিক কাকে “ দাক্ষিণাত্যের আকবর ” আখ্যা দিয়ে থাকেন ?



(A) ফিরােজ শাহ।

১.১৩ নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন ?



(B) ইলতুতমিস।

১.১৪ ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে “ বৈপরীত্যের মিশ্রণ ” বলে আখ্যা দিয়েছেন ?



(B) মােহম্মদ বিন তুঘলক।

১.১৫ পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি ?



(C) রাষ্ট্রকুট।

১.১৬ কোন সুলতান নিজেকে “ নইবই -ই-খুদাই ” বা “ ঈশ্বরের প্রতিনিধি ” বলে আখ্যা দিয়েছিলেন ?



(B) বলবন।

১.১৭ কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তারলাভ করেছিল ?



(B) ইলতুতমিস।

১.১৮ রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নােট দিল্লির কোন সুলতান চালু করেন ?



(A) মােহম্মদ বিন তুঘলক।

১.১৯ ইতিহাসের সময় অনুসারে ভারতে নীচের রাজবংশগুলির আবির্ভারের সঠিক সময়ক্রম কোনটি ?



(A) দাস , খলজী , তুঘলক , লােদি।

১.২০ “ দুরাণী ” বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন



(D) আহমদ শাহ আবদালি।

অন্য সেটগুলো প্রাক্টিস করো…
তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply