Set -3 Online MCQ Mock Test Indian Olden History in Bengali/প্রাচীন ভারতের ইতিহাস থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Ancient Indian History
                     Set-3
১. সঠিক উত্তরটি নির্বাচন করো।

Time’s Up

score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


আরো প্র্যাকটিস করুন CLICK HERE
১.১ সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল ?



(D) ব্রাহ্মী।

১.২ কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?



(D) পেশােয়ার।

১.৩ পালবংশের প্রতিষ্ঠাতা কে ?



(C) গােপাল।

১.৪ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নীচের কোন শাসককে পরাজিত করেছিলেন ?



(C) হর্ষবর্ধন।

১.৫ বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত । কোন রচনাটি ?



(B) শকুন্তলা।

১.৬ “ বৃহৎ সংহিতা ” কার রচনা ?



(A) বরাহমিহির।

১.৭ . ” শকাব্দ ” কবে থেকে শুরু হয়েছিল ?



(A) 78 খ্রিস্টাব্দে।

১.৮ বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?



(C) জ্যোতির্বিদ্যা।

১.৯ “ পঞ্চতন্ত্র ” কে রচনা করেছিলেন ?



(D) বিষ্ণুশর্মা।

১.১০ “ গীত গােবিন্দ ” কে রচনা করেছিলেন ?



(B) জয়দেব।

১.১১ যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ?



(B) পশ্চিম এশিয়া।

১.১২ নাগার্জুন কে ছিলেন ?



(C) বৈদিক যুগের একজন ঋষি।

১.১৩ নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?



(C) পল্লব।

১.১৪ চৈনিক পরিব্রাজক ফা – হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?



(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১.১৫ বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নীচের কোনটির গল্প কাহিনির পরিচয় পাওয়া যায় ?



(D) জাতক।

১.১৬ সম্রাট অশােকের শাসন ব্যবস্থায় “ রাজুক ” শ্রেণি নীচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন ?



(D) বিচার ব্যবস্থা।

১.১৭ মৌর্য পরবর্তী যুগে মধ্যভারত ও দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযােগ্য ?



(C) সাতবাহন।

১.১৮ সম্রাট অশােক কার পুত্র ছিলেন ?



(C) বিন্দুসার।

১.১৯ নীচের ধর্মসংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন ?



(A) কুমারিল ভট্ট।

১.২০ চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী নীচের কোনটি ছিল ?



(A) কাঞ্চিপুরম।

Set-2.  History MCQ
Set-3.  History MCQ
তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply