পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের উপর বহু বিকল্পধর্মী (MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ- ‘খ’ প্রশ্নপত্রে 1 থেকে 18 নম্বর পর্যন্ত প্রশ্ন সংখ্যা দেওয়া থাকলেও ‘অথবা‘ দিয়ে প্রশ্ন সহ মোট 22 টি প্রশ্ন থাকে। ২০১৬ সালের প্রশ্নপত্র ( H.S Question 2016 )দেখলেই বুঝতে পারবে। প্র্যাকটিস্ করার জন্য এই সাইটে ৩নম্বর সেটটি অথবা সহ মোট ২২টি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে।
PRACTICE SET-3
PART-B
১. সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮
১. ফজরের নামাজ সেরে ফিরছিলেন-
…(খ) মোল্লা সাহেব।
২. বামুনঝিদের জন্য –
…(গ) মোটা সাপটা চাল।
৩. ১.৩ ভারত বর্ষ গল্পে উল্লেখিত বাজারের উত্তর দিকে ছিল-
…(ক) বিশাল মাঠ।
অথবা,
“ঝিঙে সাল চালের ভাতে’র সঙ্গে আর কী কী চলে ?
…(গ) নিরামিষ ডাল তরকারি।
৪. বাবুদের বাড়িতে কত রকম ভাত রান্না হয়?
…(ঘ) পাঁচ রকম।
৫. ‘হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল-
…(খ) বিকালে।
৬. রজনী বাবু কোথায় চাকরিতে ঢুকে ছিলেন?
…Rightans
অথবা,
রিজিয়া নাটকের যে চরিত্রের সংলাপ রজনী বাবু বলেছেন-
…(ঘ) আলমগীর।
৭. ‘বীর হয়ে পালাবো?’- কে একথা বলেছে?
…(খ) শম্ভু মিত্র।
৮. ‘রাস্তায় ধাক্কাধাক্কি হবে’- কার সঙ্গে কার ধাক্কাধাক্কি হবে?
…(ক) নায়ক-নায়িকার।
অথবা,
আমি চাটুজ্জে মশাই আমি কাশীনাথ আপনাদের-
…(গ) প্রম্পটার।
৯. জয়তোরণে ঠাসা-
…(ক) মহনীয় রোম।
অথবা,
হাসান আব্দাল এর বর্তমান নাম-
…(খ) পাঞ্জা সাহেব।
১০. ‘জানিলাম এ জগৎ’- কবি কী জানলেন ?
…(ক) স্বপ্ন নয়।
১১. ‘আমার ক্লান্তির উপরে ঝরুক।’-কী ঝরে পড়ার কথা বলা হয়েছে?
…(গ) মহুয়া ফুল।
১২. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম-
…(ঘ) জলপাই কাঠের এসরাজ।
১৩. ‘অবসন্ন মানুষের শরীরে কবি দেখেন’- কবি কী দেখেন ?
…(খ) ধুলোর কলঙ্ক ।
১৪. বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র হল-
…(ক) জামাইষষ্ঠী ।
১৫. ভৌত রসায়ন ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে স্বীকৃত-
…(গ) নীলরতন ধর।
১৬. ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব হলেন-