H.S Bengali MCQ 2022 Practice Set-3 / উচ্চমাধ্যমিক বাংলা MCQ 2022

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের উপর বহু বিকল্পধর্মী (MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ- ‘খ’ প্রশ্নপত্রে 1 থেকে 18 নম্বর পর্যন্ত প্রশ্ন সংখ্যা দেওয়া থাকলেও ‘অথবা‘ দিয়ে প্রশ্ন সহ মোট 22 টি প্রশ্ন থাকে। ২০১৬ সালের প্রশ্নপত্র ( H.S Question 2016 )দেখলেই বুঝতে পারবে। প্র্যাকটিস্ করার জন্য এই সাইটে ৩নম্বর সেটটি অথবা সহ মোট ২২টি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে।


                 PRACTICE SET-3

                          PART-B

১. সঠিক বিকল্পটি নির্বাচন করো :  ১×১৮=১৮
১. ফজরের নামাজ সেরে ফিরছিলেন-



(খ) মোল্লা সাহেব।


২. বামুনঝিদের জন্য –



(গ) মোটা সাপটা চাল।


৩. ১.৩ ভারত বর্ষ গল্পে উল্লেখিত বাজারের উত্তর দিকে ছিল-



(ক) বিশাল মাঠ।

অথবা,
“ঝিঙে সাল চালের ভাতে’র সঙ্গে আর কী কী চলে ?



(গ) নিরামিষ ডাল তরকারি।


৪. বাবুদের বাড়িতে কত রকম ভাত রান্না হয়?



(ঘ) পাঁচ রকম।

৫. ‘হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল-



(খ) বিকালে।

৬. রজনী বাবু কোথায় চাকরিতে ঢুকে ছিলেন?



Rightans

অথবা,
   রিজিয়া নাটকের যে চরিত্রের সংলাপ রজনী বাবু বলেছেন-




(ঘ) আলমগীর।


৭. ‘বীর হয়ে পালাবো?’- কে একথা বলেছে?



(খ) শম্ভু মিত্র।

৮. ‘রাস্তায় ধাক্কাধাক্কি হবে’- কার সঙ্গে কার ধাক্কাধাক্কি হবে?



(ক) নায়ক-নায়িকার।


অথবা,
  আমি চাটুজ্জে মশাই আমি কাশীনাথ আপনাদের-



(গ) প্রম্পটার।

৯. জয়তোরণে ঠাসা-



(ক) মহনীয় রোম।

অথবা,
হাসান আব্দাল এর বর্তমান নাম-



(খ) পাঞ্জা সাহেব।

১০. ‘জানিলাম এ জগৎ’- কবি কী জানলেন ?



(ক) স্বপ্ন নয়।

১১. ‘আমার ক্লান্তির উপরে ঝরুক।’-কী ঝরে পড়ার কথা বলা হয়েছে?



(গ) মহুয়া ফুল।

১২. কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম-



(ঘ) জলপাই কাঠের এসরাজ।

১৩. ‘অবসন্ন মানুষের শরীরে কবি দেখেন’- কবি কী দেখেন ?



(খ) ধুলোর কলঙ্ক ।

১৪. বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র হল-



(ক) জামাইষষ্ঠী ।

১৫. ভৌত রসায়ন ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে স্বীকৃত-



(গ) নীলরতন ধর।

১৬. ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব হলেন-



(গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

১৭. কোন ধ্বনিটি কখনো শব্দের শেষে উচ্চারিত হয় না?



(গ) অ ।

১৮. ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ-



(খ) ধ্বনিমূল।

     
আরো দেখো…….

তোমার বন্ধুদের শেয়ার করো….

Leave a Reply