পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের উপর বহু বিকল্পধর্মী ( MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ- ‘খ’ প্রশ্নপত্রে 1 থেকে 18 নম্বর পর্যন্ত প্রশ্ন সংখ্যা দেওয়া থাকলেও ‘অথবা‘ দিয়ে প্রশ্ন সহ মোট 22 টি প্রশ্ন থাকে। আগের বছরের প্রশ্নপত্র( H.S Question 2016 )দেখলেই বুঝতে পারবে। প্র্যাকটিস্ করার জন্য এই সাইটে 18 টি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে।
PRACTICE SET-2
PART-B
১ সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮
১.১ বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য ১২ মাস কোন চাল রান্না হয়?
…(গ) পদ্ম জালি।
১.২ দেশ জোড়া দুর্যোগেও কার ঘরে রান্না হয় ?
…(খ) সাধন বাবুর।
১.৩ ‘খাবার ঘর মুছে ছো বাসিনী ?’- প্রশ্নটি করেছে-
…(খ) মেজ বউ।
১.৪ ‘এমনিতেই খুব জাঁকালো।’- এখানে জাঁকালো বলতে যা বোঝানো হয়েছে-
…(গ) রাঢ় বাংলার শীত।
১.৫ ‘বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনতে পায়’-
…(খ) নকড়ি নাপিত।
১.৬ “The night is calling me”-সংলাপটি কার লেখা ?
…(ক) বার্নার্ড শ।
১.৭ ‘পর্দা খুললে দেখা যায়….।’- কী দেখা যায়?
…(গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা।
১.৮ দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল-