MCQ Mock Test H.S Bengali 2022 Practice Set-2 | উচ্চমাধ্যমিক বহু বিকল্প প্রশ্নোত্তর ২০২২ প্রাক্টিস সেট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাসের উপর বহু বিকল্পধর্মী ( MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ- ‘খ’ প্রশ্নপত্রে 1 থেকে 18 নম্বর পর্যন্ত প্রশ্ন সংখ্যা দেওয়া থাকলেও ‘অথবা‘ দিয়ে প্রশ্ন সহ মোট 22 টি প্রশ্ন থাকে। আগের বছরের প্রশ্নপত্র( H.S Question 2016 )দেখলেই বুঝতে পারবে। প্র্যাকটিস্ করার জন্য এই সাইটে 18 টি প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। 

                PRACTICE SET-2 

                         PART-B

সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮
১.১ বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য ১২ মাস কোন চাল রান্না হয়?



(গ) পদ্ম জালি।

১.২ দেশ জোড়া দুর্যোগেও কার ঘরে রান্না হয় ?



(খ) সাধন বাবুর।

১.৩ ‘খাবার ঘর মুছে ছো বাসিনী ?’- প্রশ্নটি করেছে-



(খ) মেজ বউ।

১.৪ ‘এমনিতেই খুব জাঁকালো।’- এখানে জাঁকালো বলতে যা বোঝানো হয়েছে-



(গ) রাঢ় বাংলার শীত।

১.৫ ‘বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনতে পায়’-



(খ) নকড়ি নাপিত।

১.৬ “The night is calling me”-সংলাপটি কার লেখা ?



(ক) বার্নার্ড শ।

১.৭ ‘পর্দা খুললে দেখা যায়….।’- কী দেখা যায়?



(গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা।

১.৮ দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল-



(গ) জলন্ত মোমবাতি

১.৯ ‘চিনিলাম আপনারে’- কবি কীভাবে নিজেকে চিনলেন ?



(খ) আঘাতে বেদনায়।

১.১০ ‘মেঘ মদির মহুয়ার দেশ’- দেশটি যেখানে আছে-



(ক) অনেক, অনেক দূরে।

১.১১ ‘গাছের সবটুকু শরীরে দরকার’-তার কারণ-



(খ) আরোগ্যের জন্য।

১.১২ ‘আমি তা পারি না।’- কবি যা পারেন না’ তা হল-



(খ) বিপদের সময় বিধির বিচার চাইতে।

১.১৩ বলী কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন ?



(খ) তিনবার।

১.১৪ ‘কালীঘাট পট’ বাংলায় প্রসিদ্ধ পেল-



(খ) ঊনিশ শতকে।

১.১৫ নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন?



(খ) কবাডি।

১.১৬ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন-



(ক) ডেভিড হেয়ার।

১.১৭ নিচের কোন অঙ্গটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়?



(গ) কর্ণ।

১৮. এক বা একাধিক স্বনিমের সম্মেলনে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক কে বলা হয়-



(খ) রূপিম।

     
আরো দেখো…….


তোমার বন্ধুকে শেয়ার করো…..

Leave a Reply