HS Education Online Mock Test, Prosnodekho.com
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
(i) উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাকে বলে—
(a) মনোযোগ (b) পরিনমণ (c) প্রেষণা
(d) শিখন।
উত্তরঃ (d) শিখন।
(ii) বুদ্ধির কাঠামো তত্ত্বের প্রবর্তক—
(a) ভার্সান (b) গিলফোর্ড (c) থমসন
(d) স্পিয়ারম্যান।
উত্তরঃ (b) গিলফোর্ড
(iii) ‘Operant’ কথাটির আক্ষরিক অর্থ হল—
(a) প্রাচীন অনুবর্তন (b) ক্লাসিকাল
(c) ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া
(d) কোনোটাই নয়।
উত্তরঃ (d) কোনোটাই নয়।
(iv) মিড ডে মিল কোন্ সাক্ষরতার কর্মসূচীতে চালু হয় ?
(a) জাতীয় সাক্ষরতা মিশন
(b) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী
(c) সর্বশিক্ষা অভিযান (d) প্রবহমান শিক্ষা।
উত্তরঃ (c) সর্বশিক্ষা অভিযান
(v) ‘Programme Learning’- এর ধারণা প্রবর্তন করেন—
(a) স্পিয়ারম্যান (b) থাস্টোন
(c) ম্যাকডুগাল (d) স্কিনার।
উত্তরঃ (d) স্কিনার।
(vi) লেখচিত্র অঙ্কনের সময় পরিসংখ্যাগুলিকে স্থাপন করা হয়—
(a) A অক্ষে (b) B অক্ষে
(c) X অক্ষে (d) Y অক্ষে।
উত্তরঃ (d) Y অক্ষে।
(vii) 9, 11, 15, 11, 17, 19, 11, 14 স্কোরগুলির ভূষিস্টক হল—
(a) 9 (b) 17 (c) 11 (d) 12
উত্তরঃ (c) 11
(viii) রাধাকৃষ্ণণ কমিশন নীচের কোনটি গঠন করার সুপারিশ করেন ?
(a) গ্রামীণ বিশ্ববিদ্যালয়
(b) বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়
(c) সাধারণ বিদ্যালয়
(d) অগ্রবর্তী বিদ্যালয়।
উত্তরঃ (a) গ্রামীণ বিশ্ববিদ্যালয়
(ix) প্রথম কোন্ কমিশনে Cumulative Record Card এর ব্যবহারের কথা বলা হয়েছে—
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(b) মাধ্যমিক শিক্ষা কমিশন
(c) কোঠারি কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি।
উত্তরঃ (b) মাধ্যমিক শিক্ষা কমিশন
(x) স্বশাসিত কলেজ গঠনের কথা কোন্ কমিশনে বলা হয়েছে ?
(a) জাতীয় শিক্ষানীতি (1986)
(b) হান্টার কমিশন
(c) কোঠারি কমিশন
(d) মুদালিয়র কমিশন।
উত্তরঃ (a) জাতীয় শিক্ষানীতি (1986)
(xi) অপচয় ও অনুন্নয়ন কোন্ শিক্ষাস্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে ?
(a) প্রাথমিক শিক্ষা (b) মাধ্যমিক শিক্ষা
(c) প্রাক্ প্রাথমিক শিক্ষা
(d) উচ্চ মাধ্যমিক শিক্ষা।
উত্তরঃ (a) প্রাথমিক শিক্ষা
(xii) I.C.T-এর উন্নত রূপ হল—
(a) ভারচুয়াল ক্লাসরুম
(b) ব্যক্তিগত শিক্ষক
(c) অধ্যায়ন কেন্দ্র
(d) শিক্ষামূলক প্রদীপন।
উত্তরঃ (a) ভারচুয়াল ক্লাসরুম
(xiii) কম্পিউটারে সমস্ত তথ্য সংগৃহীত থাকে—
(a) মনিটরে (b) মেমোরিতে
(c) মাউসে (d) প্রিন্টারে।
উত্তরঃ (b) মেমোরিতে।
(xiv) কোঠারি কমিশনের সভাপতি হলেন— (a) ডঃ জে পি নায়েক (b) ডি এস কোঠারি (c) লর্ড কার্জন (d) জন থমসন।
উত্তরঃ (b) ডি এস কোঠারি
(xv) কোঠারি কমিশনের মতে, কোন শিক্ষাস্তর থেকে বৃত্তিশিক্ষার সুযোগ থাকবে ?
(a) নিম্ন প্রাথমিক (b) উচ্চ প্রাথমিক
(c) নিম্ন মাধ্যমিক (d) উচ্চ মাধ্যমিক।
উত্তরঃ (c) নিম্ন মাধ্যমিক
(xvi) কর্মের জন্য শিক্ষা হ’ল—
(a) বৌদ্ধিক শিক্ষা (b) নৈতিক শিক্ষা
(c) শিক্ষায় সক্রিয়তা
(d) পারদর্শিতার শিক্ষা।
উত্তরঃ (d) পারদর্শিতার শিক্ষা।
(xvii) ‘Learning to be’ কথাটির অর্থ কী ? (a) মানুষ হওয়ার শিখন
(b) সামাজিক শিখন
(c) দক্ষতার শিখন
(d) জ্ঞানের শিখন।
উত্তরঃ (d) জ্ঞানের শিখন।
(xviii) স্কোরগুলির মধ্যমমান নির্ণয় করো— 4, 7, 3, 9, 12, 2, 15
(a) 8 (b) 7 (c) 15 (d) 4
উত্তরঃ (d) 4
(xix) স্পিনারের পরীক্ষায় ব্যবহৃত বাক্সটিকে বলা হয়—
(a) খাঁচা (b) পাজল বক্স
(c) স্কিনার বক্স (d) গিফট বক্স।
উত্তরঃ (c) স্কিনার বক্স
(xx) কোন্ দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ?
(a) ৮ আগস্ট (b) ৮ সেপ্টেম্বর
(c) ৮ অক্টোবর (d) ৮ নভেম্বর।
উত্তরঃ (b) ৮ সেপ্টেম্বর
(xxi) কিন্ডারগার্টেন স্কুলের প্রচিষ্ঠাতা হলেন—
(a) গান্ধিজি (b) মস্তেস্বরী
(c) ফ্রয়েবেল (d) রবীন্দ্রনাথ।
উত্তরঃ (c) ফ্রয়েবেল
(xxii) থার্স্টোনের বহু উপাদান তত্ত্ব ‘N’ বলতে বোঝানো হয়েছে—
(a) ভাষা (b) সংখ্যা (c) স্মৃতি
(d) স্থান প্রত্যক্ষণ।
উত্তরঃ (b) সংখ্যা
(xxiii) ‘প্রোগ্রাম অব অ্যাকশন’ গঠিত হয়—
(a) 1982 খ্রিষ্টাব্দে (b) 1990 খ্রিষ্টাব্দে
(c) 1983 খ্রিষ্টাব্দে (d) 1992 খ্রিষ্টাব্দে।
উত্তরঃ (d) 1992 খ্রিষ্টাব্দে।
(xxiv) উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হল—
(a) ITI (b) IIT (c) Polytechnic
(d) Hotel Management
উত্তরঃ (c) Polytechnic
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho