HS Pol Science Online MCQ Mock Test Set-5 [WBCHSE] | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-5 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) বিশ্বায়নকে ‘কার্যকলাপ, মিথস্ক্রিয়া ও ক্ষমতার আন্তঃ মহাদেশীয় কিংবা আন্তঃআঞ্চলিক প্রবাহ ও নেটওয়ার্ক’ বলে বর্ণনা করেছেন – (a) পিটার মারকাস (b) জোসেফ স্টিগলিৎস (c) নোয়াম চমস্কি (d) ডেভিড হেল্ড।


Q ➤ (ii) কুটনীতিকে নিজ নিজ দেশের ‘চক্ষু ও কর্ণ’ বলে চিহ্নিত করেছেন – (a) মর্গেনথাউ (b) পামার ও পারকিনস্ (c) নিকলসন (d) ডেভিড।


Q ➤ (iii) জনকল্যাণবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হলেন – (a) কেইনস (b) হেগেল (d) জন (d) ডয়োফিন।


Q ➤ (iv) কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় – (a) 1800 সালে (b) 1840 সালে (c) 1845 সালে (d) 1848 সালে।


Q ➤ (v) বহু-পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল – (a) গ্রেট ব্রিটেন (b) ভারত (c) ফ্রান্স (d) সুইজারল্যান্ড।


Q ➤ (vi) ‘ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ – একথা বলেছেন – (a) মার্কস (b) গেটেল (c) লর্ড ব্রাইস (d) গার্নার।


Q ➤ (vii) তত্ত্বগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে – (a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) ভারতে (c) জাপানে (d) ব্রিটেনে।


Q ➤ (viii) আইন সভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে – (a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) বিট্রেনে (c) ভারতে (d) ফ্রান্সে।


Q ➤ (ix) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন – (a) নেহরু (b) পাইলি (c) সরোজিনী নাইডু (d) রবীন্দ্রনাথ ঠাকুর।


Q ➤ (x) রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র পেশ করেন যাঁর কাছে – (a) প্রধানমন্ত্রী (b) মুখ্যমন্ত্রী (c) রাজ্যপাল (d) উপরাষ্ট্রপতি।


Q ➤ (xi) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – (a) সরোজিনী নাইডু (b) জওহরলাল নেহরু (c) রাজেন্দ্র প্রসাদ (d) গান্ধিজি।


Q ➤ (xii) ভারতে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন – (a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) রাজ্যপাল (d) এদের কেউই না।


Q ➤ (xiii) রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হল – (a) লোকসভা (b) বিধানসভা (c) রাজ্যসভা (d) বিধানপরিষদ।


Q ➤ (xiv) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে – (a) 25 বছর (b) 30 বছর (c) 35 বছর (d) 21 বছর।


Q ➤ (xv) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা – (a) 200 (b) 250 (c) 294 (d) 550


Q ➤ (xvi) অর্থবিল প্রথম উপস্থাপিত হয় – (a) লোকসভায় (b) রাজ্যসভায় (c) বিধান পরিষদে (d) এদের কোনাটিই নয়।


Q ➤ (xvii) সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – (a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) প্রধানমন্ত্রী (d) রাজ্যপাল।


Q ➤ (xviii) হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো – (a) 60 বছর (b) 62 বছর (c) 65 বছর (d) 66 বছর।


Q ➤ (xix) ‘ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোন সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী’ – একথা বলেছেন – (a) হবস (b) ডি ডি বসু (c) আম্বেদকর (d) এ কে আয়ার।


Q ➤ (xx) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় – (a) 1985 সালে (b) 1987 সালে (c) 1986 সালে (d) 1988 সালে।


Q ➤ (xxi) পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন – (a) সভাপতি (b) সভাধিপতি (c) প্রধান (d) বিডিও।


Q ➤ (xxii) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল – (a) 100 (b) 125 (c) 140 (d) 144


Q ➤ (xxiii) ক্ষুদে জেলাশাসক বলা হয় – (a) BDO কে (b) DM কে (c) প্রধান কে (d) SDO কে।


Q ➤ (xxiv) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন তৈরি হয়— (a) 1970 সালে (b) 1973 সালে (c) 1977 সালে (d) 1978 সালে।



Leave a Reply