HS Political Science Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো) : 1×24=24
(i) ‘The Prince’ গ্রন্থটি কার লেখা—
(a) প্লেটো (b) অ্যারিস্ট্যাটল
(c) ম্যাকিয়াভেলি (d) কান্ট।
উত্তরঃ (c) ম্যাকিয়াভেলি
(ii) উড্রো উইলিসন কে ছিলেন ?
(a) মার্কিন প্রধানমন্ত্রী (b) মার্কিন রাষ্ট্রপতি
(c) ব্রিটিশ প্রধানমন্ত্রী (d) ভারতীয় রাষ্ট্রপতি।
উত্তরঃ (b) মার্কিন রাষ্ট্রপতি
(iii) ‘রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র’– একথা বলেছেন—
(a) মার্কস (b) গেটেল (c) বার্কার
(d) লেনিন।
উত্তরঃ (a) মার্কস
(iv) নয়া উদারনীতিবাদের প্রবক্তা হলেন—
(a) মিল (b) প্লেটো (c) মার্কস (d) নোজিক
উত্তরঃ (d) নোজিক।
(v) ‘দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা’- একথা বলেছেন—
(a) লর্ড কার্জন (b) লর্ড অ্যাক্টন
(c) গ্রীণ (d) লক।
উত্তরঃ (b) লর্ড অ্যাক্টন
(vi) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(b) ডঃ আম্বেদকর
(c) রামনাথ কোবিন্দ (d) রাজীব গান্ধী।
উত্তরঃ (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(vii) এক কক্ষবাদ -এর সমর্থক হলেন—
(a) ল্যাস্কি (b) লর্ড অ্যাক্টন
(c) জে এস মিল (d) ব্রাইস।
উত্তরঃ (a) ল্যাস্কি
(viii) মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন—
(a) রাজ্যপাল (b) রাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী (d) উপরাষ্ট্রপতি।
উত্তরঃ (a) রাজ্যপাল
(ix) প্রকৃত শাসক হলেন—
(a) ভারতের রাষ্ট্রপতি
(b) ভারতের প্রধানমন্ত্রী
(c) ব্রিটেনের রানী
(d) এদের কেউই নন।
উত্তরঃ (b) ভারতের প্রধানমন্ত্রী
(x) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন—
(a) নেহরু (b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) পাইলি (d) সরোজিনী নাইডু।
উত্তরঃ (d) সরোজিনী নাইডু।
(xi) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হলো—
(a) গ্রেট ব্রিটেন (b) ভারত (c) ফ্রান্স
(d) সুইজ্যারল্যান্ড।
উত্তরঃ (d) সুইজ্যারল্যান্ড।
(xii) ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরী অবস্থা জারী হয়নি ?
(a) জাতীয় জরুরী অবস্থা
(b) রাজ্যে অচলাবস্থা জনিত জরুরী অবস্থা
(c) আর্থিক সঙ্কটাবস্থা জনিত জরুরী অবস্থা
(d) অধ্যাদেশ।
উত্তরঃ (c) আর্থিক সঙ্কটাবস্থা জনিত জরুরী অবস্থা
(xiii) রাজ্যসভার সভাপতি কে ?
(a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) প্রধানমন্ত্রী (d) অধ্যক্ষ।
উত্তরঃ (b) উপরাষ্ট্রপতি
(xiv) ভারতের সর্বোচ্চ আদালতের নাম হলো—
(a) লোক আদালত (b) সুপ্রীম কোর্ট
(c) হাই কোর্ট (d) ক্রেতা আদালত ।
উত্তরঃ (b) সুপ্রীম কোর্ট
(xv) ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়েছিল—
(a) 1985 সালে (b) 1986 সালে
(c) 9187 সালে (d) 1988 সালে।
উত্তরঃ (b) 1986 সালে।
(xvi) ভারতের সংসদ গঠিত হয়—
(a) রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা
(b) রাজ্যসভা এবং লোকসভা
(c) প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি
(d) উপরাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা।
উত্তরঃ (a) রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা
(xvii) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো—
(a) বিধানসভা (b) বিধান পরিষদ
(c) লোকসভা (d) রাজ্যসভা।
উত্তরঃ (b) বিধান পরিষদ
(xviii) লোক আদালতের প্রতিষ্ঠাতা—
(a) পি এন ভগবতী (b) অনিল দে
(c) নেহরু (d) ইন্দিরা গান্ধী।
উত্তরঃ (a) পি এন ভগবতী
(xix) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়—
(a) 18 বছর (b) 25 বছর (c) 30 বছর
(d) 35 বছর।
উত্তরঃ (b) 25 বছর
(xx) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন—
(a) 5 বছরের জন্য (b) 6 বছরের জন্য
(c) 3 বছরের জন্য (d) 4 বছরের জন্য।
উত্তরঃ (a) 5 বছরের জন্য
(xxi) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন—
(a) BDO (b) SDO (c) DM
(d) সভাধিপতি।
উত্তরঃ (c) DM
(xxii) ভারতের সুপ্রীম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন—
(a) রাজ্যপাল (b) রাষ্ট্রপতি
(c) উপরাষ্ট্রপতি (d) প্রধানমন্ত্রী।
উত্তরঃ (b) রাষ্ট্রপতি
(xxiii) পঞ্চায়েত ব্যবস্থার ______ স্তর হলো গ্রাম পঞ্চায়েত।
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
উত্তরঃ (a) প্রথম
(xxiv) কোলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়—
(a) সদস্য (b) মেয়র
(c) কমিশনার (d) কাউন্সিলার।
উত্তরঃ (d) কাউন্সিলার।
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho