HS Political Science Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো) : 1×24=24
(i) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার _______ স্তর।
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
উত্তরঃ (b) দ্বিতীয়
(ii) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) 1975 সালে (b) 1977 সালে
(c) 1978 সালে (d) 1980 সালে।
উত্তরঃ (c) 1978 সালে
(iii) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন—
(a) সপরিষদ মেয়র (b) মেয়র
(c) ডেপুটি মেয়র (d) মন্ত্রী।
উত্তরঃ (b) মেয়র
(iv) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন—
(a) SDO (b) DM (c) BDO
(d) সভাধিপতি।
উত্তরঃ (c) BDO
(v) NATO গঠিত হয় কার উদ্যোগে—
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) সোভিয়েত ইউনিয়ন
(c) পোল্যান্ড (d) পোর্তুগাল।
উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্র
(vi) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(a) 1945 সালে (b) 1950 সালে
(c) 1955 সালে (d) 1960 সালে
উত্তরঃ (c) 1955
(vii) উদারনীতিবাদের উদ্ভব ঘটে যে দেশে—
(a) ইটালিতে (b) গ্রিসে (c) ফ্রান্সে
(d) ইংল্যান্ডে।
উত্তরঃ (d) ইংল্যান্ডে
(viii) গান্ধিজীর মতে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হল—
(a) বল প্রয়োগ (b) সত্য (c) অহিংসা
(d) অর্থনীতি।
উত্তরঃ (a) বল প্রয়োগ
(ix) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল—
(a) লর্ডসভা (b) কমন্স সভা (c) সেনেট
(d) লোকসভা।
উত্তরঃ (b) কমন্স সভা
(x) কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা হলেন—
(a) উপরাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) রাষ্ট্রপতি
(d) স্পিকার।
উত্তরঃ (b) প্রধানমন্ত্রী
(xi) ‘আইন সভার দ্বিতীয় কক্ষ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা’- উক্তিটি করেছেন—
(a) অধ্যাপক স্ট্রং (b) জন স্টুয়ার্ট মিল
(c) লর্ড অ্যাকটন (d) আবেসিয়েঁ।
উত্তরঃ (c) লর্ড অ্যাকটন
(xii) তত্ত্বগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে—
(a) ব্রিটেনে (b) ভারতে (c) জাপানে
(d) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তরঃ (d) মার্কিন যুক্তরাষ্ট্রে
(xiii) ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের—
(a) উচ্চকক্ষ (b) নিম্নকক্ষ (c) প্রধানমন্ত্রী
(d) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা।
উত্তরঃ (d) উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা।
(xiv) ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন—
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী
(c) প্রধান বিচারপতি (d) উপরাষ্ট্রপতি।
উত্তরঃ (a) রাষ্ট্রপতি
(xv) সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন—
(a) হাইকোর্টের প্রধান বিচারপতি
(b) রাজ্যপাল (c) প্রধানমন্ত্রী (d) রাষ্ট্রপতি।
উত্তরঃ (b) রাজ্যপাল
(xvi) ভারতে অদ্যাবধি জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে—
(a) ৫ বার (b) ৪ বার (c) ৩ বার (d) ২ বার।
উত্তরঃ (c) ৩ বার
(xvii) রাজ্য আইন সভার উচ্চকক্ষ হল—
(a) বিধান সভা (b) বিধানপরিষদ
(c) লোকসভা (d) রাজ্যসভা।
উত্তরঃ (b) বিধানপরিষদ
(xviii) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন—
(a) প্রধানমন্ত্রী (b) উপরাষ্ট্রপতি
(c) রাজ্যপাল (d) স্পিকার
উত্তরঃ (d) স্পিকার
(xix) পশ্চিমবঙ্গের বিধান সভার বর্তমান সদস্য সংখ্যা—
(a) ২৯২ জন (b) ২৯৩ জন (c) ২৯৪ জন (d) ২৯৮ জন।
উত্তরঃ (c) ২৯৪ জন
(xx) রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন ?
(a) ২ জন (b) ৩ জন (c) ৪ জন (d) ৬ জন।
উত্তরঃ (a) ২ জন
(xxi) সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল—
(a) ৬৫ বছর (b) ৬৭ বছর
(c) ৬০ বছর (d) ৭০ বছর
উত্তরঃ (a) ৬৫ বছর।
(xxii) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল—
(a) দিল্লিতে (b) জুনাগড়ে (গুজরাট)
(c) চেন্নাইতে (d) মুম্বাইতে।
উত্তরঃ (b) জুনাগড়ে (গুজরাট)
(xxiii) হাইকোর্টের বিচারপচিদের নিয়োগ করেন—
(a) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(b) প্রধানমন্ত্রী (c) রাষ্ট্রপতি (d) রাজ্যপাল।
উত্তরঃ (c) রাষ্ট্রপতি
(xxiv) ক্রেতাসুরক্ষা আইন তৈরি হয়—
(a) 1985 সালে (b) 1986 সালে
(c) 1987 সালে (d) 1988 সালে।
উত্তরঃ (b) 1986 সালে
Pingback: West Bengal Board HS Online MCQ Mock Test | উচ্চমাধ্যমিক অনলাইন মক্ টেস্ট - Prosnodekho