WBCHSE HS Philosophy MCQ Online Mock Test Set-1 | উচ্চমাধ্যমিক দর্শন বিষয়ের অনলাইন মক্ টেস্ট।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Philosophy Online Mock Test, Prosnodekho.com

HS Education Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির দর্শন বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে একটা দারুন পদ্ধতি। দর্শন প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে দর্শন বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS Philosophy MCQ Test-1

1 / 24

(i) চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলে—

 

2 / 24

(ii) যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয় তা হল—

 

3 / 24

(iii) বচন মাত্রকেই বলা যায়—

 

4 / 24

(iv) তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বোঝায়—

5 / 24

(v) বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে—

 

6 / 24

(vi) বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য—

 

7 / 24

(vii) অধীন বিপরীত বিরোধিতা যে প্রকারে বচনের মধ্যে হয় তা হল—

 

8 / 24

(viii) দুটি বিপরীত বিরোধি বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি হবে—

9 / 24

(ix) 'O' বচন মিথ্যা হলে 'I' বচনের সত্যমূল্য হবে—

10 / 24

(x) বিবর্তন যে ধরনের অনুমান তা হ'ল—

 

11 / 24

(xi) আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হল—

 

12 / 24

(xii) অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা—

 

13 / 24

(xiii) আবর্তন ও বিবর্তন হয়- বচনের—

 

14 / 24

(xiv) চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা—

 

15 / 24

(xv) সাধ্যপদটির অবস্থান হল—

 

16 / 24

(xvi) অনেকার্থক হেতু দোষে—

 

17 / 24

(xvii) IEO সমস্ত সংস্থানেই হয়—

 

18 / 24

(xviii) বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য—

 

19 / 24

(xix) উপমা যুক্তি কয় প্রকার—

 

20 / 24

(xx) আরোহ অনুমানের সিদ্ধান্তে একটি বচন প্রতিষ্ঠা করা হয়—

 

21 / 24

(xxi) আরোহ অনুমান সবসময় রূপে গণ্য হয়—

 

22 / 24

(xxii) মিল-এর পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত—

 

23 / 24

(xxiii) আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় মূলক পদ্ধতি—

 

24 / 24

(xxiv) 'যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে' এখানে কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে—

 

Your score is

The average score is 62%

0%

HS PHILOSOPHY MCQ TEST – 2
HS PHILOSOPHY MCQ TEST – 3
HS PHILOSOPHY MCQ TEST – 4
HS PHILOSOPHY MCQ TEST – 5
HS PHILOSOPHY MCQ TEST – 6
HS PHILOSOPHY MCQ TEST – 7
HS PHILOSOPHY MCQ TEST – 8
HS PHILOSOPHY MCQ TEST – 9
HS PHILOSOPHY MCQ TEST – 10

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 24×1=24

(i) চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলে—
(a) নীতিবিদ্যা (b) মনোবিদ্যা (c) তর্ক বিদ্যা (d) দর্শন৷

উত্তরঃ (c) তর্ক বিদ্যা

(ii) যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয় তা হল—
(a) বচন (b) হেতুবাক্য (c) অবধারণ
(d) বিস্ময়সূচক বাক্য।

উত্তরঃ (b) হেতুবাক্য

(iii) বচন মাত্রকেই বলা যায়—
(a) শব্দ (b) বাক্য (c) প্রতীক (d) সংকেত।

উত্তরঃ (b) বাক্য

(iv) তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বোঝায়— (a) শব্দের ব্যাপ্যতা (b) বাক্যের ব্যাপ্যতা
(c) বচনের ব্যাপ্যতা (d) পদের ব্যাপ্যতা।

উত্তরঃ (d) পদের ব্যাপ্যতা।

(v) বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে—
(a) সামান্য (b) বিশেষ (c) সদর্থক
(d) নঞর্থক

উত্তরঃ (d) নঞর্থক।

(vi) বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য—
(a) গুণগত (b) পরিমানগত
(c) গুণগত ও পরিমানগত
(d) কেনোটিই নয়।

উত্তরঃ (c) গুণগত ও পরিমানগত।

(vii) অধীন বিপরীত বিরোধিতা যে প্রকারে বচনের মধ্যে হয় তা হল—
(a) সামান্য (b) বিশেষ (c) সদর্থক
(d) নঞর্থক।

উত্তরঃ (b) বিশেষ

(viii) দুটি বিপরীত বিরোধি বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি হবে— (a) সঙ্গ (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) কোনটিই নয়।

উত্তরঃ (b) মিথ্যা

(ix) ‘O’ বচন মিথ্যা হলে ‘I’ বচনের সত্যমূল্য হবে—
(a) মিথ্যা (b) সত্য (c) কোনটিই নয়
(d) অনিশ্চিত।

উত্তরঃ (b) সত্য।

(x) বিবর্তন যে ধরনের অনুমান তা হ’ল—
(a) অমাধ্যম (b) মাধ্যম (c) সাদৃশ্য
(d) বৈজ্ঞানিক আরোহ।

উত্তরঃ (a) অমাধ্যম

(xi) আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হল—
(a) A বচন (b) E বচন (c) I বচন
(d) O বচন

উত্তরঃ (d) O বচন

(xii) অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা—
(i) একটি (b) দুইটি (c) তিনটি (d) চারটি।

উত্তরঃ (i) একটি।

(xiii) আবর্তন ও বিবর্তন হয়- বচনের—
(a) সাপেক্ষ বচন (b) প্রাকল্পিক বচন
(c) বৈকল্পিক বচন (d) নিরপেক্ষ বচন।

উত্তরঃ (d) নিরপেক্ষ বচন।

(xiv) চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা—
(a) 2 টি (b) 5 টি (c) 3 টি (d) 4 টি।

উত্তরঃ (b) 5 টি

(xv) সাধ্যপদটির অবস্থান হল—
(a) প্রধান যুক্তি বাক্যে
(b) অপ্রধান যুক্তি বাক্যে
(c) সিদ্ধান্তে
(d) প্রধান যুক্তি বাক্য ও সিদ্ধান্তে।

উত্তরঃ (d) প্রধান যুক্তি বাক্য ও সিদ্ধান্তে।

(xvi) অনেকার্থক হেতু দোষে—
(a) সাধ্য পদের দুটি অর্থ
(b) পক্ষ পদের দুটি অর্থ
(c) হেতুপদের দুটি অর্থ
(d) যে কোনো পদের দুটি অর্থ

উত্তরঃ (c) হেতুপদের দুটি অর্থ।

(xvii) IEO সমস্ত সংস্থানেই হয়—
(a) বৈধ (b) অবৈধ (c) সত্য (d) মিথ্যা।

উত্তরঃ (b) অবৈধ

(xviii) বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য—
(a) যুক্তির আকারকে ঠিক রাখা
(b) যুক্তির অর্থকে ঠিক রাখা
(c) যুক্তির যুক্তিবাক্যকে প্রতিপাদন করা
(d) কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করো।

উত্তরঃ (d) কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করো।

(xix) উপমা যুক্তি কয় প্রকার—
(a) এক প্রকার (b) তিন প্রকার
(c) চার প্রকার (d) দুই প্রকার।

উত্তরঃ (d) দুই প্রকার।

(xx) আরোহ অনুমানের সিদ্ধান্তে একটি বচন প্রতিষ্ঠা করা হয়—
(a) বিশেষ বচন
(b) সামান্য বচন
(c) সামান্য সংশ্লেষক বচন
(d) সামান্য বিশ্লেষক বচন।

উত্তরঃ (c) সামান্য সংশ্লেষক বচন

(xxi) আরোহ অনুমান সবসময় রূপে গণ্য হয়—
(a) নিশ্চিত (b) প্রমাণিত (c) সম্ভাব্য
(d) অসম্ভব।

উত্তরঃ (c) সম্ভাব্য

(xxii) মিল-এর পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত—
(a) অপনয় (b) উপনয় (c) প্রমান
(d) অপ্রমান।

উত্তরঃ (a) অপনয়

(xxiii) আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় মূলক পদ্ধতি—
(a) পর্যবেক্ষণমূলকক্স
(b) পরীক্ষণমূলক (c) অনুমান (d) প্রমাণ।

উত্তরঃ (b) পরীক্ষণমূলক

(xxiv) ‘যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে’ এখানে কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে—
(a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি
(c) সহ-পরিবর্তন পদ্ধতি
(d) অন্বয় ব্যতিরেকী পদ্ধতি।

উত্তরঃ (c) সহ-পরিবর্তন পদ্ধতি

Leave a Reply