HS Philosophy Online Mock Test, Prosnodekho.com
1.প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24=24
(i) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল—
(a) ছয়টি (b) চারটি (c) তিনটি (d) দুটি।
উত্তরঃ (b) চারটি।
(ii) সব বচনই—
(a) পদ (b) যুক্তি (c) শব্দ (d) বাক্য।
উত্তরঃ (d) বাক্য।
(iii) প্রতিটি নঞর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয়।
(a) উদ্দেশ্য (b) বিধেয়
(c) উদ্দেশ্য ও বিধেয় (d) কোনোটিই নয়।
উত্তরঃ (b) বিধেয়।
(iv) অধীন বিপরীত বিরোধিতা হয়—
(a) A এবং O বচনের মধ্যে
(b) A এবং E বচনের মধ্যে
(c) I এবং O বচনের মধ্যে
(d) E এবং I বচনের মধ্যে।
উত্তরঃ (c) I এবং O বচনের মধ্যে
(v) বচনের বিরোধানুমান হল এক প্রকার—
(a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান (c) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি।
উত্তরঃ (b) অমাধ্যম অনুমান।
(vi) E বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হল—
(a) A (b) E (c) I (d) O
উত্তরঃ (c) I
(vii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়—
(a) বিপরীত বিরোধিতা
(b) অধীন বিপরীত বিরোধিতা
(c) অসম বিরোধিতা
(d) বিরুদ্ধ বিরোধিতা।
উত্তরঃ (a) বিপরীত বিরোধিতা।
(viii) যদি E বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত A বচনের সত্যমূল্য হবে—
(a) সত্য (b) স্ব-বিরোধী (c) মিথ্যা
(d) অনিশ্চিত।
উত্তরঃ (d) অনিশ্চিত।
(ix) নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল—
(a) দুই (b) তিন (c) চার (d) পাঁচ
উত্তরঃ (c) চার
(x) DIMARIS মূর্তিটি বৈধ হয়—
(a) প্রথম সংস্থানে (b) দ্বিতীয় সংস্থানে
(c) তৃতীয় সংস্থানে (d) চতুর্থ সংস্থানে
উত্তরঃ (d) চতুর্থ সংস্থানে
(xi) নিরপেক্ষ বচনের অংশ হল—
(a) ২ টি (b) ৪ টি (c) ৩ টি (d) ৬ টি
উত্তরঃ (b) ৪ টি
(xii) সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার, সেটি হল—
(a) সাপেক্ষ নিরপেক্ষ (b) সাপেক্ষ বিশেষ
(c) সংশ্লেষক বিশ্লেষক
(d) সদর্থক-নঞর্থক।
উত্তরঃ (a) সাপেক্ষ নিরপেক্ষ।
(xiii) বিবর্তন অবরোহের অন্তর্গত—
(a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান
(c) সদর্থক অনুমান (d) নঞর্থক অনুমান।
উত্তরঃ (b) অমাধ্যম অনুমান
(xiv) বস্তুগত বিবর্তনের প্রবর্তক—
(a) বেইন (b) মিল (c) অ্যারিস্টটল
(d) সক্রেটিস।
উত্তরঃ (a) বেইন
(xv) ‘কেবলমাত্র শিশুরা শান্ত’ – বাক্যটির তর্কবিজ্ঞানসম্মত রূপ হবে—
(a) সকল শিশু হয় শান্ত
(b) কোন শিশু নয় শান্ত
(c) সকল শান্ত ব্যক্তি হয় শিশু
(d) কোন কোন শান্ত ব্যক্তি হয় শিশু।
উত্তরঃ (c) সকল শান্ত ব্যক্তি হয় শিশু
(xvi) বচনের আকার বলতে বোঝায়—
(a) বচনের অর্থ
(b) বচন নির্দেশিত বিষয়বস্তু
(c) বচনের তাৎপর্য
(d) বচনের গঠন বা ধরন।
উত্তরঃ (d) বচনের গঠন বা ধরন।
(xvii) বাঁচতে কে না চায় ? বাক্যটি বচনে রূপান্তরিত করলে হবে—
(a) A বচন (b) E বচন (c) I বচন
(d) O বচন।
উত্তরঃ (a) A বচন
(xviii) সাপেক্ষ বচন হল—
(a) শর্তাধীন (b) শর্ত-নিরপেক্ষ
(c) শর্তবিহীন (d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) শর্তাধীন
(xix) আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হল—
(a) সামান্যীকরণ (b) আরোহমূলক লাফ (c) বৈধতা (d) অবৈধতা।
উত্তরঃ (b) আরোহমূলক লাফ
(xx) সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি ?
(a) অবরোহ অনুমান (b) উপমা যুক্তি
(c) লৌকিক আরোহ
(d) বৈজ্ঞানিক আরোহ।
উত্তরঃ (b) উপমা যুক্তি।
(xxi) লৌকিক আরোহ অনুমানকে ‘শিশু সুলভ’ অনুমান বলেছেন—
(a) মিল (b) হবস্ (c) জনসন (d) বেকন।
উত্তরঃ (d) বেকন।
(xxii) আরোহ-অনুমানের বস্তুগত ভিত্তি হল—
(a) পর্যবেক্ষণ ও পরীক্ষা
(b) প্রকৃতির একরূপতা নীতি
(c) কার্য-কারণ নীতি (d) সামান্যীকরণ।
উত্তরঃ (a) পর্যবেক্ষণ ও পরীক্ষা
(xiii) দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হল—
(a) অন্বয়ী পদ্ধতি (b) যুগ্ম পদ্ধতি
(c) সহ-পরিবর্তন পদ্ধতি
(d) ব্যতিরেকী পদ্ধতি।
উত্তরঃ (b) যুগ্ম পদ্ধতি।
(xxiv) মিলের যে পদ্ধতিতে ‘কাকতালীয় দোষ’ হয় তা হল—
(a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি
(c) যুগ্ম পদ্ধতি (d) সহ-পরিবর্তন পদ্ধতি।
উত্তরঃ (b) ব্যতিরেকী পদ্ধতি।