WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2018
উচ্চ মাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৮ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।
SOCIOLOGY
(New Syllabus )
2018
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ – ক / PART – A
(Marks: 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ 8×5
(a) দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় ? এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। 3+5
অথবা,
ভারতবর্ষে নিম্নবর্ণের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 3+5
(b) স্বয়ংসম্পূর্ণ গ্রামসমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কী ? 3+5
(c) বর্তমান ভারতের শ্রেণি কাঠামো সম্পর্কে আলোচনা করো। 8
অথবা,
জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধির ভূমিকা আলোচনা করো। 8
(d) ‘শিক্ষা’ বলতে কী বোঝো ? জি.কে গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। 3+5
(e) বেকারত্ব বলতে কী বোঝ ? ভারতবর্ষে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। 3+5
অথবা,
দুর্নীতি বলতে কী বোঝো ? দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3+5
বিভাগ – ‘খ’ (Marks – 40)
2. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি লেখো : 1×24=24
(i) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হলেন—
(a) রাজেন্দ্র সিংহ (b) জি. এস. ঘুরে
(d) পার্থ মুখার্জী (c) এডওয়ার্ড শীলস্
উত্তরঃ (c) এডওয়ার্ড শীলস্
(ii) ‘The Positive Background of Hindu Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) এ. আর. দেশাই
(b) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
(d) আন্দ্রে বেঁতে
(c) বিনয় কুমার সরকার
উত্তরঃ (c) বিনয় কুমার সরকার
(iii) ভারতে প্রথম দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি সূচনা হয় কার হাত ধরে ?
(a) গোপাল হালদার (b) ভূপেন্দ্রনাথ দত্ত
(c) রনজিৎ গুহ (d) সুমিত সরকার
উত্তরঃ (a) গোপাল হালদার।
(iv) “আইন-ই আকবরী” কে ‘Mughal Gazetteer’ বলেছেন কে ?
(a) ইরাবতী কার্ডে
(b) এস. সি. দুরে
(c) বিনয় কুমার সরকার
(d) এ. আর. দেশাই
উত্তরঃ (c) বিনয় কুমার সরকার।
(v) নিম্নলিখিত কোন আইনটি স্বাধীনতার পর ভারতবর্ষে নারীর অর্থনৈতিক স্বাধীনতা লাভে সহযোগিতা করেছে ?
(a) Hindu Marriage Act, 1955
(b) Special Marriage Act, 1954
(c) Hindu Succession Act, 1961
(d) Dowry Prohibition Act, 1961
উত্তরঃ (a) Hindu Succession Act, 1961
(vi) কোনটি ভিন্ন তা উল্লেখ করোঃ
(a) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি— বিনয় কুমার সরকার
(b) ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি— ম্যাক্স ওয়েবার
(c) কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি এম. এন. শ্রীনিবাস
(d) দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি— এডওয়ার্ড শী
উত্তরঃ (d) দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি— এডওয়ার্ড শী
(vii) ভারতে সমাজতত্ত্বের প্রতিষ্ঠার বিকাশ শুরু হয় ________ সাল থেকে।
(a) 1979 (b) 1951 (c) 1919 (d) 1851
উত্তরঃ (d) 1851
(viii) ________ এর মুখপত্র ‘Sociological Bulletin 1920 সালে প্রথম প্রকাশিত হয়—
(a) Indian Sociological Society
(b) Bethune Society
(c) Bombay Anthropological Society
(d) Indian Statistical Institute
উত্তরঃ (a) Indian Sociological Society
(ix) ‘আধিপত্যকারী জাতি’ ধারণাটি কার ?
(a) ডি. পি. মুখার্জী
(b) বিনয় কুমার সরকার
(c) এম. এন শ্রীনিবাস
(d) জি. এস. ঘুরে
উত্তরঃ (c) এম. এন শ্রীনিবাস
(x) ‘The Indian Jajmani System’ গ্রন্থটির রচয়িতা কে ?
(a) ইয়ান রবার্টসন
(b) রাম আহুজা
(c) এম. এন. শ্রীনিবাস
(d) উইলিয়াম এইচ. ওয়াইজার
উত্তরঃ (d) উইলিয়াম এইচ. ওয়াইজার
(xi) এর মধ্যে কোন বিষয়টি স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যবাহী ?
(a) ব্যক্তিগত মালিকানা
(b) শিল্পায়ন
(c) বাজারবিহীন অর্থনীতি
(d) মুদ্রা ব্যবস্থা
উত্তরঃ (c) বাজারবিহীন অর্থনীতি
(xii) কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয় ?
(a) নারী প্রগতি
(b) ধর্মনিরপেক্ষতা
(c) আরোপিত মর্যাদা
(d) সামাজিক সচলতা
উত্তরঃ (d) আরোপিত মর্যাদা
(xiii) “ধর্ম ও মানবতা হলো অভিন্ন”–উক্তিটি কার ?
(a) ফ্রেজার (b) ম্যাকাইভার (c) ডুখহিম
(d) কোঁত
উত্তরঃ (d) কোঁত
(xiv) কলিকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হয় কত সালে ?
(a) 1835 (b) 1840 (c) 1857 (d) 1861
উত্তরঃ (a) 1835
(xv) হিন্দু বিবাহ আইন কবে পাশ হয় ?
(a) 1940 (b) 1950 (c) 1955 (d) 1960
উত্তরঃ (c) 1955
(xvi) বাবাসাহেব নামে কে পরিচিত ?
(a) গোপাল কৃষ্ণ গোখলে
(b) ড. বি. আর. আম্বেদকর
(c) ডি. এন. মজুমদার
(d) ডি. সি. ভট্টাচার্য
উত্তরঃ (b) ড. বি. আর আম্বেদকর
(xvii) স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা বলেছিলেন ?
(a) 2 (b) 4 (c) 8 (d) 10
উত্তরঃ (b) 4
(xviii) কার উদ্যোগে ‘নারী শিক্ষা ভাণ্ডার’ প্রতিষ্ঠিত হয় ?
(a) রবীন্দ্রনাথ (b) বিবেকানন্দ (c) গান্ধীজী
(d) বিদ্যাসাগর
উত্তরঃ (d) বিদ্যাসাগর
(xix) জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিষয়টিকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে—
(a) নারীশিক্ষার হার
(b) পরিবার কল্যাণ কর্মসূচি
(d) বাল্যবিবাহ
(c) ধর্মীয় সংস্কার
উত্তরঃ (b) পরিবার কল্যাণ কর্মসূচি
(xx) শান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত ?
(a) পরিবেশ (b) দারিদ্র্য (d) বেকারত্ব
(c) দুর্নীতি
উত্তরঃ (c) দুর্নীতি
(xxi) বঙ্গভঙ্গ (১৯০৫) প্রস্তাব কোন বিষয়ের পরিচায়ক ?
(a) আঞ্চলিকতা (b) সাম্প্রদায়িকতা
(d) সন্ত্রাসবাদ (c) ধর্মনিরপেক্ষতা
উত্তরঃ (b) সাম্প্রদায়িকতা
(xxii) ‘শ্রমবিমুখতা’ দারিদ্র্যের কী ধরনের কারণ ?
(a) ব্যক্তিগত (b) সামাজিক (d) অর্থনৈতিক
(c) ভৌগোলিক
উত্তরঃ (a) ব্যক্তিগত
(xxiii) ‘আপ্পিকো আন্দোলন’ কোন রাজ্যে ঘটেছিল ?
(a) কেরালা (b) কর্ণাটক (c) আসাম
(d) উড়িষ্যা
উত্তরঃ (b) কর্ণাটক
(xxiv) নিঃশব্দ উপত্যকা আন্দোলন জড়িত
___________ এর সাথে।
(a) পরিবেশ (b) সাম্প্রদায়িকতা
(c) ভোটের অধিকার (d) বনসৃজন
উত্তরঃ (a) পরিবেশ।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য—
(1) এই দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সংস্কৃতির ওপর বিশেষ জোর দেওয়া হয়। তাই একে বলা হয় ‘Culturological’.
(2) ধ্রুপদী হিন্দুশাস্ত্র সমূহের অধ্যয়ন-অনুশীলনের মাধ্যমে ভারতীয় সমাজ ও সংস্কৃতি অনুধাবনের চেষ্টা করা হয় যে কারণে এম. এন শ্রী নিবাস ভারততত্ত্বকে “The Book View’ বলেছেন।
অথবা,
কোন দৃষ্টিভঙ্গিকে Culturological বলা হয় ?
উত্তরঃ ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে সংস্কৃতির ওপর বিশেষ জোর দেওয়া হয় তাই ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে বলা হয় Culturological.
(ii) কার উদ্যোগে কত সালে এশিয়াটিকে সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে ১৭৮৪ খ্রিষ্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
(iii) জাতি পঞ্চায়েত গঠিত হয়েছিল কেন ?
উত্তরঃ প্রত্যেক জাতির নির্দিষ্ট আচার-আচরণ ঠিকমতো পালিত হচ্ছে কিনা বা তার বিচ্যুতি ঘটলে কী প্রকার শাস্তি প্রদত্ত হবে তা দেখাশোনার দায়িত্বে যে সংগঠনটি বর্তমান ছিল তাকে বলা হয় জাতি পঞ্চায়েত।
(iv) জাত ব্যবস্থার উপর লিখিত রাজা রামমোহন রায়ের দুটি প্রবন্ধের নাম লেখো।
উত্তরঃ রাজা রামমোহন রায়ের জাত ব্যবস্থার ওপর লিখিত দুটি প্রবন্ধ হলো- “ভট্টাচার্যের সহিত বিচার” ও “গোস্বামির সহিত বিচার”।
(v) উদারীকরণ বলতে কী বোঝায় ?
উত্তরঃ সাধারণ অর্থে উদারীকরণ বলতে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো সামাজিক অর্থনৈতিক নীতি বিষয়ে পূর্ববর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা শিথিলতাকে বোঝায়। তবে উদারীকরণ বলতে মূলত অর্থনৈতিক উদারীকরণকে বোঝানো হয় যার দ্বারা বাণিজ্য ও বাজার মূলধন (Trade and market capital) এর উপর হোকে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস বা অবলুপ্তির বিষয়টি প্রকাশ পায়।
অথবা,
SAARC এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ South Asian Association for Regional Co-operation.
(vi) প্রান্তীয় যৌথ পরিবার কাকে বলে ?
উত্তরঃ মাত্র দুটি প্রজন্ম একত্রে থাকে এবং বসবাসের ক্ষেত্রে সম্পত্তি ও কার্যধারার যৌথতায় বিশ্বাসী এমন পরিবারকে বলা হয় প্রান্তীয় যৌথ পরিবার।
অথবা,
ধর্মের কয়টি দিক ও কী কী ?
উত্তরঃ ধর্মের দুটি দিক- (1) অন্তরা দিক (2) বহিরা দিক
(vii) শ্রীঅরবিন্দর মতে ত্রিবিধ রূপান্তর কী কী ?
উত্তরঃ ঋষি অরবিন্দর মতে ত্রিবিধ রূপান্তর হলো- (1) আত্মগত রূপান্তর (Psychic Transformation ) (2) আধ্যাত্মিক রূপান্তর (Spiritual Transformation) (3) অভিমানসিক রূপান্তর (Supramental Transformation)
অথবা,
ঋষি অরবিন্দের দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ (1) The Life Divine (2) The Renaissance in India’
(viii) বিদ্যাসাগর কত সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ বিদ্যাসাগর ১৮৫৫ সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন।
(ix) পরিবারের দুটি প্রধান কাজ উল্লেখ করো
উত্তরঃ পরিবারের দুটি প্রধান কাজ হলো-
(i) যৌন আকাঙ্খার পরিতৃপ্তি
(ii) সন্তান প্রজনন ও প্রতিপালন
অথবা,
ভারতীয় পরিবার ব্যবস্থার পরিবর্তনে পরিবারসমূহ কোন একক থেকে কোন এককে পরিবর্তিত হয়েছে ?
উত্তরঃ পরিবারগুলি উৎপাদনশীল একক (Production Unit) থেকে ভোগ একক (Consumtion Unit) এ পরিণত হয়েছে।
(x) গ্রীন হাউস এফেক্টের জন্য কী ধরনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ?
উত্তরঃ গ্রীন হাউস এফেক্টের ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
অথবা,
BPL কথাটির পূর্ণ রূপ কী ?
উত্তরঃ Below Poverty Line হলো BPL-এর পূর্ণরূপ।
(xi) আধুনিকীকরণের সঙ্গে শিক্ষার সম্পর্ক এক কথায় বলো :
উত্তরঃ আধুনিকীকরণ ও শিক্ষা একে অপরের পরিপুরক। শিক্ষা আধুনিকীকরণের পথকে প্রশস্ত করে।
(xii) কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝায় ?
উত্তরঃ কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় পুরনো কৃষি উৎপাদন পদ্ধতিকে বাতিল করে উৎপাদনকে বাজারমুখী করার চেষ্টা, অতিরিক্ত উৎপাদন, পণ্যকে বাণিজ্যের উপাদান হিসেবে দেখা, চাহিদাভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, বিনিময় প্রথার পরিবর্তে মুদ্রা ব্যবস্থা চালু করা এই সবকিছুই কৃষির বাণিজ্যিকীকরণ।
অথবা,
জনবিদ্যা কাকে বলে ?
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক আলোচনাকে জনবিদ্যা বলা হয়। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো- জনসমষ্টির আয়তন, কাঠামো, হ্রাস-বৃদ্ধি প্রভৃতি।
(xiii) আপেক্ষিক দারিদ্র্য বলতে কী বোঝ ?
উত্তরঃ আপেক্ষিক দারিদ্র্যের ধারণা অনুযায়ী কোনো ব্যক্তি তার সমাজে অন্যান্যদের তুলনায় দরিদ্র অর্থাৎ অন্যান্যদের জীবনযাত্রার তুলনায় তার জীবনযাত্রার মান নিম্নে অবস্থিত অর্থাৎ এই বিষয়টি দারিদ্র্যের সামাজিক ধারণা প্রশ্রয় দেয়।
অথবা,
পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো।
উত্তরঃ পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি উপায় বা ব্যবস্থা হলো-
(i) পরিবেশ বিষয়ক শিক্ষাদান ও সচেতনতা গড়ে তোলা।
(ii) পরিবেশ সুরক্ষা বিষয়ক যে সকল আইন, নিয়মবিধি ও প্রজ্ঞাপন রয়েছে সেগুলির যথার্থ প্রয়োগ কার্যকর করে তোলা।
(xiv) নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত দুটি কর্মসূচীর নাম লেখো।
উত্তরঃ 1. NAEP- ( National Adult Education Programme)
2. NL.M-(National Literacy Mission)
(xv) ICDS এর পূর্ণরূপ কী ?
উত্তরঃ Integrated Child Development Services
(xvi) এখনো পর্যন্ত ভারতের বৃহত্তম শিক্ষার কর্মসূচী কোনটি ?
উত্তরঃ ভারতের বৃহত্তম শিক্ষার কর্মসূচী – সর্বশিক্ষা অভিযান। এটি ২০০১ সালে প্রবর্তিত হয়।