Wb hs evs question paper 2017 with answers | উচ্চমাধ্যমিক পরিবেশ প্রশ্নপত্র ২০১৭ উত্তরসহ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES EXAMINATION QUESTION PAPER 2017 WITH ANSWER
উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০১৭, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ENVIRONMENTAL STUDIES
(New Syllabus)
2017
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

Part-A (Marks: 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(a) জৈববৈচিত্র্য বলতে কী বোঝো ? বিভিন্ন প্রকার জৈববৈচিত্র্যের বর্ণনা দাও। 3+5

অথবা,

জৈববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো ? সঠিক উদাহরণসহ আলোচনা করো। 3+5

(b) বসুন্ধরা সম্মেলন (1992)-এ গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। 8

অথবা,

“উন্নয়ন’ এবং পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 8

(c) সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি উল্লেখ করো। 8

(d) ‘সুস্থায়ী সমাজ’ গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপগুলি বিবৃত করো। 8

(c) ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 8

অথবা,

‘সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনার ওপর সংক্ষেপে লেখো। 8

Part-B (Marks : 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো : 1×24=24

(i) উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?
(a) 15 তম (b) দশম (c) পঞ্চম (d) 20 তম

উত্তরঃ (a) 15 তম।

(ii) ভারতবর্ষের কোন্ প্রদেশে ‘নকরেক্ জৈবমণ্ডল’ অবস্থিত ?
(a) মেঘালয় (b) অসম (c) সিকিম,
(d) তামিলনাড়ু।

উত্তরঃ (a) মেঘালয়।

(iii) নীচের কোন্ গাছটি স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে ?
(a) ডায়োস্কোরিয়া (b) আম (c) সর্পগন্ধা,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) সর্পগন্ধা।

(iv) ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায় ?
(a) 204 (b) 1228 (c) 428 (d) 372

উত্তরঃ (b) 1228

(v) ETL-এর পুরো কথাটি হল—
(a) ইকোনমিক থ্রেসহোল্ড লেভেল,
(b) এনভাইরনমেন্টাল ট্রিটমেন্ট লেভেল,
(c) এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট লিমিট,
(d) ইকোনমিক ট্রিটমেন্ট লেভেল।

উত্তরঃ (a) ইকোনমিক থ্রেসহোল্ড লেভেল।

(vi) ‘ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া’-র প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত ?
(a) দেরাদুন (b) নিউ দিল্লি (c) মুম্বাই,
(d) গ্যাংটক।

উত্তরঃ (a) দেরাদুন।

(vii) কোন সালে ভারতবর্ষে ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ সেল গঠিত হয়েছিল ?
(a) 1998 সালে (b) 1985 সালে,
(c) 1992 সালে (d) 2002 সালে।

উত্তরঃ (a) 1998 সালে।

(viii) নিম্নে বিবৃত কোনটির প্রভাবে “নীল শিশু সিনড্রোম’ সৃষ্টি হয় ?
(a) অধিক নাইট্রোজেন,
(b) অধিক কার্বন ডাইঅক্সাইড,
(c) অধিক ওজোন,
(d) অধিক পারদ।

উত্তরঃ (a) অধিক নাইট্রোজেন।

(ix) ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি (CBD)’ কোন্ দেশে অনুষ্ঠিত হয়েছিল ?
(a) মেক্সিকো (b) ব্রাজিল (c) জাপান,
(d) আর্জেনটিনা।

উত্তরঃ (b) ব্রাজিল।

(x) DDT-র মূল কাজ হল—
(a) মাটির আর্দ্রতা বজায় রাখা,
(b) কীটনাশক হিসেবে কাজ করা,
(c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) কীটনাশক হিসেবে কাজ করা।

(xi) বহু-ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার—
(a) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ,
(b) অধিকতর কীটনাশক-এর ব্যবহার,
(c) অধিকতর নাইট্রোজেন সমৃদ্ধ সার-এর ব্যবহার,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ।

(xii) ভূপৃষ্ঠের ওপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকা স্তর তৈরি হতে আনুমানিক সময় লাগে—
(a) 1500-2000 বছর
(b) 200-1000 বছর,
(c) 50 বছর
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) 200-1000 বছর।

(xiii) ‘জৈববৈচিত্র্য’ শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন ?
(a) ই ও উইলসন (b) র‍্যাচেল কারসন,
(c) ভি এস নাইপল (d) ব্যারি কমোনার।

উত্তরঃ (a) ই ও উইলসন।

(xiv) ভারতবর্ষের কোন্ প্রদেশে ‘কেওলাদেও জাতীয় উদ্যান’ অবস্থিত ?
(a) অসমে (b) রাজস্থানে (c) কেরালায়,
(d) মধ্যপ্রদেশে।

উত্তরঃ (b) রাজস্থানে।

(xv) ‘স্টকহোম সম্মেলন’ কোন্ সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(a) 1972 সালে (b) 1992 সালে,
(c) 1982 সালে (d) 1962 সালে।

উত্তরঃ (a) 1972 সালে।

(xvi) ভারতবর্ষের কোন্ প্রদেশে ‘অগস্থমালাই জৈবমণ্ডল’ অবস্থিত ?
(a) মহারাষ্ট্র (b) মধ্যপ্রদেশ (c) হিমাচল প্রদেশ (d) তামিলনাড়ু

উত্তরঃ (d) তামিলনাড়ু।

(xvii) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপ-এর মোট সংখ্যা বর্তমানে কত ?
(a) 3    (b) 2    (c) 17    (d) 72

উত্তরঃ (c) 17

(xviii) কালো মাটি দেখতে পাওয়া যায়—
(a) মরুভূমিতে,
(b) পাহাড়ের চূড়ায়,
(c) আগ্নেয়গিরির মুখে,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) আগ্নেয়গিরির মুখে।

(xix) কোন সালে ‘ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো-ডেভেলপমেন্ট বোর্ড’ স্থাপিত হয়েছিল ?
(a) 1990 সালে (b) 1985 সালে,
(c) 1992 সালে (d) 2000 সালে।

উত্তরঃ (c) 1992 সালে।

(x) ‘ন্যাশনাল বায়োডাইভারসিটি অথারিটি’ স্থাপন করা হয়েছে—
(a) কলকাতায় (b) নিউ দিল্লিতে,
(c) এলাহাবাদে (d) চেন্নাই-এ।

উত্তরঃ (d) চেন্নাই-এ।

(xi) পরিবেশ নীতির মান্যতার জন্য শিল্প প্রতিষ্ঠানগুলির কোন্ ISO সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন ?
(a) ISO: 5000 (b) ISO : 14000,
(c) ISO : 1000 (d) ISO : 4000

উত্তরঃ (b) ISO : 14000

( xxii) ‘পার্থিব মূলধন’-এর একটি উদাহরণ হল—
(a) জল (b) ধর্ম (c) সংস্কৃতি, (d) সামাজিক রীতিনীতি।

উত্তরঃ (a) জল।

(xxiii) খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে—
(a) বায়োকেমিক্যাল রিঅ্যাকশন,
(b) বায়োনিউট্রিশন,
(c) বায়োলজিক্যাল ডিমান্ড,
(d) বায়োম্যাগনিফিকেশন।

উত্তরঃ (d) বায়োম্যাগনিফিকেশন।

(xxiv) ‘সুস্থায়ী কৃষি’ বলতে বোঝায়—
(a) কৃষি শিল্পের ধারাবাহিক বিকাশ,
(b) কৃষি-রাসায়নিকের ধারাবাহিক ব্যবহার,
(c) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির এককথার উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘ল্যাটেরাইট মৃত্তিকা’ কাকে বলে ?

উত্তরঃ খুব বেশি উর্বর ধরনের মাটি নয়, পাহাড়ি এলাকায় যেখানে খুব বেশি বর্ষা হয়, সেখানে যে মাটি পাওয়া যায় তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে।

(ii) ‘মাইকোরাইজা’ কাকে বলে ?

উত্তরঃ কিছু ছত্রাক শস্য উদ্ভিদের মূলে বসবাস করে, এদের বলা হয় ‘মাইকোরাইজা’।

(iii) নীলাভ-সবুজ শৈবালের একটি উদাহরণ দাও।

উত্তরঃ Anabaena, Nostoc.

(iv) সজীব আগাছা নাশক-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ সয়াবিন / সূর্যমুখী / মিলেট / বার্লি।

(v) ‘একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর।’– এই উক্তিটি কে করেছিলেন ?

উত্তরঃ কৌটিল্য বা চাণক্য।

(vi) ‘সৌর মূলধন’ বলতে কী বোঝো ?

উত্তরঃ যে-শক্তি সূর্য থেকে পাই, তাকে সৌর মূলধন বলে।

অথবা,

কোন্ সালে সুস্থায়ী উন্নয়নের উপর বিখ্যাত রিপোর্ট, ‘আওয়ার কমন ফ্যুচার’ প্রকাশিত হয়েছিল ?

উত্তরঃ 1987 সালে।

(vii) ‘আই এস 10500’ অনুযায়ী পানীয় জলে ক্লোরাইড-এর অনুমোদিত সীমা কত ?

উত্তরঃ 250 মিলিগ্রাম/লিটার।

(viii) ‘রেড ডাটা বুক’ কাকে বলে ?

উত্তরঃ আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা বিপন্ন বা লুপ্তপ্রায় জীবসমূহের একটি বিশদ তালিকা প্রকাশ করেন, এটি রেড ডেটা বুক নামে পরিচিত।

(ix) পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা (SPM)-র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উত্তরঃ 70 মাইক্রোগ্রাম / ঘনমিটার।

(x) শিল্পাঞ্চলের বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NO)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উত্তরঃ 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার।

অথবা,

বসতি এলাকার বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা (RSPM)-র বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উত্তরঃ 60 মাইক্রোগ্রাম/ঘনমিটার।

(xi) ভারতবর্ষের সরকারের ‘পরিবেশ মন্ত্রক’ কোন্ সালে স্থাপিত হয়েছিল ?

উত্তরঃ 1985 খ্রিস্টাব্দে।

অথবা,

ভারতীয় বন আইন’ কোন সালে জারি হয়েছিল ?

উত্তরঃ 1927 খ্রিস্টাব্দে।

(xii) বাতাসের একটি মান নির্ণায়ক সূচকের নাম লেখো।

উত্তরঃ SPM / কার্বন মনোক্সাইড / SO₂ / O₃ / CO₂

অথবা,

ভারতবর্ষে ‘খনি ও খনিজ আইন’ কোন সালে জারি করা হয় ?

উত্তরঃ 1947 সালে।

(xiii) মৃত্তিকার একটি মান নির্ণায়ক সূচকের নাম লেখো।

উত্তরঃ pH/অম্লত্ব/ক্ষারত্ব/হিউমাস/ জলধারণ ক্ষমতা।

অথবা,

ভারতবর্ষে মোটরযান আইন কোন সালে জারি করা হয় ?

উত্তরঃ 1938, সংশোধনী–1988।

(xiv) ভারতবর্ষের একটি আগন্তুক উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ Parthenium sp / Lantana camaral Eucalyptus.

অথবা,

ভারতবর্ষের একটি বিপন্ন বন্যপশুর নাম লেখো।

উত্তরঃ বাঘ/ সিংহ/গন্ডার/রেড পান্ডা।

(xv) ভারতবর্ষের একটি ‘বিশ্ব ঐতিহ্যময় স্থান’-এর উদাহরণ দাও।

উত্তরঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন।

অথবা,

প্রকৃতিতে মানুষ ও বন্যপশুর সংঘাতের একটি উদাহরণ দাও।

উত্তরঃ হাতির করিডোরের মধ্য দিয়ে রেললাইন পাতা হয়েছে।

(xvi) ভারতবর্ষের একটি ‘জৈববৈচিত্র্য হটস্পট’-এর নাম লেখো।

উত্তরঃ পূর্বঘাট পর্বতমালা/পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা/ ইন্দোবার্মা/সুন্দরবন।

অথবা,

IUCN’-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ International Union for Conservation of Nature and Natural Resources.

Leave a Reply