WBCHSE hs evs question paper 2018 with answers | উচ্চমাধ্যমিক পরিবেশ প্রশ্নপত্র ২০১৮ উত্তরসহ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES EXAMINATION QUESTION PAPER 2018 WITH ANSWER
উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০১৮, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ENVIRONMENTAL STUDIES
(New Syllabus)
2018
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

Part-A (Marks: 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(a) ‘গার্হস্থ্য জৈববৈচিত্র্য’ বলতে কী বোঝো ? জৈববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 3+5

অথবা,

“স্বস্থানিক’ এবং ‘অস্থানিক’ সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো ? 3+5

(b) পরিবেশ সুরক্ষা আইন (1986)-এর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো। 4+4

অথবা,

‘পরিবেশ সূচকের মূল্যায়ন’ বলতে কী বোঝো ? উদাহরণসহ ব্যাখ্যা করো। 3+5

(c) ‘সুস্থায়ী উন্নয়ন’ বলতে কী বোঝো ? বর্তমান এবং ভবিষ্যৎ কালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সূস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। 3+5

(d) সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। 8

(e) পরিবেশের উপর কৃষি-রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো। 8

অথবা,

সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। 8

Part-B (Marks : 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো : 1×24=24

(i) পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে ?
(a) 100 লক্ষ হেক্টর (b) 80 লক্ষ হেক্টর,
(c) 50 লক্ষ হেক্টর (d) 30 লক্ষ হেক্টর।

উত্তরঃ (c) 50 লক্ষ হেক্টর।

(ii) সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?
(a) 15 তম (b) 10 তম (c) 5 তম,
(d) 20 তম।

উত্তরঃ (c) 5 তম

(iii) মৃত্তিকার ভৌত উপাদান -এর একটি উদাহরণ হল—
(a) ছত্রাক (ফাংগাস) (b) কেঁচো (c) জল
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) জল

(iv) কোন সালে ভারতবর্ষে ‘ন্যাশনাল বায়োডাইভারসিটি অথারিটি’ স্থাপিত হয়েছিল ?
(a) 2003 সালে (b) 1981 সালে,
(c) 1992 সালে (d) 1972 সালে।

উত্তরঃ (a) 2003 সালে।

(v) আই এস 10500 অনুযায়ী পানীয় জলে ‘লোহার সর্বাধিক’ অনুমোদিত মাত্ৰা কত ?
(a) 0.1 মিলিগ্রাম / লিটার,
(b) 0.2 মিলিগ্রাম / লিটার,
(c) 0.3 মিলিগ্রাম / লিটার,
(d) 0.4 মিলিগ্রাম / লিটার।

উত্তরঃ (c) 0.3 মিলিগ্রাম / লিটার

(vi) বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NO) এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) 80 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(b) 60 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(c) 15 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) 60 মাইক্রোগ্রাম / ঘনমিটার।

(vii) পুনর্নবীকরণযোগ্য সম্পদ-এর একটি উদাহরণ হল—
(a) পেট্রোলিয়াম (b) কয়লা (c) বনসম্পদ,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) বনসম্পদ।

(viii) ইয়াম (Dioscorea deltoidea) ব্যবহৃত হয়—
(a) জন্মনিরোধক বড়ি তৈরিতে
(b) ক্যানসার প্রতিরোধে,
(c) ম্যালেরিয়া প্রতিরোধে,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) জন্মনিরোধক বড়ি তৈরিতে।

(ix) ‘ল্যান্টানা ক্যামেরা’ উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল ?
(a) রাশিয়া (b) চিন (c) মেক্সিকো
(d) বাংলাদেশ।

উত্তরঃ (c) মেক্সিকো।

(x) নারিকেল গাছের বৈজ্ঞানিক নাম হল—
(a) ম্যাশিফেরা ইন্ডিকা,
(b) এ্যালবিজিয়া প্রসেরা,
(c) কোকোস নুসিফেরা,
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (c) কোকোস নুসিফেরা

(xi) ভারতবর্ষে মোট ‘ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হল—
(a) 38    (b) 28    (c) 18    (d) 48

উত্তরঃ (c) 18

(xii) জৈবিক আগাছানাশক-এর একটি উদাহরণ হল—
(a) সূর্যমুখী (b) ডিডিটি (c) ইউরিয়া
(d) ফসফেট।

উত্তরঃ (a) সূর্যমুখী।

(xiii) পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে ?
(a) 4,00,000 (b) 50,000 (c) 1,00,000
(d) 10,000

উত্তরঃ (d) 10,000

(xiv) মাইকোরাইজার একটি উদাহরণ হল—
(a) গ্লোমাস (b) নস্টক (c) মিলেট,
(d) আলফা আলফা

উত্তরঃ (a) গ্লোমাস

(xv) পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে ?
(a) 180 লক্ষ হেক্টর (b) 80 লক্ষ হেক্টর,
(c) 40 লক্ষ হেক্টর (d) 20 লক্ষ হেক্টর।

উত্তরঃ (c) 40 লক্ষ হেক্টর

(xvi) সবচেয়ে পুরোনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হল—
(a) ঝুম চাষ (b) টাঙ্গিয়া,
(c) সামাজিক বনসৃজন,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) ঝুম চাষ

(xvii) ডিডিটি-এর অধিক ব্যবহারের ফলে সৃষ্টি হয়—
(a) বায়োডাইভারসিটি,
(b) বায়োলুমিনিসেন্স,
(c) বায়োম্যাগনিফিকেশন (জৈব বিবর্ধন),
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) বায়োম্যাগনিফিকেশন (জৈব বিবর্ধন)।

(xviii) একটি শান্ত এলাকায় দিনেরবেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) 75 ডেসিবেল (b) 65 ডেসিবেল,
(c) 50 ডেসিবেল (d) 45 ডেসিবেল।

উত্তরঃ (c) 50 ডেসিবেল

(xix) গ্রামাঞ্চল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা (SPM)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) 360 মাইক্রোগ্রাম/ঘনমিটার,
(b) 120 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(c) 140 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(d) 70 মাইক্রোগ্রাম / ঘনমিটার।

উত্তরঃ (c) 140 মাইক্রোগ্রাম / ঘনমিটার

(xx) মালি সভ্যতা কোন্ দেশের সঙ্গে যুক্ত ছিল?
(a) অস্ট্রেলিয়া (b) ভারতবর্ষ (c) আফ্রিকা,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) আফ্রিকা

(xxi) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসেব মতো সংখ্যা হল—
(a) 93 (b) 1336 (c) 49 (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) 1336

(xxii) গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন্ ফুল প্রধানত ব্যবহার করা হয়?
(a) জবা (Hibiscus rosa-sinensis),
(b) শমী ( Prosopis spicigera),
(c) ধুতুরা ( Datura stramonium),
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) শমী ( Prosopis spicigera)।

(xiii) নীচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ?
(a) পাকিস্তান (b) ইরাক (c) ভারতবর্ষ,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) ভারতবর্ষ।

(xxiv) ভারতবর্ষের কোন রাজ্যে “পাঁচমারী জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা’ অবস্থিত ? .
(a) কৰ্ণাটক (b) তামিলনাড়ু (c) মধ্যপ্রদেশ,
(d) উত্তরপ্রদেশ।

উত্তরঃ (c) মধ্যপ্রদেশ।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘জৈব সার’ বলতে কী বোঝো ?

উত্তরঃ জীব দেহ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জৈব উপাদানের মিশ্রণে তৈরি হওয়া পরিবেশ বান্ধব সারকে জৈব সার বলে।

(ii) ‘ল্যাটেরাইট মৃত্তিকা’র উৎস কী ?

উত্তরঃ লোহা আকরিক সমৃদ্ধ লোহিত বর্ণের শিলা ‘ল্যাটেরাইট মৃত্তিকা’র উৎস।

(iii) ‘কলিফর্ম’ কাকে বলে ?

উত্তরঃ দূষিত জল বা কলুষিত জলে উপস্থিত দন্ডাকৃতির ব্যাকটেরিয়ার উপস্থিতিকে কলিফর্ম বলা হয়।

(iv) ‘সুস্থায়ী অর্থনীতি’ বলতে কী বোঝো ?

উত্তরঃ সুস্থায়ী অর্থনীতি বলতে সেই ধরনের অর্থনৈতিক উন্নয়নকে বোঝানো হয় যেখানে প্রাকৃতিক সম্পদ গুলির পরিমিত ব্যবহার
করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত করে রাখা হয়।

অথবা,

‘সুস্থায়ী সমাজ’ কাকে বলে ?

উত্তরঃ পরিবেশে প্রাকৃতিক সম্পদের সমতা বজায় রেখে সমাজের নাগরিকবৃন্দের সাম্যতা, স্বাধীনতা ও স্বাস্থ্যকর পরিবেশ গঠন করাকেই সুস্থায়ী সমাজ বলে।

(v) ভারতবর্ষে কীটনাশক আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল ?

উত্তরঃ ভারতবর্ষে কীটনাশক আইন ১৯৬৮ সালে প্রণয়ন হয়েছিল।

অথবা,

ভারতীয় বয়লার আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল ?

উত্তরঃ ভারতীয় বয়লার আইন ১৯২৩ সালে প্রণয়ন হয়েছিল।

(vi) আই এস 10500 অনুযায়ী, পানীয় জলে ‘কাঠিন্যের’ সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?

উত্তরঃ 300 mg / Litre

অথবা,

পানীয় জলের ‘অস্বচ্ছতা’ বলতে কী বোঝো ?

উত্তরঃ পানীয় জলে উপস্থিত মাটি, খনিজ লবণ, কলিফর্ম, ক্ষার, ধাতু প্রভৃতির উপস্থিতি যদি 4 NTU অতিক্রম করে তখন সেই অবস্থাকে পানীয় জলের অস্বচ্ছতা বলে।

(vii) কোন সালে ‘ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া’ স্থাপিত হয়েছিল ?

উত্তরঃ 1981 সালে।

অথবা,

কোন সালে ভারতবর্ষে ‘ব্যাঘ্র প্রকল্প’ চালু হয়েছিল ?

উত্তরঃ 1973 সালে।

(viii) ভারতবর্ষের কোন্ রাজ্যে গির অরণ্য অবস্থিত ?

উত্তরঃ ভারতবর্ষের গুজরাট রাজ্যে গির অরণ্য অবস্থিত।

অথবা,

ভারতবর্ষে কত প্রজাতির উভচর পাওয়া যায় ?

উত্তরঃ ভারতবর্ষে 204 প্রজাতির উভচর পাওয়া যায়।

(ix) ‘আই আর 36’ কাকে বলে ?

উত্তরঃ I.R. 36 এক প্রকার উচ্চ ফলনশীল ধানের জাত যা সাধারণত বোরো ধান হিসেবে আমাদের দেশে চাষ করা হয়।

(x) ‘ক্রপ রোটেশন’ বলতে কী বোঝো ?

উত্তরঃ পরিকল্পিতভাবে একই জমিতে নির্দিষ্ট সময় অন্তর ভিন্ন ভিন্ন শস্য চাষ করার পদ্ধতিকে ক্রপ রোটেশন বা শস্যের আবর্তন বলা হয়।

(xi) ‘N.C.E.P’-এর পুরো কথাটি কী ?

উত্তরঃ NATIONAL CENTERS FOR ENVIRONMENTAL PREDICTION.

(xii) ‘বহন ক্ষমতা’ কাকে বলে ?

উত্তরঃ পরিবেশের নিজের ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ যত প্রাণী ও উদ্ভিদকে পরিবেশগত দিক দিয়ে সাহায্য করতে পারে তাকেই সেই জায়গার পরিবেশের বহন ক্ষমতা বলে।

(xiii) শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা (R.S.P.M.)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?

উত্তরঃ শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক পরিমাণ ১৫০ মাইক্রোগ্রাম / ঘনমিটার।

(xiv) ‘মন্ট্রিল চুক্তি’ কোন্ সালে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর মন্ট্রিল চুক্তি সাক্ষরিত হয়।

অথবা,

ম্যানগ্রোভ’ কাকে বলে ?

উত্তরঃ সমুদ্রে তীরবর্তী লবণাক্ত পরিবেশে জন্মানো বাদাবন গঠনকারী উদ্ভিদগোষ্ঠীকে ম্যানগ্রোভ বলা হয়।

(xv) জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনা’-র মুখ্য উদ্দেশ্য কী ?

উত্তরঃ জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হল বন্যপ্রাণীদের শিকার বন্ধ করে তাদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করা এবং প্রজননের মাধ্যমে বংশবিস্তার ঘটানো।

অথবা,

বটগাছের বৈজ্ঞানিক নাম কী ?

উত্তরঃ বট গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘ফিকাস বেঙ্গালেনসিস’।

(xvi) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত ?

উত্তরঃ 48 টি

অথবা,

প্রবাল প্রাচীর কাকে বলে ?

উত্তরঃ সমুদ্রে দলবদ্ধভাবে উপস্থিত প্রবালকীটের মৃতদেহ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন আকৃতির যে দীর্ঘ প্রাচীর গঠিত হয় তাকে প্রবাল প্রাচীর বলে।

 

Leave a Reply