West bengal board madhyamik geography mcq test | মাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট
Geography MCQ Test -2
GEOGRAPHY
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪
১.১ ভূপৃষ্ঠের সমতিলীকরণ প্রক্রিয়াকে বলে—
(ক) পুঞ্জিতক্ষয় (খ) অবরোহন
(গ) আরোহণ (ঘ) পর্যায়ন।
উত্তরঃ (ঘ) পর্যায়ন।
১.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে—
(ক) জলবিভাজিকা (খ) দোয়াব
(গ) উপত্যকা (ঘ) খাঁড়ি।
উত্তরঃ (খ) দোয়াব।
১.৩ সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে—
(ক) রসেমতানে (খ) সার্ক (গ) ড্রামলিন
(ঘ) ফিয়র্ড।
উত্তরঃ (ঘ) ফিয়র্ড।
১.৪ বায়ুমণ্ডলের কোন স্তরটি মেরুজ্যোতি সৃষ্টির কারণ—
(ক) আয়নোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার (ঘ) স্ট্রাটোস্ফিয়ার।
উত্তরঃ (ক) আয়নোস্ফিয়ার।
১.৫ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলে—
(ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) তাইফু।
উত্তরঃ (ক) হ্যারিকেন।
১.৬ যে অবস্থানে চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায় অবস্থান করে তাকে বলে—
(ক) অ্যাপোজি (খ) পেরিজি
(গ) প্রক্সিজিয়ান (ঘ) সিজিগি।
উত্তরঃ (ঘ) সিজিগি।
১.৭ দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতিটি হলো—
(ক) কম্পোস্টিং (খ) স্ক্রাবার (গ) ব্যাগাসি (ঘ) ম্যানিওর পিট।
উত্তরঃ (খ) স্ক্রাবার।
১.৮ যে গিরিপথটি শ্রীনগর ও জম্মুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে—
(ক) সিপকিলা (খ) জোজিলা (গ) বানিহাল (ঘ) নাথুলা।
উত্তরঃ (গ) বানিহাল।
১.৯ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে—
(ক) মালাবার (খ) কঙ্কন (গ) করমণ্ডল
(ঘ) উত্তর সরকার।
উত্তরঃ (খ) কঙ্কন।
১.১০ গোদাবরী ও কৃষ্ণা নদীর বন্ধী অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল—
(ক) চিলকা (খ) কোলেরু (গ) পুলিকট
(ঘ) ভেম্বানাদ।
উত্তরঃ (খ) কোলেরু।
১.১১ ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে—
(ক) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য
(খ) চিরহরিৎ অরণ্য
(গ) পার্বত্য অরণ্য
(ঘ) ম্যানগ্রোভ অরণ্য।
উত্তরঃ (ক) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য।
১.১২ চেন্নাই-এর টাইডেল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হল—
(ক) পেট্রোরাসায়নিক শিল্প
(খ) লৌহ ইস্পাত শিল্প
(গ) কার্পাস বস্ত্রবয়ন শিল্প
(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প।
উত্তরঃ (ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প।
১.১৩ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হল—
(ক) পশ্চিমবঙ্গ (খ) মহারাষ্ট্র (গ) হরিয়ানা (ঘ) তামিলনাড়ু।
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু।
১.১৪. উপগ্রহ চিত্রের ছদ্ম রঙে লাল রং-এ চেনা যায়—
(ক) সবুজ উদ্ভিদ (খ) জনবসতি
(গ) রাস্তাঘাট (ঘ) পতিত জমি।
উত্তরঃ (ক) সবুজ উদ্ভিদ।