মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 : আগামী ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে ? কোন দিন কী কী পরীক্ষা হবে ? ক’টা থেকে পরীক্ষা শুরু হবে, বিস্তারিত তথ্য পাবেন আজকের এই পোস্টে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে 19 মে, 2023 ।
মাধ্যমিক রুটিন ২০২৪ (Madhyamik Routine 2024)
তারিখ | বিষয় |
2 ফেব্রুয়ারি, শুক্রবার | প্রথম ভাষা |
3 ফেব্রুয়ারি, শনিবার | দ্বিতীয় ভাষা |
5 ফেব্রুয়ারি, সোমবার | ইতিহাস |
6 ফেব্রুয়ারি, মঙ্গলবার | ভূগোল |
8 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার | গণিত |
9 ফেব্রুয়ারি, শুক্রবার | জীবন বিজ্ঞান |
10 ফেব্রুয়ারি, শনিবার | ভৌত বিজ্ঞান |
12 ফেব্রুয়ারি, সোমবার | ঐচ্ছিক বিষয় |
মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে ?
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। পরীক্ষার সময়সীমা ৩ ঘন্টা ১৫ মিনিট। পরীক্ষা হবে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩ টা পর্যন্ত। পরীক্ষার হলে প্রশ্ন দেওয়া হবে ১১ টা ৪৫ মিনিটে, উত্তরপত্র দেওয়া হবে ১১টা ৫৫ মিনিটে। প্রশ্নপত্র পড়া এবং নাম রোল নাম্বার কোড নাম্বার লেখার জন্য 15 মিনিট সময় পাবে। ঠিক দুপুর 12 টায় ঘন্টা বাজবে, তারপর উত্তর লেখা শুরু করতে হবে।
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
বোর্ড (Board) | মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষা শুরু | 2 ফেব্রুয়ারি, 2024 |
পরীক্ষা শেষ | 12 ফেব্রুয়ারি, 2023 |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbbse.wb.gov.in |
মাধ্যমিক পরীক্ষার রুটিন কীভাবে ডাউনলোড করবেন ?
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নীচের বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। কবে কী কী পরীক্ষা হবে, বিস্তারিত জেনে নিন।
WBBSE Madhyamik Routine 2024 PDF Download Link—