WBCHSE Geography Online MCQ Mock Test-4 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৪
HS Geography Online Mock Test, Prosnodekho.com
WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর সঠিক উত্তর লেখো: 1×21=21
(i) ভূঅভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা –
(a) ভাডোসপ্তর (b) অ্যাকুইফার
(c) অ্যাকুইক্রুড (d) সবগুলোই ঠিক।
উত্তরঃ (a) ভাডোসপ্তর
(ii) ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে-
(a) ল্যাপিস (b) ক্লিন্টস (c) কার্স্ট জানালা (d) পোনরস।
উত্তরঃ (a) ল্যাপিস
(iii) ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হল-
(a) উত্থিত (b) অবনত (c) যৌগিক
(d) প্রশমিত উপকূল।
উত্তরঃ (b) অবনত
(iv) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমল্লায় ভূমিতে গঠিত হয়-
(a) ইনসেল বার্জ (b) মোনাডনক
(c) বাজানা (d) নদীমঞ্চ।
উত্তরঃ (b) মোনাডনক
(v) পাখির পালকের মতো দেখতে নদী নকসাকে বলে-
(a) বৃক্ষরূপী (b) জাফরিরূপী
(c) পিনেট আকৃতি (d) বিপরানদী।
উত্তরঃ (c) পিনেট আকৃতি
(vi) মৃত্তিকার A ও B স্তরকে একত্রে বলা হয়-
(a) রেগোলিথ (b) পরিলেখ (c) ক্যাটেনা
(d) সোলাম।
উত্তরঃ (d) সোলাম।
(vii) নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হল-
(a) এন্টিসল (b) অ্যান্ডিসল (c) আলটিসল (d) আসফিসল।
উত্তরঃ (a) এন্টিসল
(viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হল-
(a) উষ্ণ সীমান্ত (b) শীতল সীমান্ত
(c) চক্ষু (d) দেওয়াল।
উত্তরঃ (c) চক্ষু
(ix) বায়ুমণ্ডলে সমোফতল ও সমচাপতল সমান্তরালে হলে তা হল-
(a) ব্যারোট্রপিক (b) ব্যারোক্লিনিক
(c) জেটবায়ু (d) রসবিতরঙ্গ।
উত্তরঃ (a) ব্যারোট্রপিক
(x) বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোশটি হল-
(a) হ্যাডলি (b) ফেরেল (c) মেরু
(d) অঙ্কুশন কোশ।
উত্তরঃ (b) ফেরেল
(xi) পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়-
(a) মেরু অঞ্চলে (b) ক্রান্তীয় অঞ্চলে
(c) নিরক্ষীয় অঞ্চলে (d) মরু অঞ্চলে।
উত্তরঃ (c) নিরক্ষীয় অঞ্চলে
(xii) ভূমিক্ষয় কি ধরনের দুর্যোগ-
(a) প্রাকৃতিক (b) আধা প্রাকৃতিক
(c) মানবিক (d) অতি প্রাকৃতিক।
উত্তরঃ (a) প্রাকৃতিক
(xiii) জলসেচের সুবিধা যুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে-
(a) আর্দ্র কৃষি (b) শুষ্ক কৃষি (c) সেচন কৃষি (d) উদ্যান কৃষি।
উত্তরঃ (c) সেচন কৃষি
(xiv) স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হল-
(a) আরবীয় কফি (b) রোবাষ্টা কফি
(c) লাইবেরীয় কফি (d) জ্যামাইকান কফি।
উত্তরঃ (a) আরবীয় কফি
(xv) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে-
(a) কলকাতা (b) দুর্গাপুর (c) হলদিয়া
(d) আসানসোল-এ।
উত্তরঃ (c) হলদিয়া
(xvi) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম-
(a) উত্তরপ্রদেশ (b) মহারাষ্ট্র (c) পশ্চিমবঙ্গ (d) তামিলনাডু।
উত্তরঃ (c) পশ্চিমবঙ্গ
(xvii) 24×7 উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল-
(a) মোটর গাড়ি (b) তথ্যপ্রযুক্তি
(c) ইঞ্জিনিয়ারিং (d) যানবাহন শিল্প।
উত্তরঃ (b) তথ্যপ্রযুক্তি
(xviii) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল-
(a) NH-44 (b) NH-2 (c) NH-60
(d) NH-23 ।
উত্তরঃ (a) NH-44
(xix) গ্রামীণ বসতির বেশির ভাগ মানুষ নিযুক্ত থাকে-
(a) শিল্পকর্মে (b) পর্যটন শিল্পে
(c) কৃষি কাজে (d) ব্যবসা বাণিজ্যে।
উত্তরঃ (c) কৃষি কাজে
(xx) ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে-
(a) 2000 সালে (b) 2001 সালে
(c) 2002 সালে (d) 2003 সালে।
উত্তরঃ (a) 2000 সালে
(xxi) একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হল-
(a) ভারত (b) চীন (c) ইতালি (d) সুইডেন।
উত্তরঃ (d) সুইডেন।