রাজ্যের DM অফিসে সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ ২০২৪
»Advt No– 1840/DM/SW/UD/Recruitment/2023
পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে একই সঙ্গে সোশ্যাল ওয়ার্কার সহ বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল, সাথে অফিসিয়াল নোটিশটি দেওয়া হল।
» পদের নাম– Social worker
» মোট শূন্যপদ– ০৩
» শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
» বয়সসীমা– আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় আছে। ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
» আবেদন পদ্ধতি– অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.uttardinajpur.gov.in থেকে অনলাইন এ আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে।
» আবেদন ফি– প্রার্থীদের আবেদন ফি হিসেবে কোনো টাকা দিতে হবে না।
» মাসিক বেতন – ১৮৫৩৬ /- টাকা।
» আবেদনের শেষ তারিখ– ২২শে জানুয়ারী, ২০২৪।
Official Notification– Download Now