HS Bengali Exam Mock Test Set-3 WBCHSE | উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষা মক্ টেস্ট দ্বাদশ শ্রেণি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com



HS Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। পরীক্ষার্থীরা যদি MCQ প্রশ্নে সম্পূর্ণ নম্বর তুলতে চায়, তার একমাত্র বিকল্প হলো অনলাইন মক্ টেস্ট। বাংলা প্রশ্ন পত্রে ‘অথবা’ সহ মোট ২২টি প্রশ্ন থাকে। 18 টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

HS Bengali Mock Test- 3

1 / 23

১.১ মেজো আর ছোটোর জন্য বারোমাস যে চাল রান্না হয়—

 

2 / 23

১.২ ‘ভাত' গল্পের নদীর নাম—

 

3 / 23

১.৩ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা' কথাটা বলেছে—

 

4 / 23

১.৪ ‘ভারতবর্ষ’ গল্পের লেখক—

 

5 / 23

১.৫ ‘শ্বশুরের ক্যানসার হয়েছে—

 

6 / 23

১.৬ ‘আকাশের দিকে তাকিয়ে কবি যা চেয়েছেন—

 

7 / 23

১.৭ ‘আমি দেখি’ কবিতায় কবি যেখানে বহুদিন আছেন—

 

8 / 23

১.৮ ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি ক্লান্তির উপরে যা ঝরার কথা বলেছেন—

 

9 / 23

১.৯ ‘পথিক’ নাটকটির রচয়িতা—

 

10 / 23

অথবা, ‘সাজাহান’– নাটকের রচয়িতা—

 

11 / 23

১.১০ শম্ভু মিত্রের মতানুযায়ী কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়—

 

12 / 23

অথবা, ‘মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল—

 

13 / 23

১.১১ ‘বিভাব' নাটকে দাতাকর্ণ বলতে যাকে বোঝানো হয়েছে—

 

14 / 23

অথবা, ‘রাজনীতি বড় কূট’— বক্তা হলেন—

 

15 / 23

১.১২ ‘এই দেখো আবার মিছিল আসছে'— বক্তা হলেন–

 

16 / 23

অথবা, ‘আর মনটা ছিলো দারুণ ভালো’– কার কথা বলা হয়েছে‌ ?

17 / 23

১.১৩ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন—

18 / 23

অথবা, ‘উনি রীতিমত হতভম্ভ’—‘উনি’ হলেন—

19 / 23

১.১৪ ‘অবনীনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি—

 

20 / 23

১.১৫ ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন—

 

21 / 23

১.১৬ কুস্তিগির গোবর গুহ এর প্রকৃত নাম—

 

22 / 23

১.১৭ ফোন শব্দটি হ'ল—

 

23 / 23

১.১৮ অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় –

Your score is

The average score is 69%

0%

১. সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১×১৮=১৮

১.১ মেজো আর ছোটোর জন্য বারোমাস যে চাল রান্না হয়—
(ক) মোটা সাপটা চাল (খ) কনকপানি
(গ) পদ্মজালি, (ঘ) ঝিঙেশাল

উত্তরঃ (গ) পদ্মজালি।

১.২ ‘ভাত’ গল্পের নদীর নাম—
(ক) মধুমতী (খ) মাতলা
(গ) গঙ্গা (ঘ) মহানন্দা

উত্তরঃ (খ) মাতলা।

১.৩ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’ কথাটা বলেছে—
(ক) চাওলা জগা (খ) ভট্‌চাজমশাই
(গ) মোল্লাসাহেব (ঘ) নিবারণ

উত্তরঃ (ক) চাওলা জগা।

১.৪ ‘ভারতবর্ষ’ গল্পের লেখক—
(ক) সৈয়দ আলাওল
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) সৈয়দ মুস্তাফা সিরাজ
(ঘ) আশাপূর্ণা দেবী।

উত্তরঃ (গ) সৈয়দ মুস্তাফা সিরাজ।

১.৫ ‘শ্বশুরের ক্যানসার হয়েছে—
(ক) লিভারে (খ) রক্তে
(গ) হাড়ে (ঘ) কিডনিতে

উত্তরঃ (ক) লিভারে।

১.৬ ‘আকাশের দিকে তাকিয়ে কবি যা চেয়েছেন—
(ক) জল (খ) ভালোবাসা
(গ) বিধির আশীর্বাদ (ঘ) বিধির বিচার

উত্তরঃ (ঘ) বিধির বিচার।

১.৭ ‘আমি দেখি’ কবিতায় কবি যেখানে বহুদিন আছেন—
(ক) শহরে (খ) গ্রামে
(গ) মাঠে ঘাটে (ঘ) বিদেশে

উত্তরঃ (ক) শহরে।

১.৮ ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি ক্লান্তির উপরে যা ঝরার কথা বলেছেন—
(ক) মহুয়া ফল, (খ) মহুয়া ফুল,
(গ) মহুয়া গাছের ছায়া (ঘ) সূর্যের আলো।

উত্তরঃ (খ) মহুয়া ফুল।

১.৯ ‘পথিক’ নাটকটির রচয়িতা—
(ক) তুলসী লাহিড়ি (খ) রবীন্দ্রনাথ
(গ) ডি এল রায় (ঘ) বিজন ভট্টাচার্য

উত্তরঃ (ক) তুলসী লাহিড়ি।

অথবা, ‘সাজাহান’– নাটকের রচয়িতা—
(ক) ডি.এল. রায় (খ) মন্মথ রায়
(গ) সুকুমার (ঘ) বিজন ভট্টাচার্য

উত্তরঃ (ক) ডি.এল. রায়।

১.১০ শম্ভু মিত্রের মতানুযায়ী কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়—
(ক) ৩১ ইঞ্চি (খ) ৩২ ইঞ্চি
(গ) ৩৩ ইঞ্চি (ঘ) ৩৪ ইঞি

উত্তরঃ (খ) ৩২ ইঞ্চি।

অথবা, ‘মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল—
(ক) আলমগির (খ) সাজাহান
(গ) দিলদার (ঘ) বক্তিয়ার

উত্তরঃ (ক) আলমগির।

১.১১ ‘বিভাব’ নাটকে দাতাকর্ণ বলতে যাকে বোঝানো হয়েছে—
(ক) তৃপ্তি মিত্ৰ (খ) অমর গাঙ্গুলী
(গ) শম্ভু মিত্র (ঘ) সার্জেন্ট।

উত্তরঃ (খ) অমর গাঙ্গুলী।

অথবা, ‘রাজনীতি বড় কূট’— বক্তা হলেন—
(ক) রজনী (খ) মহম্মদ
(গ) কালীনাথ (ঘ) কিংলিয়র

উত্তরঃ (ক) রজনী।

১.১২ ‘এই দেখো আবার মিছিল আসছে’— বক্তা হলেন–
(ক) শম্ভু মিত্র (খ) অমর গাঙ্গুলী
(গ) তৃপ্তি মিত্র (ঘ) সার্জেন্ট।

উত্তরঃ (ক) শম্ভু মিত্র।

অথবা, ‘আর মনটা ছিলো দারুণ ভালো’– কার কথা বলা হয়েছে‌ ?
(ক) ছেলেটির (খ) বুড়িটির
(গ) নাতিটির (ঘ) মেয়েটির।

উত্তরঃ (ঘ) মেয়েটির।

১.১৩ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন— (ক) শঙ্খ ঘোষ (খ) শম্ভু মিত্র
(গ) শক্তি চট্টোপাধ্যায় (ঘ) অনিন্দ্য সৌরভ

উত্তরঃ (ক) শঙ্খ ঘোষ।

অথবা, ‘উনি রীতিমত হতভম্ভ’—‘উনি’ হলেন—
(ক) বলী কান্ধারী (খ) বলী গান্ধারী
(গ) গুরু নানক (ঘ) মর্দানা

উত্তরঃ (ক) বলী কান্ধারী।

১.১৪ ‘অবনীনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি—
(ক) টুয়েলভ ইংক স্কেচেস (খ) হলকর্ষণ
(গ) শ্বেত অভিসারিকা (ঘ) উন্ডস

উত্তরঃ (গ) শ্বেত অভিসারিকা।

১.১৫ ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন—
(ক) রসিকলাল দত্ত
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী,
(গ) হেমেন্দ্ৰমোহন বসু
(ঘ) সুকুমার রায়

উত্তরঃ (ঘ) সুকুমার রায়।

১.১৬ কুস্তিগির গোবর গুহ এর প্রকৃত নাম—
(ক) রামচরণ গুহ (খ) অম্বিকাচরন গুহ
(গ) যতীন্দ্রচরণ গুহ (ঘ) ক্ষেত্রমোহন গুহ

উত্তরঃ (গ) যতীন্দ্রচরণ গুহ।

১.১৭ ফোন শব্দটি হ’ল—
(ক) ক্লিপিংস-এর উদহারণ
(খ) মুন্ডমাল এর উদাহরণ
(গ) বিকল্পনের উদাহরণ
(ঘ) ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ

উত্তরঃ (ক) ক্লিপিংস-এর উদহারণ।

১.১৮ অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় –
(ক) মূল ধ্বনি (খ) বাগধ্বনি
(গ) ‘কণ্ঠ্যধ্বনি (ঘ) শব্দধ্বনি

উত্তরঃ (খ) বাগধ্বনি।

This Post Has One Comment

Leave a Reply