WBCHSE Class 11 Economics Question Paper 2016 with Answer | একাদশ শ্রেণি অর্থনীতি প্রশ্নপত্র ২০১৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

New Syllabus
ECONOMICS
(2016)

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

* Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

GROUP – A

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10

সঠিক উত্তরটি নির্বাচন করো:

(a) নীচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয় ?
(i) ব্যক্তিগত সম্পত্তি
(ii) বাণিজ্যচক্রের উপস্থিতি
(iii) সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব
(iv) দাম ব্যবস্থা।

উত্তরঃ (iii) সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব

(b) সমাজে আয় বৈষম্য দূর করতে পারে
(i) অধোগতিশীল কর
(ii) প্রগতিশীল কর
(iii) সমানুপাতিক কর
(iv) জরিমানা

উত্তরঃ (ii) প্রগতিশীল কর

(c) নীচের কোনটি অর্থনৈতিক সম্প্রসারণের উৎস নয় ?
(i) শ্রমশক্তি (ii) প্রযুক্তি (iii) দারিদ্র্য
(iv) মানবিক মূলধন।

উত্তরঃ (iii) দারিদ্র্য

(d) বাণিজ্যচক্রের চরম মন্দার পরবর্তী পর্যায়টি হল
(i) চরম সমৃদ্ধি (ii) পুনরুত্থান
(iii) মন্দাজনিত অবস্থা (iv) কোনোটিই নয়।

উত্তরঃ (ii) পুনরুত্থান

(e) নীচের কোনটি রাজ্য সরকারের কর রাজস্বের উৎস ?
(i) অ-কৃষি আয়কর
(ii) কোম্পানি কর
(iii) পরিসেবা
(iv) VAT

উত্তরঃ (iv) VAT

(f) কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হল
(i) ব্যাংক রেট
(ii) নগদ মার্জিন পরিবর্তন
(iii) খোলা বাজারের কার্যকলাপ
(iv) পরিবর্তনীয় নগদ রিজার্ভ অনুপাত।

উত্তরঃ (ii) নগদ মার্জিন পরিবর্তন

(g) অংশীদারি কারবারে ন্যূনতম সদস্য সংখ্যা হল
(i) 5 (ii) 3 (iii) 2 (iv) 20

উত্তরঃ (iii) 2

(h) যখন উপাদানের দাম ______ থাকে, তখন উপাদানের গড় ব্যয় (AFC) এবং উপাদানের প্রান্তিক ব্যয় (MFC) পরস্পর সমান হয়।
(i) ক্রমবর্ধমান
(ii) স্থির
(iii) ক্রমহ্রাসমান
(iv) পরিবর্তনশীল

উত্তরঃ (ii) স্থির

(i) 7, 8, 9, 8, 10, 8, 9, 12 – এই সংখ্যাগুলির মোড বা সংখ্যাগুরু মান কত ?
(i) 8 (ii) 12 (iii) 9 (iv) 10

উত্তরঃ (i) 8

(j) ভারতে নয়া শিল্পনীতি ঘোষিত হয়
(i) 1948 সালে (ii) 1991 সালে
(iii) 1956 সালে (iv) 1981 সালে।

উত্তরঃ (ii) 1991 সালে

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×10=10

(a) শূন্যস্থান পুরণ করো:

আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদন হল ________ সৃষ্টি করা।

উত্তরঃ উপযোগিতা

অথবা,

উৎপাদনের উৎপাদিত উপাদানটি হল________ ।

উত্তরঃ মূলধন

(b) সত্য না মিথ্যা লেখো:

অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ দাম-মুনাফা প্রক্রিয়াকে অদৃশ্য বস্তু নামে উল্লেখ করেছেন।

উত্তরঃ মিথ্যা

(c) শূন্যস্থান পুরণ করো:

________ দ্রব্যের কোনো বাজারের অস্তিত্ব থাকে না।

উত্তরঃ সামাজিক

অথবা,

পরিবেশ দূষণের জন্য যে কর ধার্য করা হয়, তাকে বলে ________ ।

উত্তরঃ দূষণ কর।

(d) সত্য না মিথ্যা লেখো:

কর হল দু-প্রকারের, প্রত্যক্ষ কর ও অধোগতিশীল কর।

উত্তরঃ মিথ্যা।

(e) শূন্যস্থান পুরণ করো:

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)- এর সকল হিসাব ________ নামক মুদ্রায় প্রকাশ করা হয়।

উত্তরঃ SDR

অথবা,

________ সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে।

উত্তরঃ অর্থ

(f) সত্য না মিথ্যা লেখো:

যৌথ মূলধনি কারবারের একটি অসুবিধা হল বৃহদায়তন উৎপাদন সংগঠিত করা যায় না।

উত্তরঃ মিথ্যা

অথবা,

যৌথ মূলধনি কোম্পানির মূলধনের একটি উৎস হল শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ।

উত্তরঃ সত্যা।

(g) সত্য না মিথ্যা লেখো:

উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে হলে উপাদানের পরিমাণ হ্রাসের প্রয়োজন হয়।

উত্তরঃ মিথ্যা

(h) 44, 52, 40, 58, 67,353 62 । সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো।

উত্তরঃ 52

(i) শূন্যস্থান পূরণ করো:

রাশিমালায় রেখাচিত্রে দুটি অক্ষ থাকে, একটি _______ অক্ষ ও অপরটি ______
অক্ষ।

উত্তরঃ অনুভূমিক, উল্লম্ব।

(j) একটি সরকারি কর্পোরেশনের নাম লেখো।

উত্তরঃ DVC

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×10=20

(a) সাধারণ সম্পত্তি সম্পদ বলতে কী বোঝ ?

অথবা,

বাজার অর্থনীতির দুটি সুবিধা লেখো।

(b) অর্থনৈতিক সম্প্রসারণের দুটি উৎসের উল্লেখ করো।

(c) বাণিজ্যচক্রের চারটি পর্যায়ের নাম লেখো।

অথবা,

স্বল্পকালীন জোগানরেখা কাকে বলে ?

(d) সমবায় সংস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।

(c) স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে কী বোঝ ?

অথবা,

কোনো উপাদানের প্রান্তিক উৎপাদন কাকে বলে ?

(f) মধ্যমার দুটি অসুবিধার উল্লেখ করো।

অথবা,

কোনো সরলরেখার নতি বলতে কী বোঝ? [সিলেবাস বহির্ভূত ]

উত্তরঃ কোনো সরলরেখার নতি বা প্রবণতা (Slope or Gradiant) বলতে আমরা বুঝি ওই সর অনুভূমিক অক্ষের ধনাত্মক দিকে যে পরিমাণ কোণ উৎপন্ন করেছে।

(g) মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝ ?

(h) ভারতীয় অর্থনীতিতে কৃষির স্বল্প উৎপাদনশীলতার দুটি কারণ উল্লেখ করো।

(i) পশ্চিমবঙ্গের চারটি প্রধান শিল্পের নাম লেখো।

(j) মাথাপিছু আয় ও সাক্ষরতার ভিত্তিতে ভারত ও পাকিস্তানের অর্থনীতির তুলনা করো।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 5×6=30

(a) চাহিদারেখা কেন নিম্নাভিমুখী হয় তার কারণ সংক্ষেপে আলোচনা করো। 5

অথবা,

ব্যয়ের সংজ্ঞা দাও। স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। 1+4

(b) মাথাপিছু আয় বলতে কী বোঝ ? অর্থনীতিতে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 2+3

অথবা,

সূচক সংখ্যা কী ? সূচক সংখ্যা গঠনের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। 1+4

(c) অবাধ বাণিজ্য কী ? অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। 1+4

(d) নীচের দেওয়া তথ্য থেকে একটি পাইচিত্র অঙ্কন করো : নির্দিষ্ট বছরে কেন্দ্রীয় সরকারের রাজস্ব বাবদ বার্ষিক আয় (কোটি টাকায়) : 5

আয়কর    500
অন্তঃশুল্ক  590
বহিঃশুল্ক   300
শিল্প আয়কর 375
অন্যান্য উৎস 250

অথবা,

নীচের পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় নির্ণয় করো :

 

 

(e) ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টনের প্রকৃতি আলোচনা করো।

অথবা,

ভারতে আয় বৈষম্যের কারণগুলি লেখো। [সিলেবাস বহির্ভূত]

ভারতে আয় বৈষম্যের কারণ:

স্বাধীনতার পর থেকে বিভিন্ন কারণে ভারতে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

(i) বেকার সমস্যা : অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ভারতে কর্মসংস্থান সেইভাবে বাড়েনি, ফলে অনেক লোকের মধ্যে নতুন সৃষ্ট আয় বন্টিত হয়নি।

(ii) কর ফাঁকি : ধনী ব্যক্তিদের কর ফাঁকির ফলেও আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

(iii) মুদ্রাস্ফীতি : মুদ্রাস্ফীতির সময় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মজুরি বিশেষ বাড়ে না, আয় বৈষম্য বৃদ্ধির এটিও একটি বড়ো কারণ।

(iv) ধনতান্ত্রিক বিকাশ : ভারতীয় অর্থনীতির কাঠামো মূলত ধনতান্ত্রিক। এরুপ অর্থনীতিতে আয় বৈষম্য বৃদ্ধির একটি স্বাভাবিক প্রবণতা থাকে।

(v) সরকারের করনীতি : ভারতের করকাঠামো-য় পরোক্ষ করের গুরুত্ব খুব বেশি। এতে নিম্ন আয়ের লোকেদের ওপর করের ভার বেশি পড়ে এবং তা আয় বৈষম্য সৃষ্টি করে।

(vi) অন্যান্য কারণ: ভারতে আয় বৈষম্য বৃদ্ধির আরও কয়েকটি কারণ হল: সরকারের শিল্পনীতি, আমদানি রপ্তানি নীতি, ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ, প্রশাসনিক দুর্বলতা, রাজনীতিবিদদের অসততা প্রভৃতি।

(f) ক্ষুদ্রশিল্প কী ? ভারতের ক্ষুদ্রশিল্প ক্ষেত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 1+4

GROUP – E

5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 10×1=10

ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝ ? ভারতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 3+5

অথবা,

পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো। 10

Leave a Reply