বাড়ির কাছে আরশিনগর MCQ Test
👉Online Mock Test কেন দেবেন ?
• Exam দেওয়ার জন্য আপনি কতটা তৈরি হয়েছেন সেটা জানতে পারবেন।
• পরীক্ষার প্যাটার্নের সাথে আপনার পরিচিতি ঘটে।
• পড়াশোনার ঘাটতির বিষয়ে আপনার দুর্বলতাকে চিহ্নিত করে।
• Online Mock Test দেওয়াটা বেশ মজার এবং তার সাথে পড়া শেখার আগ্রহ বাড়িয়ে তোলে।
• নিয়মিতভাবে Mock Test দিলে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরীক্ষা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
👉Prosnodekho.com -এর Mock Test কেন দেবেন ?
• পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করা হয়।
• প্রতিদিন যখন ইচ্ছে Online Mock Test দিতে পারবেন।
• পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন প্রশ্নের Mock Test পাওয়া যায়।
• আপনার পরীক্ষার প্রস্তুতির কৌশলের অংশ হিসাবে মক্ টেস্টগুলি অত্যন্ত অপরিহার্য।
Online MCQ Mock Test
একাদশ শ্রেণি বাংলা
বাড়ির কাছে আরশিনগর
Q ➤ ১. লালন ও পড়শির মাঝে কতখানি ফাঁক ? (ক) কোটি মাইল (খ) লক্ষ যোজন (গ) লক্ষ মিটার (ঘ) হাজার যোজন
Q ➤ ২. ‘পড়শী’ কোথায় বাস করে ? (ক) রূপনগরে (খ) মায়াপুরীতে (গ) যক্ষপুরীতে (ঘ) আরশিনগরে
Q ➤ ৩. ‘পড়শী’ ছুঁলে কী হবে ? (ক) যম-যাতনা দূরে যাবে (খ) ব্যথা বেদনা দূর হবে (গ) আরোগ্য লাভ হবে (ঘ) জ্ঞানচক্ষু খুলবে
Q ➤ ৪. পড়শি কোথায়, কীভাবে বাস করে ? (ক) সে জলে থাকে (খ) সে মহাকাশে থাকে (গ) সে সর্বত্র বিরাজমান (ঘ) সে শূন্যেও থাকে আবার জলেও থাকে
Q ➤ ৫. পড়শি দেখতে কেমন ? (ক) তার হাত, পা, কাঁধ, মাথা নাই (খ) তার হাত, পা, চোখ নাই (গ) তার মাথা আছে চোখ নাই (ঘ) তার হাত, পা, কাঁধ, মাথা আছে
Q ➤ ৬. ‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি।’- এখানে ‘বেড়িয়ে’ শব্দের অর্থ হলো— (ক) পার হয়ে (খ) ঘুরে ঘুরে (গ) বেষ্টন করে (ঘ) মধ্যে খানে
Q ➤ ৭. ‘আমি একদিনও না দেখিলাম তারে’— কাকে ? (ক) মনের মানুষকে (খ) পড়শিকে (গ) পড়শির আরশীনগরকে (ঘ) আরশীনগরের পড়শিকে
Q ➤ ৮. ‘ও তার হস্ত-পদ স্কন্ধ-মাথা নাই রে !’- বলতে বোঝায়— (ক) ঈশ্বর নিরাকার (খ) ঈশ্বর সবাকার (গ) নিরাকার মানুষ (ঘ) কোনোটাই নয় ।
Q ➤ ৯. ‘সে আর লালন একখানে রয়’– সে কে ? (ক) কবির বন্ধু (খ) কবির কেউ নন (গ) সে ভগবান (ঘ) মনের মানুষ
Q ➤ ১০. ‘আমার বাড়ির কাছে আরশীনগর’ ‘আরশীনগর’ শব্দের ভাব-অর্থ হলো— (ক) দেবভূমি (খ) শহর (গ) ছবির মতো নগর (ঘ) পরিষ্কার নগর
Q ➤ ১১. বাউল শব্দটি কোথা থেকে এসেছে ? (ক) বাংলা বাতুল (খ) হিন্দি বাহুল (গ) সংস্কৃত বাতুল (ঘ) অসমীয়া বাতুল
Q ➤ ১২. বাড়ির কাছে আরশিনগর কবিতাটির লেখক— (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মাইকেল মুধুসুদন দও (গ) লালন ফকির (ঘ) কাজী নজরুল ইসলাম
Q ➤ ১৩. বাড়ির কাছে আরশিনগর কবিতাটি আসলে একটি— (ক) বাউল গান (খ) মারফতি গান (গ) কবিগান (ঘ) গজল
Q ➤ ১৪. বাড়ির কাছে আরশিনগর কবিতাটির মূল উৎস কি ? (ক) বাউল গীতিকা সংকলন (খ) লোকসাহিত্য (গ) লালন-গীতিকা (ঘ) পল্লীগীতি
Q ➤ ১৫. ‘আমি একদিনও না দেখিলাম তারে’- এখানে আমি কে ? (ক) কবি স্বয়ং (খ) পড়শি (গ) উভয়ই (ঘ) ওপরের কেউ না
Q ➤ ১৬. ‘আমি একদিনও না দেখিলাম তারে’- কবি এখানে কাকে দেখতে চেয়েছেন ? (ক) কবির মনের মানুষকে (খ) কবির বন্ধুকে (গ) কবির জীবন সঙ্গিনীকে (ঘ) কবির গুরুকে
Q ➤ ১৭. ‘আমার বাড়ির কাছে আরশিনগর’- কবি এখানে বাড়ি বলতে কী বুঝিয়েছেন ? (ক) দালান (খ) নিজের দেহ (গ) নিজের মন (ঘ) কবির পাড়া
Q ➤ ১৮. আরশিনগর বলতে কবি কী বুঝিয়েছেন ? (ক) কবির গ্রাম (খ) কবির দেহ (গ) কবির মন (ঘ) কবির পাড়া
Q ➤ ১৯. ‘আরশিনগর’ কবিতায় আরশি নগরে কে বাস করত ? (ক) কবীর মনের মানুষ (খ) কবির বন্ধু (গ) কবির জীবন সঙ্গিনী (ঘ) কবির পড়শি
Q ➤ ২০. কবি যাকে পড়শী বলেছেন সে আসলে হলেন— (ক) কবীর পরমাত্মা বা মনের মানুষ (খ) কবির বন্ধু (গ) কবির জীবন সঙ্গিনী (ঘ) কবির পিতা-মাতা
Q ➤ ২১. আরশিনগর গ্রামকে কী ঘিরে রয়েছে ? (ক) জলঙ্গ (খ) অগাধ পানি (গ) কুয়াশা (ঘ) শূন্যতা
Q ➤ ২২. ‘গ্রাম বেড়িয়ে অগাধ পানি’- এই অগাধ পানি বলতে কী বোঝানো হয়েছে ? (ক) বিরাট জলরাশি (খ) মানুষের দুঃখ কষ্ট (গ) মানুষের যাবতীয় বিষয়বাসনা (ঘ) বন্যার জল
Q ➤ ২৩. ‘আমি বাঞ্ছা করি দেখবো তারি’ কাকে দেখার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ? (ক) কবীর পড়শিকে (খ) কবির বন্ধুকে (গ) কবির জীবন সঙ্গিনীকে (ঘ) কবির গুরুকে
Q ➤ ২৪. ‘আরশি’ শব্দটির আক্ষরিক অর্থ কী ? (ক) গ্রাম (খ) আয়না (গ) পরমপুরুষ (ঘ) আকাশ
Q ➤ ২৫. “ও তার নাই কিনারা”— এই কিনারা না থাকা যার ইঙ্গিত দেয়, তা হল— (ক) সীমাহীন বিষয়বাসনা (খ) নদীর অথই জলরাশি (গ) মানবজীবনের অনিশ্চয়তা (ঘ) রাষ্ট্রীয় ও সামাজিক অত্যাচারের তীব্রতা।
Q ➤ ২৬. “নাই তরণী পারে”—‘তরণী’র অন্তর্নিহিত অর্থ হল— (ক) অগাধ জলরাশি পেরোনোর জলযান (খ) ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থা (গ) পরপারে যাওয়ার অবলম্বন (ঘ) আরাধ্যের কাছে পৌঁছোনোর বাধা অতিক্রমণের উপকরণ