WBCHSE HS Bengali Online MCQ Mock Test-6 | উচ্চমাধ্যমিক বাংলা অনলাইন মক্‌ টেস্ট-৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

HS Bengali MCQ Test-6

1 / 22

১.১ “মৃত্যুঞ্জয়’-এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো”- অনুমান করল–

2 / 22

১.২ বুড়ো কর্তার জন্য শরবত বানানো হত–

3 / 22

১.৩ বড়ো বাড়িতে নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খায়–

4 / 22

১.৪ “উঁকি মেরে সব দেখেশুনে বললেন- অসম্ভব।”– কে উঁকি মেরেছিলেন ?

5 / 22

১.৫ “দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল।” -কারণ–

6 / 22

১.৬ রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ? (H.S – 22, 19, 15)

7 / 22

১.৭ “অবসন্ন মানুষের শরীরে দেখি”- (H.S – 15)

8 / 22

১.৮ সবুজের অনটন ঘটে- (H.S – 16)

9 / 22

১.৯ “সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর”- তার রং কীসের মতো হয়ে গেছে ?

10 / 22

১.১০ “The night is calling me-me-me” – সংলাপটি কার লেখা ?

11 / 22

অথবা, ‘Life’s but walking shadow’– এই সংলাপটি যে নাটকের সেটি হল–

12 / 22

১.১১ হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়–

13 / 22

অথবা, রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সে-ই, যে–

14 / 22

১.১২ ‘তার নীচ দিয়েই তো একটা রাস্তা আছে’- রাস্তার নাম–

15 / 22

অথবা, ‘আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ’- বক্তা হলেন–

16 / 22

১.১৩ সাত বছরের যুদ্ধ জিতেছিল– (H.S – 16)

17 / 22

অথবা, সাকা হলেই যা অনিবার্য ছিল–

18 / 22

১.১৪ প্রথম ‘কয়্যার’ সঙ্গীতের প্রবর্তক হলেন–

19 / 22

১.১৫ ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’- কে প্রতিষ্ঠা করেন ?

20 / 22

১.১৬ ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে কে পরিচিত ছিলেন ?

21 / 22

১.১৭ পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, সেই প্রক্রিয়ার নাম–

22 / 22

১.১৮ ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমানে গাং’ শব্দের অর্থ ‘যে কোনো নদী’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?

Your score is

The average score is 73%

0%

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১×১৮ = ১৮

১.১ “মৃত্যুঞ্জয়’-এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো”- অনুমান করল–
(ক) তার শরীর ভালো নেই
(খ) তার উপর সে রাগ করে আছে
(গ) তার মন ভালো নেই
(ঘ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

উত্তরঃ (ঘ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

১.২ বুড়ো কর্তার জন্য শরবত বানানো হত–
(ক) দই-চিনি দিয়ে
(খ) দই-বরফ দিয়ে
(গ) ইসবগুল-চিনি দিয়ে
(ঘ) দই-ইসবগুল দিয়ে

উত্তরঃ (ঘ) দই-ইসবগুল দিয়ে।

১.৩ বড়ো বাড়িতে নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খায়–
(ক) কনকপানি চালের ভাত
(খ) ঝিঙেশাল চালের ভাত
(গ) রামশাল চালের ভাত
(ঘ) পদ্মজালি চালের ভাত

উত্তরঃ (খ) ঝিঙেশাল চালের ভাত

১.৪ “উঁকি মেরে সব দেখেশুনে বললেন- অসম্ভব।”– কে উঁকি মেরেছিলেন ?
(ক) করিম ফরাজি (খ) নিবারণ বাগদি
(গ) ভট্‌চাজমশাই (ঘ) ফজলু সেখ

উত্তরঃ (গ) ভট্‌চাজমশাই

১.৫ “দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল।” -কারণ–
(ক) গ্রামের বাজারে বিদ্যুৎ নেই
(খ) রাত ন’টা বেজে গেছে
(গ) হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে
(ঘ) বিভিন্ন দল ধর্মঘট ডেকেছে

উত্তরঃ (গ) হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে

১.৬ রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন ? (H.S – 22, 19, 15)
(ক) আপনার রূপ
(খ) শহীদের আত্মদান
(গ) শোষকের অত্যাচার
(ঘ) সম্প্রীতির চেহারা

উত্তরঃ (ক) আপনার রূপ

১.৭ “অবসন্ন মানুষের শরীরে দেখি”- (H.S – 15)
(ক) পোড়া দাগ (খ) ধুলোর কলঙ্ক
(গ) চাঁদের কলঙ্ক (ঘ) অপমানের কলঙ্ক

উত্তরঃ (খ) ধুলোর কলঙ্ক

১.৮ সবুজের অনটন ঘটে— (H.S – 16)
(ক) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
(খ) অনাবৃষ্টির ফলে
(গ) অভিজ্ঞ মালি নেই বলে
(ঘ) শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে

উত্তরঃ (ঘ) শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে

১.৯ “সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর”- তার রং কীসের মতো হয়ে গেছে ?
(ক) শুকনো পাতার ধূসর ইচ্ছার মতো
(খ) কচি বাতাবি লেবুর মতো সবুজ
(গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো
(ঘ) নীল আকাশের মরাচাঁদের আলোর মতো

উত্তরঃ (গ) রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো

১.১০ “The night is calling me-me-me” – সংলাপটি কার লেখা ?
(ক) বার্নাড শ (খ) শেলী (গ) শেক্সপীয়র
(ঘ) বায়রন

উত্তরঃ (ক) বার্নাড শ

অথবা, ‘Life’s but walking shadow’– এই সংলাপটি যে নাটকের সেটি হল–
(ক) ম্যাকবেথ (খ) কিংলিয়ার (গ) হ্যামলেট
(ঘ) ওথেলো

উত্তরঃ (ক) ম্যাকবেথ

১.১১ হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়–
(ক) চাল চাই, কাপড় চাই
(খ) অন্ন চাই, গৃহ চাই
(গ) ফ্যান চাই, ভাত চাই
(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ (ক) চাল চাই, কাপড় চাই

অথবা, রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সে-ই, যে–
(ক) পৃথিবীকে ভালোবাসে
(খ) শিল্পকে ভালোবাসে
(গ) শিল্পীকে ভালোবাসে
(ঘ) নাটককে ভালোবাসে

উত্তরঃ (খ) শিল্পকে ভালোবাসে

১.১২ ‘তার নীচ দিয়েই তো একটা রাস্তা আছে’- রাস্তার নাম–
(ক) মনি সমাদ্দার লেন
(খ) মহাত্মা গান্ধী লেন
(গ) রিপন স্ট্রিট
(ঘ) বিডন স্ট্রিট

উত্তরঃ (ক) মনি সমাদ্দার লেন

অথবা, ‘আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ’- বক্তা হলেন–
(ক) কালীনাথ
(খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
(গ) ঔরঙ্গজেব
(ঘ) রামব্রীজ

উত্তরঃ (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়

১.১৩ সাত বছরের যুদ্ধ জিতেছিল– (H.S – 16)
(ক) আলেকজান্ডার (খ) সিজার
(গ) দ্বিতীয় ফ্রেডারিক (ঘ) ফিলিপ

উত্তরঃ (গ) দ্বিতীয় ফ্রেডারিক

অথবা, সাকা হলেই যা অনিবার্য ছিল–
(ক) প্রার্থনা (খ) অরন্ধন (গ) সত্যাগ্রহ
(ঘ) উপবাস

উত্তরঃ (খ) অরন্ধন

১.১৪ প্রথম ‘কয়্যার’ সঙ্গীতের প্রবর্তক হলেন–
(ক) সলিল চৌধুরী
(খ) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(গ) শচীন দেববর্মন
(ঘ) জগন্ময় মিত্র

উত্তরঃ (ক) সলিল চৌধুরী

১.১৫ ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’- কে প্রতিষ্ঠা করেন ?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) যামিনী রায়

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

১.১৬ ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে কে পরিচিত ছিলেন ?
(ক) পি এম বাগচি
(খ) প্রমথনাথ বসু
(গ) বিপিনবিহারী দাস
(ঘ) হেমেন্দ্রমোহন বসু

উত্তরঃ (গ) বিপিনবিহারী দাস

১.১৭ পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, সেই প্রক্রিয়ার নাম–
(ক) সন্ধি (খ) সমাস (গ) প্রত্যয় (ঘ) কারক

উত্তরঃ (খ) সমাস

১.১৮ ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমানে গাং’ শব্দের অর্থ ‘যে কোনো নদী’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা ?
(ক) শব্দার্থের প্রসার
(খ) শব্দার্থের সংকোচ
(গ) শব্দার্থের অবনতি
(ঘ) শব্দার্থের রূপান্তর

উত্তরঃ (ক) শব্দার্থের প্রসার

Leave a Reply