HS Bengali Online Mock Test, Prosnodekho.com
WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১×১৮ = ১৮
১.১ মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিল বিয়ে করেছে–
(ক) ২ বছর (খ) ১০ বছর (গ) ৬ বছর
(ঘ) ১২ বছর
উত্তরঃ (ক) ২ বছর
১.২ ‘বেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ’- কার কাজ ?
(ক) বড় বউ (খ) মেজ বউ (গ) ছোট বউ
(ঘ) পিসিমা
উত্তরঃ (খ) মেজ বউ
১.৩ বাজারে চায়ের দোকান আছে কয়টি ?
(ক) ৪ টি (খ) ৩ টি (গ) ২ টি (ঘ) ১ টি
উত্তরঃ (খ) ৩টি
১.৪ মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন সদস্য ?
(ক) ৯ জন (খ) ১০ জন (গ) ১১ জন
(ঘ) ৮ জন
উত্তরঃ (ক) ৯ জন
১.৫ তান্ত্রিক এনেছিলেন—
(ক) পিসিমা (খ) বাসিনী
(গ) ছোট বউ-এর বাবা (ঘ) বড় বউ
উত্তরঃ (গ) ছোট বউ-এর বাবা
১.৬ ‘সারা রাত মাঠে আগুন জ্বেলেছে’– কারা ?
(ক) বস্তিবাসী (খ) সুসভ্য মানুষ
(গ) দেশোয়ালিরা (ঘ) যাযাবরেরা
উত্তরঃ (গ) দেশোয়ালিরা
১.৭ ‘ঘুমহীন তাদের চোখের হানা দেয়’ – কী হানা দেয় ?
(ক) শীতের দুঃস্বপ্ন
(খ) দেবদারুর দীর্ঘ রহস্য
(গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন
উত্তরঃ (ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন
১.৮ ‘সে-ই কবিতায় জাগে’– কবিতায় কী জাগে ? (H.S – 17)
(ক) কবির ক্রোধ (খ) ভালোবাসা
(গ) মূল্যবোধ (ঘ) কবির বিবেক
উত্তরঃ (ঘ) কবির বিবেক
১.৯ ‘অনেক, অনেক দূরে আছে’- দূরে কী আছে ?
(ক) সন্ধ্যার জলস্রোত (খ) মহুয়ার দেশ
(গ) দেবদারুর দীর্ঘ রহস্য (ঘ) কয়লা খনি
উত্তরঃ (খ) মহুয়ার দেশ
১.১০ ‘এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম’- সাহেবের নাম কী ? (H.S – 16)
(ক) বার্নার্ড শ (খ) আইজেনস্টাইন
(গ) গোদার (ঘ) তারাকোভস্কি
উত্তরঃ (খ) আইজেনস্টাইন
অথবা, রজনীর অভিনয় জীবন কত বছরের ?
(ক) ৪৫ বছর (খ) ৪৮ বছর (গ) ৬৮ বছর
(ঘ) ৫০ বছর
উত্তরঃ (ক) ৪৫ বছর
১.১১ ‘শাজাহান’ নাটক লিখেছেন–
(ক) বিজন ভট্টাচার্য (খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) তুলসী লাহিড়ী (ঘ) উৎপল দত্ত
উত্তরঃ (খ) দ্বিজেন্দ্রলাল রায়
অথবা, অমর সংস্কৃততে কত নম্বর পেয়েছিলেন ?
(ক) ১৩ (খ) ১৫ (গ) ১৭ (ঘ) ১২
উত্তরঃ (ক) ১৩
১.১২ শম্ভু, অমর যে নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত, তা হল–
(ক) বহুরূপী (খ) পান্থজন (গ) ছান্দিক
(ঘ) প্রান্তিক
উত্তরঃ (ক) বহুরূপী
অথবা, ‘পুত্র! রাজনীতি বড়ো কূট’ – পুত্রের নাম ?
(ক) মহম্মদ (খ) মোরাদ (গ) সুজা
(ঘ) ঔরঙ্গজেব
উত্তরঃ (ক) মহম্মদ
১.১৩ সাত বছরের যুদ্ধ কে জিতেছিল?- (H.S – 17)
(ক) সিজার (খ) দ্বিতীয় ফ্রেডারিক
(গ) স্পেনের ফিলিপ (ঘ) আলেকজান্ডার
উত্তরঃ (খ) দ্বিতীয় ফ্রেডারিক
১.১৪ কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা ?
(ক) তিন বার (খ) চার বার (গ) দুই বার
(ঘ) পাঁচ বার
উত্তরঃ (ক) তিন বার
(xviii) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন–
(ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায়
(গ) মেঘনাদ সাহা (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ (খ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৫ ‘ভুবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক হলেন–
(ক) সত্যজিৎ রায় (খ) ঋত্বিক ঘটক
(গ) মৃণাল সেন (ঘ) তরুণ মজুমদার
উত্তরঃ (গ) মৃণাল সেন
১.১৬ সহজপাঠের অলংকরণ করেন–
(ক) গগনঠাকুর (খ) নন্দলাল বসু
(গ) অতুল বসু (ঘ) রামকিঙ্কর বেইজ
উত্তরঃ (খ) নন্দলাল বসু
১.১৭ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাঠ করেছিলেন–
(ক) স্যার স্যার উইলিয়াম জোনস
(খ) নোয়াম চমস্কি
(গ) ফার্দিনান্দ দ্য স্যোসুর
(ঘ) পল ব্রোকা
উত্তরঃ (ক) স্যার স্যার উইলিয়াম জোনস
১.১৮ একটি উষ্মধ্বনির উদাহরণ হল-
(ক) ল্ (খ) প্ (গ) চ্ (ঘ) হ্
উত্তরঃ (ঘ) হ্