WBCHSE HS Philosophy Online MCQ Test-7 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৭
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24
Q ➤ (i) বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল- (a) আকস্মিক (b) নিরপেক্ষ (c) বাচনিক (d) প্রসক্তি।
Q ➤ (ii) যক্তি বিজ্ঞান হল- (a) আদর্শনিষ্ঠ বিজ্ঞান (b) বস্তুনিষ্ঠ বিজ্ঞান (c) যুক্তিনিষ্ঠ বিজ্ঞান (d) এগুলির কোনোটিই নয়।
Q ➤ (iii) লৌকিক আরোহ, অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন (a) মিল (b) হবস্ (c) জনসন (d) বেকন।
Q ➤ (iv) যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয়, তাকে বলে – (a) অবয়ব (b) সিদ্ধান্ত (c) যুক্তি বাক্য (d) অবধারণ।
Q ➤ (v) সাপেক্ষ বচনের অংশ হল – (a) একটি অংশ (b) তিনটি অংশ (c) চারটি অংশ (d) দুটি অংশ।
Q ➤ (vi) O বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হল – (a)। বচন (b) E বচন (c) A বচন (d) O বচন।
Q ➤ (vii) অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন – (a) অ্যারিস্টটল (b) কান্ট (c) মিল (d) বেইন।
Q ➤ (viii) CESARE নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হল- (a) প্রথম (b) তৃতীয় (c) চতুর্থ (d) দ্বিতীয়।
Q ➤ (ix) নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যেই প্রথম গুলি থাকে – (a) হেতু ও সাধ্য (b) সাধ্য ও পক্ষ (c) হেতু ও পক্ষ (d) কোনোটিই নয়।
Q ➤ (x) প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি হবে- (a) সত্য (b) মিথ্যা (c) আপতিক (d) আংশিক মিথ্যা।
Q ➤ (xi) P অথবা q, ~P/q ∴ এই যুক্তি আকারটি হল- (a) M.P (b) M.T (c) D.S (d) HS
Q ➤ (xiii) সকল অ-S হয় p এর বুলীয় ভাষ্যটি হল – (a) S̅P̅ = 0, (b) S̅P = 0, (c) SP = 0, (d) SP̅ = 0
Q ➤ (xiv) `p ⊃ q’ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি- (a) P সত্য এবং ৭ সত্য হয়, (b) p মিথ্যা এবং q মিথ্যা হয় (c) p মিথ্যা এবং q সত্য হয় (d) p সত্য এবং ৭ মিথ্যা হয়।
Q ➤ (xv) P এর সমার্থক বচন হল- (a) ~ P (b) ~~P (c) ~~~P (d) সবকয়টি।
Q ➤ (xvi) নিচের কোনটি গ্রাহক ? (a) ⊃ (b) P (c) V (d) ≡
Q ➤ (xvii) আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল- (a) প্রসক্তি সম্পর্ক (b) আরোহমূলক লাফ (c) অমান্যীকরণ (d) বৈধতা।
Q ➤ (xviii) ‘প্রকৃতি সম অবস্থায় সম অচরণ করে- এই নীতিকে বলা হয়- (a) প্রকৃতির একরূপতা নীতি (b) কার্যকারণ নীতি (c) তাদাত্ম্য নীতি (d) বিরোধবাধক নীতি।
Q ➤ (xix) বৈজ্ঞানিক আরোহ, অনুমানের বস্তুগত ভিত্তি হল- (a) কার্যকারণ নীতি (b) প্রকৃতির একরূপতা নীতি (c) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (d) অবাধ অভিজ্ঞতা।
Q ➤ (xx) এককারণবাদী দার্শনিক হলেন- (a) মিল (b) বেইন (c) কোপি (d) যোসেফ।
Q ➤ (xxi) শক্তির অবিনশ্বতার সূত্রটি হল- (a) কারণের পরিমাণগত লক্ষণ (b) কারণের গুণগত লক্ষণ (c) পর্যাপ্ত শর্তরূপে কারণ (d) আবশ্যিক শর্তরূপে কারণ।
Q ➤ (xxii) ‘বায়ুর উপস্থিতিই শব্দ সৃষ্টির কারণ’ – (a) আবশ্যিক শর্ত (b) পর্যাপ্ত শর্ত (c) বহু কারণ বাদ (d) আবশ্যিক – পর্যাপ্ত শর্ত।
Q ➤ (xxiii) স্থায়ীকারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে – (a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি (c) সহ পরিবর্তন পদ্ধতি (d) অন্বয় ব্যতিরেকী পদ্ধতি।