WBCHSE HS History MCQ Mock Test Online Set-6 | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্‌ টেস্ট-৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Set-6 Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

Q ➤ (i) ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো’- উক্তিটির বক্তা হলেন– (a) মার্ক ব্লম (b) ই. এইচ. কার (c) র‍্যাঙ্কে (d) জে বি বিউরি।


Q ➤ (ii) উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন- (a) মান্না দে (b) দক্ষিণারঞ্জন বসু (c) হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় (d) নারায়ণ সান্যাল।


Q ➤ (iii) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল- (a) ইংরেজরা (b) ফরাসিরা (c) পর্তুগিজরা (d) ওলন্দাজরা।


Q ➤ (iv) বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন- (a) ফারুখশিয়র (b) ঔরঙ্গজেব (c) দ্বিতীয় শাহ আলম (d) দ্বিতীয় বাহাদুর শাহ।


Q ➤ (v) কে বাংলার দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান ? (a) রবার্ট ক্লাইভ (b) ভেরেলেস্ট (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড ওয়েলেসলি।


Q ➤ (vi) চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় যে বন্দরের মধ্যে দিয়ে- (a) ম্যাকাই ও (b) ক্যান্টন (c) সাংহাই (d) নানকিং।


Q ➤ (vii) সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয়- (a) ১৮১৩ খ্রিস্টাব্দে (b) ১৮৩৩ খ্রিস্টাব্দে (c) ১৮৫৩ খ্রিস্টাব্দে (d) ১৮৭৩ খ্রিস্টাব্দে।


Q ➤ (viii) ১৮২৯ খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হল- (a) সমাচার দর্পণ (b) বঙ্গদূত (c) দিগ্‌দর্শন (d) বেঙ্গল গেজেট।


Q ➤ (ix) হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন- (a) নব্যবঙ্গ (b) প্রার্থনা সমাজ (c) আর্য সমাজ (d) ব্রাহ্ম সমাজ।


Q ➤ (x) ডঃ বিপনচন্দ্র কাকে ‘ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত’ বলেছেন ? (a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (b) ডিরোজিওকে (c) রামমোহন রায়কে (d) রবীন্দ্রনাথ ঠাকুরকে।


Q ➤ (xi) ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয়- (a) ব্রহ্মদেশকে (b) ভূটানকে (c) বাংলাকে (d) ইংল্যান্ডকে।


Q ➤ (xii) ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল- (a) জুনাগড় (b) মহীশূর (c) হায়দরবাদ (d) কাশ্মীর।


Q ➤ (xiii) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন- (a) আগা খান (b) নবাব সলিমউল্লাহ (c) মহম্মদ আলি জিন্নাহ (d) সৈয়দ আহমদ খান।


Q ➤ (xiv) ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় – (a) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৪ জুলাই (b) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৪ই আগস্ট (c) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই (d) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই আগস্ট।


Q ➤ (xv) মুসলিম লিগের কোন- অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ? (a) লাহোর (b) কলকাতা (c) লখনউ (d) পাঞ্জাব।


Q ➤ (xvii) কোন দেশের জন্মলগ্ন থেকেই বিশ্বে দ্বি-মেরুকরণ রাজনীতির জন্ম হয় ? (a) আমেরিকা (b) চিন (c) সোভিয়েত রাশিয়া (d) জাপান।


Q ➤ (xviii) জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না- (a) ভারত (b) মিশর (c) ফ্রান্স (d) যুগোশ্লাভিয়া।


Q ➤ (xx) জেনারেল নগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন ? (a) মিশর (b) ইজরায়েল (c) আলজেরিয়া (d) লিবিয়া।


Q ➤ (xxi) শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে- (a) ১৯৪৭ খ্রিস্টাব্দে (b) ১৯৪৬ খ্রিস্টাব্দে (c) ১৯৪৮ খ্রিস্টাব্দে (d) ১৯৫০ খ্রিস্টাব্দে।


Q ➤ (xxii) প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ? (a) ঘানা (b) কঙ্গো (c) মরক্কো (d) মাল্টা।


Q ➤ (xxiii) ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন- (a) জওহরলাল নেহেরু (b) মনমোহন সিং (c) রাজীব গান্ধী (d) ইন্দিরা গান্ধী।


Q ➤ (xxiv) রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন- (a) ১৯৬৮ খ্রিস্টাব্দে (b) ১৯৭০ খ্রিস্টাব্দে (c) ১৯৭৪ খ্রিস্টাব্দে (d) ১৯৭৫ খ্রিস্টাব্দে।



Leave a Reply