HS Political Science Online Mock Test, Set-8 Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়- (a) 1945 খ্রিস্টাব্দে (b) 1947 খ্রিস্টাব্দে (c) 1949 খ্রিস্টাব্দে (d) 1951 খ্রিস্টাব্দে।
Q ➤ (ii) ঠাণ্ডা লড়াই (Cold war) শব্দটি প্রথম ব্যবহার করেন – (a) বার্নার্ড বারুচ (b) জোসেফ ফ্রাঙ্কেল (c) বার্নেট (d) ফ্রিডম্যান।
Q ➤ (iii) ন্যাটো (NATO) গঠিত হয় – (a) 1943, 4th April (b) 1944, 4th April (c) 1945, 4th April (d) 1949, 4th April
Q ➤ (iv) সার্কের (SAARC) সদর দপ্তর কোথায় অবস্থিত ? (a) দিল্লি (b) ঢাকা (c) কাঠমাণ্ডু (d) ইসলামাবাদ।
Q ➤ (v) ভারত-পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় – (a) 1972 খ্রিস্টাব্দ (b) 1975 খ্রিস্টাব্দ (c) 1980 খ্রিস্টাব্দ (d) 1983 খ্রিস্টাব্দ।
Q ➤ (vi) The Limits of Foreign Policy গ্রন্থের লেখক হলেন- (a) জোসেফ ফ্রাঙ্কেল (b) চার্লস বার্টন মার্শাল (c) মরগেনথার্ড (d) ইভান লুয়ার্ড।
Q ➤ (vii) সম্মিলিত জাতিপুঞ্জ (UNO) প্রতিষ্ঠিত হয় – (a) 1944, 24th October (b) 1945, 24th October (c) 1948, 24th October (d) 1950, 24th October।
Q ➤ (viii) জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে ? – (a) 10টি (b) 12টি (c) 15টি (d) 19টি।
Q ➤ (ix) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল – (a) 5 (b) 10 (c) 15 (d) 20।
Q ➤ (x) ‘ওয়াশিংটন ঘোষণা’ স্বাক্ষরিত হয় – (a) 1941 খ্রিস্টাব্দে (b) 1942 খ্রিস্টাব্দে (c) 1943 খ্রিস্টাব্দে (d) 1921-1922 খ্রিস্টাব্দে।
Q ➤ (xi) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে- এর কাছে।- (a) পার্লামেন্ট (b) লোকসভা (c) রাজ্যসভা (d) সুপ্রিম কোর্ট।
Q ➤ (xii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন- (a) ডঃ রাজেন্দ্রপ্রসাদ (b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান (c) ডঃ জাকির হোসেন (d) শ্রীজগদীপ ধনকড়।
Q ➤ (xiii) ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন – (a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) উপরাষ্ট্রপতি (d) লোকসভার স্পিকার।
Q ➤ (xiv) অর্থবিল (Money Bill) প্রথম উত্থাপিত হয় – (a) লোকসভায় (b) রাজ্যসভায় (c) বিধান পরিষদে (d) পার্লামেন্টে।
Q ➤ (xv) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- (a) 62 বছর (b) 65 বছর (c) 60 বছর (d) 69 বছর।
Q ➤ (xvi) সুপ্রিম কোর্টের আছে- (a) মূল এলাকা (b) আপিল এলাকা (c) পরামর্শদান এলাকা (d) মূল, আপিল, পরামর্শদান ও লেখ জারির এলাকা।
Q ➤ (xvii) কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে ? (a) 32নং (b) 51নং (c) 226নং (d) 326নং ধারা বলে।
Q ➤ (xviii) বিচারবিভাগীয় (Judicial Review) পর্যালোচনার অধিকার আছে – (a) হাইকোর্টের (b) সুপ্রিম কোর্টের (c)সামরিক আদালতের (d) ক্রেতা আদালতের।
Q ➤ (xix) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়- (a) 1985 খ্রিস্টাব্দ (b) 1986 খ্রিস্টাব্দ (c) 1987 খ্রিস্টাব্দ (d) 1988 খ্রিস্টাব্দ।
Q ➤ (xx) লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল – (a) 1985 খ্রিস্টাব্দে (b) 1986 খ্রিস্টাব্দে (c) 1984 খ্রিস্টাব্দে (d) 1988 খ্রিস্টাব্দে।
Q ➤ (xxi) তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে- (a) 1992 খ্রিস্টাব্দ (b) 1993 খ্রিস্টাব্দ (c) 1994 খ্রিস্টাব্দ (d) 1995 খ্রিস্টাব্দ।
Q ➤ (xxii) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ – (a) 5 বছর (b) 6 বছর (c) 7 বছর (d) ৪ বছর।
Q ➤ (xxiii) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ______ জন সদস্য নিয়ে গঠিত। – (a) 5-30 জন (b) 5-10 জন (c) 10-30 জন (d) 10-20 জন।
Q ➤ (xxⅳ) ছোটো শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়- (a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা (b) পৌরসভার দ্বারা (c) রাজ্য সরকার দ্বারা (d) বরো কমিটির দ্বারা।