HS Political Science Online Mock Test, Set-10 Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) ‘ওয়ারস চুক্তি’ গঠিত হয় কার উদ্যোগে ? (a) মার্কিন যুক্তরাষ্ট্রের (b) গ্রেট ব্রিটেনের (c) সোভিয়েত ইউনিয়নের (d) ভারতের।
Q ➤ (ii) ‘ঠাণ্ডা লড়াই’-এর অবসান হয়- (a) 1980 সালে (b) 1991 সালে (c) 1995 সালে (d) 2000 সালে।
Q ➤ (iii) বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল- (a) 10টি (b) 11টি (c) 12টি (d) 13টি।
Q ➤ (iv) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?- (a) দিল্লিতে (b) ঢাকাতে (c) কাঠমাণ্ডুতে (d) ইসলামাবাদে।
Q ➤ (v) পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল- (a) ব্যবসার প্রসার (b) অন্য রাষ্ট্রের অধীনে আনা (c) পঞ্চশীল নীতি অনুসরণ (d) এদের কোনটিই নয়।
Q ➤ (vi) ‘The Limits of Foreign Policy’ গ্রন্থটির লেখক হলেন – (a) ফ্রাঙ্কেল (b) খরজেন থাও (c) পামার ও পারকিনস (d) চার্লস কার্টন।
Q ➤ (vii) সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন- (a) অস্টিন (b) গেটেল (c) গুডরিচ (d) সুম্যান।
Q ➤ (viii) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল- (a) অছি পরিষদ (b) জাতিসঙ্ঘ (c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (d) নিরাপত্তা পরিষদ।
Q ➤ (ix) আন্তর্জাতিক শ্রম দপ্তর (ILO)-এর সদর কার্যালয় অবস্থিত- (a) ব্রিটেন (b) জেনেভায় (c) ওয়াশিংটন (d) রোম।
Q ➤ (x) নিরাপত্তা পরিষদ-এর অস্থায়ী সদস্যদের কার্যকাল হল- (a) 2 বছর (b) 3 বছর (c) 4 বছর (d) 5 বছর।
Q ➤ (xi) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ (b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (c) ডঃ জাকির হোসেন (d) কোনোটিই নয়।
Q ➤ (xii) ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ ভোগ করেন – (a) রাজ্যপাল (b) রাষ্ট্রপতি (c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।
Q ➤ (xiii) বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য হল- (a) 250 জন (b) 284 জন (c) 290 জন (d) 294 জন।
Q ➤ (xiv) অর্থবিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন- (a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) স্পিকার (d) অর্থমন্ত্রী
Q ➤ (xv) সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- (a) 60 বছর (b) 62 বছর (c) 65 বছর (d) 70 বছর।
Q ➤ (xvi) লোক আদালতের জনক হলেন— (a) পি এন ভগবতী (b) এস এন ভগবতী (c) এম এন ভগবতী (d) আর এন ভগবতী।
Q ➤ (xvii) যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে- (a) 210নং ধারা (b) 214নং ধারা (c) 215নং ধারা (d) 220নং ধারা।
Q ➤ (xviii) “ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোন সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী” – কে বলেছেন – (a) এ কে আয়ার (b) পি এন ভগবতী (c) ভি ভি বসু (d) ডঃ বি আর আম্বেদকর।
Q ➤ (xix) সুপ্রিম কোর্টের আছে – (a) মূল এলাকা (b) আপীল এলাকা (c) পরামর্শদান এলাকা (d) স্মল, আপীল ও পরামর্শদান এলাকা।
Q ➤ (xx) পশ্চিমবঙ্গে জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হল- (a) হাইকোর্ট (b) দায়রা আদালত (c) ন্যায় পঞ্চায়েত (d) মুনসেফ আদালত।
Q ➤ (xxi) কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়- (a) 5-30 জন (b) 5-35 জন (c) 3-30 জন (d) 5-40 জন।
Q ➤ (xxii) পৌরসভার প্রধানকে বলা হয় – (a) প্রধান (b) চেয়ারম্যান (c) কাউন্সিলার (d) কমিশনার।
Q ➤ (xxiii) কলকাতা কর্পোরেশনের ‘স-পারিষদ মেয়রের’ সদস্য সংখ্যা হল- (a) 12 জন (b) 14 জন (c) 15 জন (d) 20 জন।
Q ➤ (xiv) পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর – (a) 2 মাস (b) 3 মাস (c) 4 মাস (d) 5 মাস।