WBCHSE HS Pol Science MCQ Mock Test Set-10 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মক্ টেস্ট-১০

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-10 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) ‘ওয়ারস চুক্তি’ গঠিত হয় কার উদ্যোগে ? (a) মার্কিন যুক্তরাষ্ট্রের (b) গ্রেট ব্রিটেনের (c) সোভিয়েত ইউনিয়নের (d) ভারতের।


Q ➤ (ii) ‘ঠাণ্ডা লড়াই’-এর অবসান হয়- (a) 1980 সালে (b) 1991 সালে (c) 1995 সালে (d) 2000 সালে।


Q ➤ (iii) বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল- (a) 10টি (b) 11টি (c) 12টি (d) 13টি।


Q ➤ (iv) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?- (a) দিল্লিতে (b) ঢাকাতে (c) কাঠমাণ্ডুতে (d) ইসলামাবাদে।


Q ➤ (v) পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল- (a) ব্যবসার প্রসার (b) অন্য রাষ্ট্রের অধীনে আনা (c) পঞ্চশীল নীতি অনুসরণ (d) এদের কোনটিই নয়।


Q ➤ (vi) ‘The Limits of Foreign Policy’ গ্রন্থটির লেখক হলেন – (a) ফ্রাঙ্কেল (b) খরজেন থাও (c) পামার ও পারকিনস (d) চার্লস কার্টন।


Q ➤ (vii) সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন- (a) অস্টিন (b) গেটেল (c) গুডরিচ (d) সুম্যান।


Q ➤ (viii) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল- (a) অছি পরিষদ (b) জাতিসঙ্ঘ (c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (d) নিরাপত্তা পরিষদ।


Q ➤ (ix) আন্তর্জাতিক শ্রম দপ্তর (ILO)-এর সদর কার্যালয় অবস্থিত- (a) ব্রিটেন (b) জেনেভায় (c) ওয়াশিংটন (d) রোম।


Q ➤ (x) নিরাপত্তা পরিষদ-এর অস্থায়ী সদস্যদের কার্যকাল হল- (a) 2 বছর (b) 3 বছর (c) 4 বছর (d) 5 বছর।


Q ➤ (xi) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- (a) ডঃ রাজেন্দ্র প্রসাদ (b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (c) ডঃ জাকির হোসেন (d) কোনোটিই নয়।


Q ➤ (xii) ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ ভোগ করেন – (a) রাজ্যপাল (b) রাষ্ট্রপতি (c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।


Q ➤ (xiii) বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য হল- (a) 250 জন (b) 284 জন (c) 290 জন (d) 294 জন।


Q ➤ (xiv) অর্থবিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন- (a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (c) স্পিকার (d) অর্থমন্ত্রী


Q ➤ (xv) সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- (a) 60 বছর (b) 62 বছর (c) 65 বছর (d) 70 বছর।


Q ➤ (xvi) লোক আদালতের জনক হলেন— (a) পি এন ভগবতী (b) এস এন ভগবতী (c) এম এন ভগবতী (d) আর এন ভগবতী।


Q ➤ (xvii) যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে- (a) 210নং ধারা (b) 214নং ধারা (c) 215নং ধারা (d) 220নং ধারা।


Q ➤ (xviii) “ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোন সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী” – কে বলেছেন – (a) এ কে আয়ার (b) পি এন ভগবতী (c) ভি ভি বসু (d) ডঃ বি আর আম্বেদকর।


Q ➤ (xix) সুপ্রিম কোর্টের আছে – (a) মূল এলাকা (b) আপীল এলাকা (c) পরামর্শদান এলাকা (d) স্মল, আপীল ও পরামর্শদান এলাকা।


Q ➤ (xx) পশ্চিমবঙ্গে জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হল- (a) হাইকোর্ট (b) দায়রা আদালত (c) ন্যায় পঞ্চায়েত (d) মুনসেফ আদালত।


Q ➤ (xxi) কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়- (a) 5-30 জন (b) 5-35 জন (c) 3-30 জন (d) 5-40 জন।


Q ➤ (xxii) পৌরসভার প্রধানকে বলা হয় – (a) প্রধান (b) চেয়ারম্যান (c) কাউন্সিলার (d) কমিশনার।


Q ➤ (xxiii) কলকাতা কর্পোরেশনের ‘স-পারিষদ মেয়রের’ সদস্য সংখ্যা হল- (a) 12 জন (b) 14 জন (c) 15 জন (d) 20 জন।


Q ➤ (xiv) পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর – (a) 2 মাস (b) 3 মাস (c) 4 মাস (d) 5 মাস।



Leave a Reply