WBCHSE Geography Online MCQ Mock Test-10 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্‌ টেস্ট-১০

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Geography Online MCQ Mock Test-10 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-১০

HS Geography Online Mock Test, Prosnodekho.com



WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) কার্স্ট অঞ্চলে কার্স্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হল – (a) পোলজি (b) গুহাস্তম্ভ (c) টেরোরোসা (d) কার্স্ট হ্রদ।


Q ➤ (ii) আর্টেজীয় কূপ দেখা যায় – (a) ভাঁজযুক্ত শিলা গঠনে (b) একনত শিলা গঠনে (c) দারণ গঠনে (d) চ্যুতিযুক্ত শিলা গঠনে।


Q ➤ (iii) মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হল – (a) ভূপ্রকৃতি (b) উষ্ণতা (c) বৃষ্টিপাত (d) উদ্ভিদ।


Q ➤ (iv) মিশরের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল- (a) বোরা (b) মিস্ট্রাল (c) খামসিন (d) চিনুক।


Q ➤ (v) উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে – (a) মেগাথার্মস (b) মেসোথার্মস (c) মাইক্রোথার্মস (d) হেকিস্টোথার্মস।


Q ➤ (vi) পেডিপ্লেন গঠিত হয়- (a) পর্বতের শীর্ষদেশে (b) পর্বতের পাদদেশে (c) মরু সমপ্রায় ভূমিতে (d) ব-দ্বীপ অঞ্চলে।


Q ➤ (vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল- (a) A স্তর (b) B স্তর (c) C স্তর (d) O স্তর।


Q ➤ (viii) চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হল (a) পেডোক্যাল মৃত্তিকা (b) পেডালফার মৃত্তিকা (c) সোলানচাক মৃত্তিকা (d) স্পোডোজল মৃত্তিকা।


Q ➤ (ix) সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলে – (a) ফ্রন্টোজেনেসিস (b) ফ্রন্টোলাইসিস (c) অক্লুডেড ফ্রন্ট (d) ফ্রন্টোট্রপিক।


Q ➤ (x) গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত – (a) প্রথম স্তর (b) দ্বিতীয় স্তর (c) তৃতীয় স্তর (d) চতুর্থ স্তর।


Q ➤ (xi) রারবান (RURBAN) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) প্যাট্রিক গেডেস (b) সি জে গ্যালপিন (c) জাঁ গটম্যান (d) লুই মামফোর্ড।


Q ➤ (xii) ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল (a) ঝরিয়া (b) গোরুমহিষানি (c) বাদামপাহাড় (d) দাল্লি-রাজহারা।


Q ➤ (xiii) শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় (a) নিবিড় কৃষিতে (b) ব্যাপক কৃষিতে (c) বাগিচা কৃষিতে (d) মিশ্র কৃষিতে।


Q ➤ (xiv) শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন যিনি, তাঁর নাম হল (a) ওয়েবার (b) উইভার (c) ভন থুনেন (d) জিমারম্যান।


Q ➤ (xv) একটি পুষ্করিনীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল – (a) শুষ্কবিন্দু বসতি। (b) আর্দ্রবিন্দু বসতি (c) রৈখিক বসতি (d) বর্গাকার বসতি।


Q ➤ (xvi) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগর (b) ভূমধ্যসাগর ও লোহিত সাগর (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর (d) ভূমধ্যসাগর ও আরলসাগরকে।


Q ➤ (xvii) ভারতে ‘সিলিকন ভ্যালি’ বলা হয়- (a) কলকাতা (b) মুম্বাই (c) বেঙ্গালুরু (d) পুনে।


Q ➤ (xviii) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জলবায়ু হল – (a) ভূমধ্যসাগরীয় জলবায়ু (b) নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু (c) নিরক্ষীয় জলবায়ু (d) মৌসুমী জলবায়ু।


Q ➤ (xix) ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন – (a) নরম্যান বোরলগ (b) রোনাল্ড রস (c) ড. ভার্গিস কুরিয়েন (d) এম এস স্বামীনাথন।


Q ➤ (xx) বিশ্বের ‘রবার রাজধানী’ বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের – (a) অ্যাক্রনকে (b) উইলমিংটনকে (c) হোয়াইটিংকে (d) টেক্সাস সিটিকে।


Q ➤ (xxi) PTI- যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি (a) ইরান (b) ইন্দোনেশিয়া (c) ভারত (d) বাংলাদেশ।



Leave a Reply