WBCHSE Geography Online MCQ Mock Test-10 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-১০
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) কার্স্ট অঞ্চলে কার্স্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হল – (a) পোলজি (b) গুহাস্তম্ভ (c) টেরোরোসা (d) কার্স্ট হ্রদ।
Q ➤ (ii) আর্টেজীয় কূপ দেখা যায় – (a) ভাঁজযুক্ত শিলা গঠনে (b) একনত শিলা গঠনে (c) দারণ গঠনে (d) চ্যুতিযুক্ত শিলা গঠনে।
Q ➤ (iii) মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হল – (a) ভূপ্রকৃতি (b) উষ্ণতা (c) বৃষ্টিপাত (d) উদ্ভিদ।
Q ➤ (iv) মিশরের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল- (a) বোরা (b) মিস্ট্রাল (c) খামসিন (d) চিনুক।
Q ➤ (v) উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে – (a) মেগাথার্মস (b) মেসোথার্মস (c) মাইক্রোথার্মস (d) হেকিস্টোথার্মস।
Q ➤ (vi) পেডিপ্লেন গঠিত হয়- (a) পর্বতের শীর্ষদেশে (b) পর্বতের পাদদেশে (c) মরু সমপ্রায় ভূমিতে (d) ব-দ্বীপ অঞ্চলে।
Q ➤ (vii) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল- (a) A স্তর (b) B স্তর (c) C স্তর (d) O স্তর।
Q ➤ (viii) চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হল (a) পেডোক্যাল মৃত্তিকা (b) পেডালফার মৃত্তিকা (c) সোলানচাক মৃত্তিকা (d) স্পোডোজল মৃত্তিকা।
Q ➤ (ix) সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলে – (a) ফ্রন্টোজেনেসিস (b) ফ্রন্টোলাইসিস (c) অক্লুডেড ফ্রন্ট (d) ফ্রন্টোট্রপিক।
Q ➤ (x) গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত – (a) প্রথম স্তর (b) দ্বিতীয় স্তর (c) তৃতীয় স্তর (d) চতুর্থ স্তর।
Q ➤ (xi) রারবান (RURBAN) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) প্যাট্রিক গেডেস (b) সি জে গ্যালপিন (c) জাঁ গটম্যান (d) লুই মামফোর্ড।
Q ➤ (xii) ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল (a) ঝরিয়া (b) গোরুমহিষানি (c) বাদামপাহাড় (d) দাল্লি-রাজহারা।
Q ➤ (xiii) শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় (a) নিবিড় কৃষিতে (b) ব্যাপক কৃষিতে (c) বাগিচা কৃষিতে (d) মিশ্র কৃষিতে।
Q ➤ (xiv) শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন যিনি, তাঁর নাম হল (a) ওয়েবার (b) উইভার (c) ভন থুনেন (d) জিমারম্যান।
Q ➤ (xv) একটি পুষ্করিনীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল – (a) শুষ্কবিন্দু বসতি। (b) আর্দ্রবিন্দু বসতি (c) রৈখিক বসতি (d) বর্গাকার বসতি।
Q ➤ (xvi) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগর (b) ভূমধ্যসাগর ও লোহিত সাগর (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর (d) ভূমধ্যসাগর ও আরলসাগরকে।
Q ➤ (xvii) ভারতে ‘সিলিকন ভ্যালি’ বলা হয়- (a) কলকাতা (b) মুম্বাই (c) বেঙ্গালুরু (d) পুনে।
Q ➤ (xviii) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জলবায়ু হল – (a) ভূমধ্যসাগরীয় জলবায়ু (b) নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু (c) নিরক্ষীয় জলবায়ু (d) মৌসুমী জলবায়ু।
Q ➤ (xix) ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন – (a) নরম্যান বোরলগ (b) রোনাল্ড রস (c) ড. ভার্গিস কুরিয়েন (d) এম এস স্বামীনাথন।
Q ➤ (xx) বিশ্বের ‘রবার রাজধানী’ বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের – (a) অ্যাক্রনকে (b) উইলমিংটনকে (c) হোয়াইটিংকে (d) টেক্সাস সিটিকে।
Q ➤ (xxi) PTI- যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি (a) ইরান (b) ইন্দোনেশিয়া (c) ভারত (d) বাংলাদেশ।