WBCHSE Geography Online MCQ Mock Test-9 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৯
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয় – (a) আবহবিকার (b) ক্ষয়ীভবন (c) নগ্নীভবন (d) ভূমিকম্প।
Q ➤ (ii) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল- (a) দার্জিলিং (b) দীঘা (c) ডেকান ট্রাপ অঞ্চল (d) চেরাপুঞ্জি।
Q ➤ (iii) স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হল- (a) পেডিপ্লেন (b) প্লায়া (c) পেনিপ্লেন (d) গিরিখাত।
Q ➤ (iv) ভারতের পূর্ব উপকূল একটি – (a) যৌগিক উপকূল (b) প্রশমিত উপকূল (c) উত্থিত উপকূল (d) রিয়া উপকূল।
Q ➤ (v) গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে তা হল – (a) কেন্দ্রাভিমুখী (b) কেন্দ্রবর্হিমুখী (c) আয়তাকার (d) বৃক্ষরূপী।
Q ➤ (vi) অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হল- (a) জেলিসল (b) মলিসল (c) এণ্ডিসল (d) ভার্টিসল।
Q ➤ (vii) ওয়াকার সঞ্চালন দেখা যায় – (a) প্রশান্ত মহাসাগর (b) ভারত মহাসাগর (c) আটলান্টিক মহাসাগর (d) মেরু সাগরে।
Q ➤ (viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে লক্ষ্য করা যায় – (a) স্ট্র্যাটোকিউমুলাস (b) কিউমুলোনিম্বাস (c) স্ট্যাটাস (d) কিউমুলাস মেঘ।
Q ➤ (ix) অম্লমৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে- (a) হ্যালোফাইট (b) লিথোফাইট (c) অক্সিলোফাইট (d) মেসোফাইট।
Q ➤ (x) ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হল- (a) জেনেভা চুক্তি (b) বসুন্ধরা সম্মেলন (c) মন্ট্রিল চুক্তি (d) সিমলা চুক্তি।
Q ➤ (xi) কোনো বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে বলে- (a) আলফা বৈচিত্র (b) গামা বৈচিত্র (c) বিটা বৈচিত্র (d) অন্ধকার বৈচিত্র।
Q ➤ (xii) বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে (a) রেড ডাটা বুক (b) গ্রিন ডাটা বুক (c) ব্লাক ডাটা বুক (d) ব্রাউন ডাটা বুক-এ।
Q ➤ (xiii) কানহা ব্যাঘ্রপ্রকল্পটি অবস্থিত – (a) মধ্যপ্রদেশ (b) কর্ণাটক (c) অন্ধ্রপ্রদেশ (d) পশ্চিমবঙ্গে।
Q ➤ (xiv) খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয়- (a) ২৫% (b) ৫৫% (c) ৭৫% (d) ৯৫%।
Q ➤ (xv) Pink-Collar শ্রমিকরা যুক্ত থাকে- (a) প্রথম ক্ষেত্র (b) দ্বিতীয় ক্ষেত্র (c) তৃতীয় ক্ষেত্র (d) চতুর্থ ক্ষেত্রের কার্যাবলীতে।
Q ➤ (xvi) সমপরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে – (a) আইসোটিম (b) আইসোডাপেন (c) আইসোবার (d) আইসোর্থাম।
Q ➤ (xvii) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত – (a) পুষায় (b) ম্যানিলায় (c) আমস্টারডাম (d) হুনান প্রদেশে।
Q ➤ (xviii) দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয় তা হল- (a) অপারেশন ব্ল্যাকবোর্ড (b) রূপালি বিপ্লব (c) অপারেশন ফ্ল্যাড (d) সবুজ বিপ্লব।
Q ➤ (xix) সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে- (a) বঙ্গোপসাগর (b) চীন সাগর (c) লোহিত সাগর (d) আটলান্টিক মহাসাগরকে।
Q ➤ (xx) পৌর বসতি উদ্ভবের প্রথম পর্যায় হল – (a) ইয়োপলিস (b) নেক্রোপলিস (c) টাইরানোপলিস (d) পলিস।
Q ➤ (xxi) ভারতের বৈদ্যুতিন ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স, যেটি অবস্থিত (a) দিল্লি (b) চেন্নাই (c) কলকাতা (d) বেঙ্গালুরুতে।