WBCHSE Geography Online MCQ Mock Test-9 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্‌ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Geography Online MCQ Mock Test-9 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৯

HS Geography Online Mock Test, Prosnodekho.com



WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয় – (a) আবহবিকার (b) ক্ষয়ীভবন (c) নগ্নীভবন (d) ভূমিকম্প।


Q ➤ (ii) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল- (a) দার্জিলিং (b) দীঘা (c) ডেকান ট্রাপ অঞ্চল (d) চেরাপুঞ্জি।


Q ➤ (iii) স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হল- (a) পেডিপ্লেন (b) প্লায়া (c) পেনিপ্লেন (d) গিরিখাত।


Q ➤ (iv) ভারতের পূর্ব উপকূল একটি – (a) যৌগিক উপকূল (b) প্রশমিত উপকূল (c) উত্থিত উপকূল (d) রিয়া উপকূল।


Q ➤ (v) গম্বুজাকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে তা হল – (a) কেন্দ্রাভিমুখী (b) কেন্দ্রবর্হিমুখী (c) আয়তাকার (d) বৃক্ষরূপী।


Q ➤ (vi) অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হল- (a) জেলিসল (b) মলিসল (c) এণ্ডিসল (d) ভার্টিসল।


Q ➤ (vii) ওয়াকার সঞ্চালন দেখা যায় – (a) প্রশান্ত মহাসাগর (b) ভারত মহাসাগর (c) আটলান্টিক মহাসাগর (d) মেরু সাগরে।


Q ➤ (viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে লক্ষ্য করা যায় – (a) স্ট্র্যাটোকিউমুলাস (b) কিউমুলোনিম্বাস (c) স্ট্যাটাস (d) কিউমুলাস মেঘ।


Q ➤ (ix) অম্লমৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে- (a) হ্যালোফাইট (b) লিথোফাইট (c) অক্সিলোফাইট (d) মেসোফাইট।


Q ➤ (x) ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হল- (a) জেনেভা চুক্তি (b) বসুন্ধরা সম্মেলন (c) মন্ট্রিল চুক্তি (d) সিমলা চুক্তি।


Q ➤ (xi) কোনো বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে বলে- (a) আলফা বৈচিত্র (b) গামা বৈচিত্র (c) বিটা বৈচিত্র (d) অন্ধকার বৈচিত্র।


Q ➤ (xii) বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতির উল্লেখ থাকে (a) রেড ডাটা বুক (b) গ্রিন ডাটা বুক (c) ব্লাক ডাটা বুক (d) ব্রাউন ডাটা বুক-এ।


Q ➤ (xiii) কানহা ব্যাঘ্রপ্রকল্পটি অবস্থিত – (a) মধ্যপ্রদেশ (b) কর্ণাটক (c) অন্ধ্রপ্রদেশ (d) পশ্চিমবঙ্গে।


Q ➤ (xiv) খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হয়- (a) ২৫% (b) ৫৫% (c) ৭৫% (d) ৯৫%।


Q ➤ (xv) Pink-Collar শ্রমিকরা যুক্ত থাকে- (a) প্রথম ক্ষেত্র (b) দ্বিতীয় ক্ষেত্র (c) তৃতীয় ক্ষেত্র (d) চতুর্থ ক্ষেত্রের কার্যাবলীতে।


Q ➤ (xvi) সমপরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে – (a) আইসোটিম (b) আইসোডাপেন (c) আইসোবার (d) আইসোর্থাম।


Q ➤ (xvii) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত – (a) পুষায় (b) ম্যানিলায় (c) আমস্টারডাম (d) হুনান প্রদেশে।


Q ➤ (xviii) দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয় তা হল- (a) অপারেশন ব্ল্যাকবোর্ড (b) রূপালি বিপ্লব (c) অপারেশন ফ্ল্যাড (d) সবুজ বিপ্লব।


Q ➤ (xix) সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে- (a) বঙ্গোপসাগর (b) চীন সাগর (c) লোহিত সাগর (d) আটলান্টিক মহাসাগরকে।


Q ➤ (xx) পৌর বসতি উদ্ভবের প্রথম পর্যায় হল – (a) ইয়োপলিস (b) নেক্রোপলিস (c) টাইরানোপলিস (d) পলিস।


Q ➤ (xxi) ভারতের বৈদ্যুতিন ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স, যেটি অবস্থিত (a) দিল্লি (b) চেন্নাই (c) কলকাতা (d) বেঙ্গালুরুতে।



Leave a Reply