WBCHSE Geography Online MCQ Mock Test-7 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৭
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×21=21
Q ➤ (i) পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে- (a) আবহিক জল (b) সহজাত জল (c) উৎস্যন্দ জল (d) মহাসাগরীয় জল।
Q ➤ (ii) চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়- (a) স্ট্যালাকটাইট (b) স্ট্যালাগমাইট (c) হেলিকটাইট (d) স্তম্ভ।
Q ➤ (iii) একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়, তাকে বলে – (a) সামুদ্রিক গুহা (b) খিলান (c) জিও (d) ক্যাজম।
Q ➤ (iv) ডেভিস সমপ্রায়ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন- (a) ইচপ্লেন (b) পেডিপ্লেন (c) প্যানপ্লেন (d) প্লেন।
Q ➤ (v) চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি হয় তাকে বলে – (a) আয়তক্ষেত্ররূপী (b) সমকৌণিক (c) কৌণিক (d) বৃত্তাকার জলনির্গম প্রণালী।
Q ➤ (vi) জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয়, তাকে বলে – (a) বগমাটি (b) গ্লেইমাটি (c) চারনোজেম মাটি (d) পডসল মাটি।
Q ➤ (vii) প্রশমিত মাটির Pᴴ-এর মান (a) 6 (b) 6.5 (c) 7 (d) 7.51
Q ➤ (viii) হ্যারিকেন সৃষ্টি হয়- (a) ক্যারিবিয়ান সাগরে (b) চীন সাগরে (c) আরব সাগরে (d) জাপান সাগরে।
Q ➤ (ix) শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হল- (a) নিরক্ষীয় (b) মৌসুমী (c) তুন্দ্রা (d) ভূ-মধ্যসাগরীয়।
Q ➤ (x) লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদের বলে- (a) মেসোফাইট (b) লিথোফাইট (c) হ্যালোফাইট (d) জেরোফাইট।
Q ➤ (xi) প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে- (a) এক্স-সিটু সংরক্ষণ (b) আলফা সংরক্ষণ (c) বিটা সংরক্ষণ (d) ইন-সিটু সংরক্ষণ।
Q ➤ (xii) সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল – (a) ধস (b) ভূমিকম্প (c) ঘূর্ণিঝড় (d) ভূমিক্ষয়।
Q ➤ (xiii) প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হল – (a) লৌহ-ইস্পাত শিল্প (b) পশম সংগ্রহ (c) নরম কাঠের বাণিজ্য (d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা।
Q ➤ (xiv) জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল – (a) গম (b) মিলেট (c) ধান (d) ভুট্টা।
Q ➤ (xv) শিকড় আলগা শিল্প হল – (a) ইস্পাত শিল্প (b) কাগজ শিল্প (c) কার্পাসবয়ন শিল্প (d) পেট্রোরসায়ন শিল্প।
Q ➤ (xvi) ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্প কারখানা- (a) ভদ্রাবতী (b) জামশেদপুর (c) বিশাখাপত্তনম (d) দুর্গাপুর।
Q ➤ (xvii) একদেশ থেকে পণ্য আমদানি করে অন্যদেশে রপ্তানি করাকে বলা হয় – (a) আমদানী (b) পুনঃ আমদানী (c) রপ্তানি (d) পুনঃরপ্তানি।
Q ➤ (xviii) তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূলভিত্তি হল-(a) জ্ঞান (b) বিনিয়োগ ক্ষমতা (c) কর্মসংস্থান (d) আন্তর্জাতিক সম্পর্ক।
Q ➤ (xix) কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে- (a) জনস্বল্পতা (b) কাম্য জনসংখ্যা (c) জনাকীর্ণতা (d) স্থিতিশীল জনসংখ্যা।
Q ➤ (xx) মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হল- (a) জলবিন্দু বসতি (b) নীহারিকা বসতি (c) শুষ্কবিন্দু বসতি (d) দণ্ডাকৃতী বসতি।
Q ➤ (xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট আভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয় ক্ষমতার সমতা।