WBCHSE Geography Online MCQ Mock Test-6 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৬
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×21=21
Q ➤ (i) অদ্রবণীয় লৌহ-যৌগের দ্বারা সৃষ্ট ভূ-পৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়- (a) হিউমাস (b) ল্যাটেরাইট (c) টেরারোসা (d) কারেন।
Q ➤ (ii) গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন- (a) ডব্লু পেঙ্ক (b) জে টি হ্যাক (c) এল সি কিং (d) ডব্লু এম ডেভিস।
Q ➤ (iii) বর্তমান ভূ-গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে- (a) পরবর্তী নদী (b) পূর্ববর্তী নদী (c) অধ্যারোপিত নদী (d) পুনর্ভবা নদী।
Q ➤ (iv) পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়- (a) বাষ্পীভবন বেশি হলে (b) বন্যা হলে (c) তুষারপাত বেশি হলে (d) বৃষ্টিপাত বেশি হলে।
Q ➤ (v) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল- (a) ‘A’ স্তর (b) ‘B’ স্তর (c) ‘O’ স্তর (d) ‘R’ স্তর।
Q ➤ (vi) পিট বা বগ মাটি সৃষ্টি হয়- (a) জলাভূমিতে (b) ব্যাসল্ট শিলায় (c) চুনাপাথরের ওপর (d) গ্রানাইট শিলায়।
Q ➤ (vii) মৃত্তিকার ‘B’ স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল (a) স্যালিনাইজেশান (b) পডসলাইজেশান (c) ল্যাটেরাইজেশান (d) ক্যালসিফিকেশান।
Q ➤ (viii) ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততঃপক্ষে যত হওয়া প্রয়োজন তা হল- (a) 23°C (b) 27°C (c) 12°C (d) 32°C।
Q ➤ (ix) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয়, তা হল- (a) শীতল সীমান্ত (b) উষ্ণ সীমান্ত (c) অক্লুডেড সীমান্ত (d) ফ্রন্টোজেনেসিস।
Q ➤ (x) দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে-(a) জুন-জুলাই (b) নভেম্বর-ডিসেম্বর (c) মার্চ-এপ্রিল (d) সেপ্টেম্বর-অক্টোবর।
Q ➤ (xi) মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়- (a) মৌসুমী বিস্ফোরণ (b) খরা (c) ছেদ (d) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।
Q ➤ (xii) করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল- (a) মধ্যপ্রদেশ (b) উত্তরাখণ্ড (c) আসাম (d) রাজস্থান।
Q ➤ (xiii) বিপন্ন অস্তিত্বসম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়- (a) রেড লিস্ট (b) গ্রিন ডেটা বুক (c) রেড ডেটা বুক (d) রেড ডেটা কার্ড।
Q ➤ (xiv) গোপালী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, সেটি হল- (a) চিংড়ি চাষ (b) মাছ উৎপাদন (c) পেঁয়াজ উৎপাদন (d) কমলালেবু উৎপাদন।
Q ➤ (xv) আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়- (a) ট্রাক ফার্মিং (b) হার্বিকালচার (c) ফ্যাক্টোরি ফার্মিং (d) মার্কেট গার্ডেনিং।
Q ➤ (xvi) শিল্পক্ষেত্রে পরিবহণ পথে বাধ্যতামূলক বিরতি (Break of Bulk Point) থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয়, তা হল- (a) শিল্পের উৎপাদন বেশি হয় (b) শিল্প লাভজনক হয় (c) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় (d) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়।
Q ➤ (xvii) শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন-(a) উইভার (b) নরম্যান বোরলগ (c) হীরালাল চৌধুরি (d) স্বামীনাথন।
Q ➤ (xviii) সম-পরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে- (a) আইসোডোপেন (b) আইসোটিম (c) আইসোহ্যালাইন (d) ক্রিটিক্যাল আইসোডোপেন।
Q ➤ (xix) জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হল- (a) ফোর্ড (b) মারুতি সুজুকি (c) মাসিডিজ বেঞ্চ (d) হুন্ডাই।
Q ➤ (xx) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হল- (a) বিউফোর্ট খাল (b) পানামা খাল (c) সুয়েজ খাল (d) কোল্লমাম-কোট্টাপুরম।
Q ➤ (xxi) কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায়, তা হল- (a) ধনুকাকৃতির পিরামিড (b) শঙ্কু আকৃতির পিরামিড (c) ব্যারেল আকৃতির পিরামিড (d) ন্যাসপাতি আকৃতির পিরামিড।