HIGHER SECONDARY QUESTION PAPER POLITICAL SCIENCE
(New Syllabus)
2024
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
✪ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
✪ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.
নির্দেশাবলি:
এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 32.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক – বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24 = 24
(i) ঠাণ্ডা লড়াইকে ‘যুদ্ধের এক নয়া কৌশল’ বলেছেন
(a) ফ্রিডম্যান (b) বার্নেট (c) ফ্রাঙ্কেল
(d) ওয়াল্টার লিপম্যান।
উত্তরঃ (a) ফ্রিডম্যান
(ii) ‘দাতাঁত’ একটি
(a) ফরাসি শব্দ (b) ল্যাটিন শব্দ
(c) গ্রিক শব্দ (d) ইংরেজি শব্দ।
উত্তরঃ (a) ফরাসি শব্দ
(iii) SALT-II স্বাক্ষরিত হয় কোন সালে ?
(a) 1963 (b) 1968 (c) 1973 (d) 1979
উত্তরঃ (d) 1979
(iv) “জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়’-কে বলেছেন ?
(a) কে. জে. হোলস্টি
(b) জে. ফ্রাঙ্কেল
(c) পামার ও পারকিন্স
(d) হ্যান্স জে. মর্গেনথাউ।
উত্তরঃ (b) জে. ফ্রাঙ্কেল
(v) সার্ক (SAARC)-এর স্থায়ী সচিবালয় অবস্থিত
(a) নয়া দিল্লিতে (b) ঢাকায়
(c) কাঠমান্ডুতে (d) কলম্বোতে।
উত্তরঃ (c) কাঠমান্ডুতে
(vi) কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লাহোর ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয় ?
(a) 1995 (b) 1997 (c) 1998 (d) 1999
উত্তরঃ (d) 1999
(vii) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো
(a) 6 (b) 8 (c) 9 (d) 10
উত্তরঃ (d) 10
(viii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন?
(a) এক-তৃতীয়াংশ (b) দুই-তৃতীয়াংশ
(c) অর্ধেক (d) এদের কোনোটিই নয়।
উত্তরঃ (a) এক-তৃতীয়াংশ
(ix) সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র হলো
(a) বুরুন্ডি (b) ক্যামেরুন (c) পূর্ব তিমুর
(d) দক্ষিণ সুদান।
উত্তরঃ (d) দক্ষিণ সুদান।
(x) আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো
(a) 2 বছর (b) 5 বছর (c) 7 বছর
(d) 9 বছর।
উত্তরঃ (d) 9 বছর।
(xi) এককক্ষবিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন
(a) বেন্থাম (b) লর্ড ব্রাইস
(c) জন স্টুয়ার্ট মিল (d) হেনরি মেইন।
উত্তরঃ (a) বেন্থাম
(xii) সবচেয়ে ক্ষমতাশালী বিচারবিভাগ রয়েছে
(a) ব্রিটেনে (b) ভারতে
(c) মার্কিন যুক্তরাষ্ট্রে (d) চিনে।
উত্তরঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্রে
(xiii) ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো
(a) লর্ডসভা (b) কমন্স সভা (c) সেনেট
(d) জনপ্রতিনিধি সভা।
উত্তরঃ (a) লর্ডসভা
(xiv) একক পরিচালকের একটি উদাহরণ হলো
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
(b) সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
(c) ভারতের রাষ্ট্রপতি
(d) ব্রিটেনের রাজা বা রানি।
উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
(xv) ‘Commentaries on the Laws of England’ – বইটি কার লেখা ?
(a) হ্যারিংটন (b) ব্ল্যাকস্টোন
(c) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(d) আর. এম. ম্যাকাইভার।
উত্তরঃ (b) ব্ল্যাকস্টোন
(xvi) “পার্লামেন্ট একটি খেলার বস্তু” কে বলেছেন ?
(a) বেনিটো মুসোলিনী
(b) এডল্ফ হিটলার
(c) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
(d) যোসেফ স্ট্যালিন।
উত্তরঃ (a) বেনিটো মুসোলিনী
(xvii) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন
(a) দ্রৌপদী মুর্মু (b) প্রতিভা পাটিল
(c) সরোজিনী নাইডু (d) ইন্দিরা গান্ধী।
উত্তরঃ (b) প্রতিভা পাটিল
(xviii) পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য থাকা যায়
(a) 1 মাস (b) 6 মাস (c) 1 বছর
(d) 5 বছর
উত্তরঃ (b) 6 মাস
(xix) অর্থবিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক
(a) 7 দিন (b) 14 দিন (c) 1 মাস (d) 6 মাস
উত্তরঃ (b) 14 দিন
(xx) লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
(a) জি. ভি. মভলঙ্কর (b) মীরা কুমার
(c) সুকুমার সেন (d) সোমনাথ চ্যাটার্জী।
উত্তরঃ (a) জি. ভি. মভলঙ্কর
(xxi) পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলী জাতি, উপজাতি ও মহিলাদের জন্য ত্মাসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় …………….. সংশোধনী আইন অনুসারে।
(a) 70 তম (b) 71 তম (c) 72 তম
(d) 73 তম।
উত্তরঃ (d) 73 তম।
(xxii) স-পরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত ?
(a) 10 জন (b) 12 জন (c) 15 জন
(d) 20 জন।
উত্তরঃ (b) 12 জন
(xxiii) গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর পদত্যাগ পত্র পেশ করেন
(a) মুখ্যমন্ত্রীর কাছে
(b) মহকুমা শাসকের কাছে
(c) জেলা শাসকের কাছে
(d) ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে।
উত্তরঃ (d) ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে।
(xxiv) কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়
(a) অল্ডারম্যান (b) কমিশনার (c) মেয়র
(d) কাউন্সিলার।
উত্তরঃ (d) কাউন্সিলার।
👉উচ্চমাধ্যমিক সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16
(i) কোন্ সম্মেলনের মাধ্যমে ঠাণ্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে ?
উত্তরঃ পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়।
অথবা,
ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ সালে ১২ মার্চ ট্রুম্যান নীতি ঘোষিত হয়।
(ii) SEATO কথাটির পূর্ণ রূপ কী ?
উত্তরঃ SEATO এর পূর্ণরূপ হলো South East Asian treaty organisation.
অথবা,
পেরেস্ত্রৈকা কী ?
উত্তরঃ ‘পেরেস্ত্রৈকা’ শব্দের অর্থ হল পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে ১৯৯০ সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ত্রৈকা নামে পরিচিত।
(iii) বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 1961 সালে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়।
(iv) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
উত্তরঃ ভারতের বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল জোটনিরপেক্ষতা।
অথবা,
সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল ?
উত্তরঃ সিমলা চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিরাজমান স্থিতাবস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে।
(v) ভারতের পরমাণু নীতির মূল কথা কী ?
উত্তরঃ ভারতের পরমাণু নীতির মূল কথা হলো প্রথম ব্যবহার নয় অর্থাৎ‘প্ৰথম আঘাত নয়’।
(vi) ‘BRICS’ কী ?
উত্তরঃ BRICS হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত উদীয়মান শক্তির অর্থনৈতিক জোট।
অথবা,
গুজরাল নীতি কার সৃষ্টি ?
উত্তরঃ গুজরাল নীতি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের সৃষ্টি।
(vii) সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী ?
উত্তরঃ আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোন রাষ্ট্র অথবা রাষ্ট্রজোট অন্য কোন রাষ্ট্র অথবা রাষ্ট্রসমূহের উপর আক্রমন চালায় তবে আক্রান্ত রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য অবশিষ্ট রাষ্ট্রসমূহ কর্তৃক আক্রমণকারীর বিরুদ্ধের যে সম্মিলিত ব্যবস্থা নেয়া হয় তাই যৌথ নিরাপত্তা।
(viii) সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়।
অথবা,
কাকে ‘রাষ্ট্রসংঘের দূত’ বলা হয় ?
উত্তরঃ ‘রাষ্ট্রসংঘের মহাসচিবকে ‘রাষ্ট্রসংঘের দূত’ বলা হয়।
(ix) ইউনেস্কো (UNESCO)-র প্রধান উদ্দেশ্য কী ?
উত্তরঃ ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো।
অথবা,
ILO-র পূর্ণ রূপ কী ?
উত্তরঃ ILO-র পূর্ণ রূপ হলো – International Labour Organization (আন্তর্জাতিক শ্রম সংস্থা)।
(x) জাতিপুঞ্জের যে-কোনো একটি দুর্বলতা উল্লেখ করো।
উত্তরঃ জাতিপুঞ্জের একটি দুর্বলতা হলো- নিজস্ব ও স্থায়ী শান্তিরক্ষী বাহিনীর অনুপস্থিতি।
(xi) ‘অর্পিত ক্ষমতাপ্রসূত আইন’ কী ?
উত্তরঃ অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে ‘অর্পিত ক্ষমতা প্রসূত আইন’ বলে।
অথবা,
আমলাতন্ত্রের যে-কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো।
উত্তরঃ আমলাতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব ও নিরপেক্ষতা।
(xii) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উত্তরঃ স্বৈরাচারী প্রবণতা রোধ– এক কক্ষ বিশিষ্ট আইনসভায় স্বৈরাচারী আইন প্রণীত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তাই আইন সভায় সম ক্ষমতাসম্পন্ন দুটি কক্ষ থাকলে একে অপরের স্বৈরাচারীতা রোেধ করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে পারে।
(xiii) লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ-ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন ?
উত্তরঃ লোকসভায় রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইজন অ্যাংলো-ইন্ডিয়ান অর্থাৎ ইঙ্গ-ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন।
অথবা,
ভারতের রাষ্ট্রপতি কোন্ পদ্ধতিতে পদচ্যুত হন ?
উত্তরঃ ইমপিচমেণ্ট পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়।
(xiv) রাজ্য মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে ?
উত্তরঃ রাজ্য মন্ত্রীসভা বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে।
(xv) জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো।
উত্তরঃ জেলা পরিষদের আয়ের দু’টি উৎস হলো – যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর এবং সরকারি ঋণ ও আর্থিক সাহায্য।
অথবা,
জেলা পরিষদের যে-কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো।
উত্তরঃ জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটি হল– উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিবেশ-সংক্রান্ত স্থায়ী কমিটি।
(xvi) বরো কমিটি কী ?
উত্তরঃ তিন লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর সভায় বরো কমিটি গঠিত হয়। পরস্পর সংলগ্ন 6টি ওয়ার্ড নিয়ে একটি বরো গঠিত হয়। একটি পৌর অঞ্চলে 5টি বরো কমিটি থাকে। যে সব ওয়ার্ড নিয়ে বরো কমিটি গঠিত হয়, সেই সব ওয়ার্ডের সদস্য রা বরো কমিটির সদস্য হন।
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 8×5=40
(i) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। 2+6
অথবা,
‘আন্তর্জাতিক সম্পর্ক’ ও ‘আন্তর্জাতিক রাজনীতির’ মধ্যে পার্থক্য আলোচনা করো। 8
(ii) মার্কসের ‘ঐতিহাসিক বস্তুবাদ’ তত্ত্বটি আলোচনা করো। 8
অথবা,
গান্ধিজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির উপর একটি টীকা লেখো। 8
(iii) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। 8
অথবা,
ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 8
(iv) ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। 8
অথবা,
লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ করো। 8
(v) ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলির উপর একটি টীকা লেখো। 8
H.S POL SCIENCE QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |