WBBSE Class 9 Life Science First Unit Test Question Paper Set-4 | নবম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

DAKSHIN BARASAT
SRI SRI SARADAMONI BALIKA VIDYALAYA (H.S)

1st Summative Evaluation-2023
Class-IX      Sub : Life Science
Time-1.30 Hours      FM – 40

1. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×11=11

(a) Hot dilute soup’ বা ‘তপ্ত লঘু ঝোল’ শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
(i) হ্যালডেন (ii) ওপারিন (iii) ফবত্র
(iv) মিলার

(b) ‘সিস্টেমা ন্যাচুরি’ (Systema Naturea) গ্রন্থটির রচয়িতা হলেন—
(i) থিওফ্যাসটাস (ii) খুটো (iii) লিনিয়াস (iv) জন রে।

(c) পরস্পর সম্পর্কযুক্ত ও সাদৃশ্যযুক্ত কতকগুলি গোত্র নিয়ে গহিত গোষ্ঠীতে বলে—
(i) বর্গ (Order) (ii) গণ (Genus)
(iii) শ্রেণি (Class) (iv) পর্ব (Phy-lum)

(d) সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম হল—
(i) মোনেরা (ii) প্রোটিস্টা (iii) ফাংনি iv) মান্টি

(e) কোষপ্রাচীর অনুপস্থিত—
(i) শৈবাল (ii) ছরাকে (iii) অ্যানিমালিয়াতে
(iv) ব্যাকটেরিয়ায়।

(f) ছদ্ম-সিলোম যে পর্বের প্রানীদের একটি সাধারণ বৈশিষ্ট্য, তা হল-
(i) অ্যানিলিডা (ii) নিভারিয়া (iii) নিমাটোডা (iv) মোলাস্কা

(g) চিংড়ির শ্বাস অঙ্গ হল—
(i) বুকগিল (ii) বুকলাং (iii) ট্রাকিয়া
(iv) টিনিডিয়া

(h) সরলতম শর্করার উদাহরণ হল—
(i) গ্লুকোজ (ii) সুক্রোজ (iii) সেলুলোস (iv) ল্যাকটোজ

(i) ভিটামিন C এর অভাবে যে রোগ দেখা দেয়, তা হল—
(i) রিকেট ii) অস্টিওম্যালিসিয়া
(iii) স্কার্ভি iv) বেরিবেরি।

(j) ‘আত্মঘাতী থলি’ বলা হয়—
(i) রাইবোজোমকে (ii) লাইসোজোমকে
(iii) সেন্ট্রোজোমকে (iv) গলগি বস্তুকে।

(k) একটি একবীজপত্রী উদ্ভিদ হল—
(i) ভুট্টা (ii) লেবু (iii) আম (iv) জবা

2. অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও : 1×7=7

(a) কোন্ জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে শক্তি উৎপন্ন হয় ?

(b) দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?

(c) ‘নেপচুনের পেয়ালা’ কোন পর্বভুক্ত ?

(d) তারামাছের গমনাঙ্গের নাম কী ?

(e) অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও।

(f) কোশের দুটি একক পর্দাকৃত অঙ্গাণুর নাম লেখো ?

(g) ক্যামবিয়াম কোথায় থাকে।

3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ 2×6=12

(a) হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কী ?

(b) জীববৈচিত্র্যের উৎস বা কারণগুলি কী কী ?

(c) ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো ?

(d) অ্যানিলিডা পর্বের প্রানীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।

(e) লব্ধ প্রোটিন কাকে বলে ?

(f) ভিটামিন E এর কাজ কী ?

4. রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ- (যে কোনো ২টি) : 5×2=10

(a) একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন আলোচনা করো ? 5

(b) জীবের পাঁচটি রাজ্য কি কি ? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য লেখো ? 1+4

(c) ভাজক কলা কাকে বলে ? ভাজক কলার কাজ ও বৈশিষ্ট্য লেখো ? 1+4

👉নবম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


Leave a Reply