FIRST SUMMATIVE EVALUATION
MATHS QUESTION PAPER
CLASS VI (WBBSE)
Set-4
প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ
শ্রেনি : ষষ্ঠ বিষয় – গণিত
পূর্ণমান : ১৫ সময় : ৩০ মিনিট
1. নীচের প্রশ্নগুলির দাও। (যেকোনো ছয়টি) : 1×6=6
(a) 5 থেকে কত বিয়োগ করলে 2.172 হবে ?
উত্তরঃ 5.000 – 2.172 = 2.828
সুতরাং, 5 থেকে 2.828 বিয়োগ করলে 2.172 হবে।
(b) 94 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো।
উত্তরঃ 94 সংখ্যাটি রোমান সংখ্যায় হবে XCIV.
(c) 3825-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণসংখ্যা কত ?
উত্তরঃ 3825-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণসংখ্যা 4000 ।
(d) 1 বছরের `frac3{4}` অংশ = কত মাস ?
উত্তরঃ
=1 বছরের `frac3{4}` বছর
=1 × `frac3{4}` বছর
=1 × `frac3{4}` × 12 মাস
∴ 1 বছর = 12 মাস
(e) P-এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টিকে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো ?
উত্তরঃ p-এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি = 10p + 7
(f) চর্তুভূজাকার প্রিজমের ধারসংখ্যা কয়টি ?
উত্তরঃ চতুর্ভুজাকার প্রিজমের ধার সংখ্যা 8।
(g) সমবিন্দু সরলরেখা কাকে বলে ?
উত্তরঃ তিন বা তার বেশি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে।
2. নীচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 2×3=6
(a) ঊর্ধ্বক্রমে সাজাও: 0.534, 0.0574, 0.52, 5.34
উত্তরঃ
0.534 = 0.5340
0.0574 = 0.0574
0.52 = 0.5200
5.34 = 5.3400
ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 0.0574, 0.52, 0.534, 5.34
(b) মান নির্ণয় করো: `4\frac8{13}`×`7\frac4{5}`
উত্তরঃ
=`4\frac8{13}`×`7\frac4{5}`
=`frac60{13}`×`frac39{5}`
= 36
(c) 279467 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত ?
উত্তরঃ নিজে করো।
(d) সরল করো– (40 ÷ 5) × 4(3 x `\overline{8 –3}` + 8)
উত্তরঃ
=`8\times4(3\times5+6)`
=`8\times4(15+6)`
=`8\times4 এর + 21`
=`8\times84`=672
3. নীচের যেকোনাে ১টি প্রশ্নের উত্তর দাও :
3×1=3
(a) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, 10 দিনে 1800 বিঘা জমি চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে ?
উত্তরঃ
360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে 4 টি
∴ 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে `frac4{360}` টি
∴ 1 বিঘা জমি 1 এনে চাষ করতে ট্র্যাক্টর লাগে `frac(4×20){360}` টি
∴ 1800 বিঘা 10 দিনে চাষ করতে ট্র্যাক্টর লাগে `frac(4×20×1800){360×10}` টি
= 40 টি
∴ 40 টি ট্র্যাক্টর লাগবে।
(b) রামবাবু তাঁর 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে ধান চাষ করেন, কিন্তু রতনবাবু তাঁর 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে ধান চাষ করেন। তাহলে কে বেশি পরিমাণ জমিতে ধান চাষ করেছে ?
উত্তরঃ
রামবাবু ধান চাষ করেছেন তাঁর জমির `frac16{25}`অংশে
রতনবাবু ধান চাষ করেছেন তাঁর জমির `frac8{15}` অংশে
এখন,`frac16{25}`=`frac(16×3){15×3}`=`frac48{75}`
এবং`frac8{15}`=`frac(8×5){15×5}`=`frac40{75}`
সুতরাং, রামবাবু তাঁর জমির বেশিরভাগ অংশে ধান চাষ করেছেন।
👉সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্নপত্র👈