Class 10 First Unit Test Life Science wbbse Set-3 | দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Class 10 First Unit Test Life Science wbbse Set-3 | দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৩

FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

1. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here

2. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here

3. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here

4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here

আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here 

FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE

Set-3

Syllabus
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র

প্রাথমিক পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- দশম         বিষয়- জীবনবিজ্ঞান
সময়- ১ ঘন্টা ২০ মিনিট           পূর্ণমান-৪০

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1×8=8

(i) মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা হল-
(a) 12 জোড়া (b) 31 জোড়া (c) 30 জোড়া (d) 10জোড়া

উত্তরঃ (a) 12 জোড়া

(ii) ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনের মাত্রা-
(a) 64% (b) 52% (c) 45% (d) 55%

উত্তরঃ (c) 45%

(iii) ডাবের জল ও টমেটোতে যে হরমোন পাওয়া যায়-
(a) জিব্বেরেলিন (b) অক্সিন
(c) সাইটোকাইনিন
(d) অ্যাবসাইসিক অ্যাসিড

উত্তরঃ (c) সাইটোকাইনিন

(iv) প্যারামেসিয়ামের গমন অঙ্গ-
(a) সিলিয়া (b) ফ্লাজেলা
(c) সিউডোপোডিয়া (d) সিটা

উত্তরঃ (a) সিলিয়া

(v) কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে-
(a) প্রফেজ (b) মেটাফেজ (c) অ্যানাফেজ
(d) টেলোফেজ

উত্তরঃ (b) মেটাফেজ

(vi) মানব অশ্রুতে অবস্থিত উৎসেচক হল-
(a) টায়ালিন (b) লাইপেজ (c) পেপসিন (d) লাইসোজাইম

উত্তরঃ (d) লাইসোজাইম

(vii) স্ত্রীলোকের গ্যামেটে ক্রোমোেজামের বিন্যাস হল-
(a) 22A+XY (b) 22A+XX (c) 44A+XY (d) 44A+XX

উত্তরঃ (d) 44A+XX

(viii) রক্তের শর্করার মাত্রা বাড়ে কোন রোগে–
(a) গলগন্ড (b) ডায়াবেটিস মেলিটাস
(c) ডায়াবেটিস ইনসিপিডাস (d) বামনত্ব

উত্তরঃ (b) ডায়াবেটিস মেলিটাস

2. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও (যেকোনো নয়টি): 1×9=9

(i) বনচাঁড়াল উদ্ভিদে ________ চলন দেখা যায় (শূন্যস্থান পূরণ করো)

উত্তরঃ প্রকরণ।

(ii) লোকাস কাকে বলে ?

উত্তরঃ ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অলিল গুলি অবস্থান করে তাকে লোকাস বলা হয়।

(iii) (সত্য / মিথ্যা নিরূপণ করো) প্রেসবায়োপিয়া রোগে বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়।

উত্তরঃ সত্য

(iv) ডানার পালক : রেমিজেস :: লেজের পালক:__________।

উত্তরঃ রেকট্রিসেস

(v) (বিসদৃশটি বেছে লেখো) হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার।

উত্তরঃ ফিমার

(vi) (সত্য / মিথ্যা নিরূপণ কর) ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে।

উত্তরঃ সত্য

(vii) দুটো পরিণত প্রাণী কোষের নাম লেখ যাদের বিভাজন হয় না।

উত্তরঃ স্নায়ুকোষ ও পেশীকোষ

বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও :

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(viii) ইউরাসিল (a) DNA
(ix) ভার্নালিন (b) কোষ বিভাজন
(x) নিশাচর প্রাণী (c) RNA
(xi) সেন্ট্রোজোম (d) রড কোষ
(e) প্রকল্পিত হরমোন

উত্তরঃ (viii) – (c) , (ix) – (e), (x) – (d) , (xi) – (b)

3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন 4টি): 2×4=8

(i) পার্থক্য লেখ: DNA ও RNA এর শর্করা প্রকৃতিগত ও কার্যগত।

(ii) কোষ চক্র কাকে বলে ? G₀ দশা কী ?

(iii) উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখ।

(iv) অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত একটি করে হরমোনের নাম ও তার শারীরবৃত্তীয় ভূমিকা (কাজ) লেখো।

(v) অ্যাড্রিনালিনকে জরুরীকালীন হরমোন বলা হয় কেন ?

(vii) সাইন্যাপস কাকে বলে ? একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 5×3=15

(i) একটি আদর্শ ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন কর এবং যেকোনো চারটি অংশ চিহ্নিত করো। 3+2

অথবা,

একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :

(a) অ্যাক্সন (b) রানভিয়ারের পর্ব (c) ডেনড্রন (d) সোয়ানকোষ

(ii) ক্রসিং ওভার কাকে বলে ? মিয়োসিস কোষ বিভাজনের তিনটি তাৎপর্য লেখ। 2+3

অথবা,

ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্বন্ধে লেখ। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন ? 3+2

(iii) পার্থক্য লেখ:
(a) মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া (b) বল ও সকেট সন্ধি ও কব্জা সন্ধি। CSFএর পুরো কথা কী ? 2+2+1

অথবা,

থাইরক্সিন হরমোনের কম ও বেশি ক্ষরণে কী রোগ দেখা যায় ? মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা আলোচনা করো। 2+3

Leave a Reply