Class 10 First Unit Test Life Science wbbse Set-4 | দশম শ্রেণি জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-৪
FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
1. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here
2. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here
3. দশম শ্রেণির জীবন বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here
4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here
আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here
FIRST SUMMATIVE EVALUATION
LIFE SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-4
Syllabus
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র
প্রাথমিক পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি- দশম বিষয়- জীবনবিজ্ঞান
সময়-১ ঘন্টা ২০ মিনিট পূর্ণমান-৪০
বিভাগ-ক
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1×8=8
1.1 টিউলিপ ফুলের উন্মোচন হলো একপ্রকার- (a) ফটোন্যাস্টিক চলন (b) কেমোন্যাস্টিক চলন (c) থারমোন্যাস্টিক চলন (d) সিসমোন্যাস্টিক চলন
উত্তরঃ (c) থার্মোন্যাস্টিক চলন
1.2 বীজের অঙ্কুরোদগমে সাহায্যকারী হরমোনটি হল-
(a) অক্সিন (b) সাইটোকাইনিন (c) জিব্বেরেলিন (d) ইথিলিন
উত্তরঃ (c) জিব্বেরেলিন
1.3 পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল-
(a) STH (b) GTH (c) TSH (d) অক্সিটোসিন
উত্তরঃ (d) অক্সিটোসিন
1.4 অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো-
(a) অ্যামাইলেজ (b) লাইসোজাইম (c) পেপসিন (d) লাইপেজ
উত্তরঃ (b) লাইসোজাইম
1.5 প্যারামেসিয়ামের গমন অঙ্গ হল-
(a) সিলিয়া (b) ফ্লাজেলা (c) সিউডোপোডিয়া (d) মায়োটাম পেশী
উত্তরঃ (a) সিলিয়া
1.6 মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা-
(a) 46 (b) 50 (c) 23 (d) 10
উত্তরঃ (c) 23
1.7 কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না- (a) G₁ দশা (b) G₂ দশা (c) S দশা (d) G₀ দশা
উত্তরঃ (d) G₀ দশা
1.8 কোষপাত গঠনের কাজে সাহায্য করে- (a) মাইট্রোকন্ডিয়া (b) গলগি বডি (c) লাইসোজোম (d) রাইবোজোম
উত্তরঃ (b) গলগিবডি
2. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন 9 টি) 1×9=9
2.1 ন্যাস্টিক চলন বাহ্যিক উদ্দীপকের _________ অনুসারে ঘটে। (শূন্যস্থান পূরণ করো)
উত্তরঃ তীব্রতা।
2.2 ক্রেস্কোগ্রাফ দ্বারা উদ্ভিদের বয়স পরিমাপ করা যায়। (সত্য/মিথ্যা লেখ)
উত্তরঃ মিথ্যা।
2.3 পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন ?
উত্তরঃ জিব্বেরেলিন।
2.4 ডাবের জল:সাইটোকাইমিন::অগ্রস্থ ভাজককলা: ________।
উত্তরঃ অক্সিন
2.5 ক্রেটিনিজম, মিক্সিডিমা, মধুমেহ, গয়টার (বিসদৃশ শব্দটি বেছে লেখো) :
উত্তরঃ মধুমেহ
2.6 সাইন্যাপস এর কাজ লেখ। (একটি বাক্যে উত্তর দাও।)
উত্তরঃ স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে অন্য নিউরোনে বহন করে নিয়ে যায়।
2.7 ________ কোষ বিভাজনে বেমতন্ত্র গঠিত হয় না। (শূন্যস্থান পূরণ কর)
উত্তরঃ অ্যামাইটোসিস
2.8 মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি?
উত্তরঃ প্রফেজ
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
2.9 ক্রসিং ওভার | (a) প্রফেজ |
2.10 ট্রান্সলেশন | (b) মিয়োসিস |
2.11 I আকৃতির ক্রোমোজোম | (c) টেলোসেন্ট্রিক |
(d) প্রোটিন তৈরি |
উত্তরঃ
2.9 – (b), 2.10 – (d), 2.11 – (c)
3. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে কোন চারটি): 2×4=8
3.1 উদ্ভিদের চলনের দুটি উদ্দেশ্য লেখো।
3.2 পার্থেনোকারপি কাকে বলে ? এর গুরুত্ব কী ?
3.3 স্থানীয় হরমোন কাকে বলে ? উদাহরণ সহ লেখো।
3.4 মেনিনজেস কী ? কোথায় অবস্থিত ?
3.5 ক্রোমোজোম এবং ক্রোমাটিডের মধ্যে দুটি পার্থক্য লেখো।
3.6 মেটাফেজ প্লেট কাকে বলে ?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 5×3=15
4.1 একটি নিউরনের পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিচের অংশগুলি চিহ্নিত করো :
কোষদেহ, মায়োলিনসীদ, নিউরোলেমা, অ্যাক্সন। 3+2
অথবা,
মানবচক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং নিচের অংশগুলি চিহ্নিত কর লেন্স, রেটিনা, অপটিক স্নায়ু, কর্নিয়া। 3+2
4.2 সাড়াপ্রদান কাকে বলে ? প্রাণীদেহে উদ্দীপনার প্রভাবে কিভাবে সাড়াপ্রদান ঘটে তা বর্ণনা করো। 2+3
অথবা
মাছের গমনে পাখনার ভূমিকা আলোচনা করো। “চলন ছাড়া গমন সম্ভব নয়”- ব্যাখ্যা করো। 3+2
4.3 DNA এর রাসায়নিক উপাদান গুলি সংক্ষেপে বর্ণনা করো। একটি আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম লেখো। 3+2
অথবা,
একটি উদ্ভিদকোষে মাইটোসিস কোষবিভাজন পদ্ধতির অ্যানাফেজ দশাটি বর্ণনা করো। 5