Class 10 First Unit Test Physical Science wbbse Set-2 | দশম শ্রেণি ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট সেট-২
FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
1. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১ Click Here
2. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-২ Click Here
3. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান– প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৩ Click Here
4. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান – প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-৪ Click Here
আরও দেখুনঃ দশম শ্রেণি সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here
FIRST SUMMATIVE EVALUATION
PHY SCIENCE QUESTION PAPER
CLASS 10 WBBSE
Set-2
বাহাদুরপুর হাইস্কুল (উঃ মাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
শ্রেণি দশম বিষয়- ভৌত বিজ্ঞান
সময়- ১.৩০ মিনিট পূর্ণমান- ৪০
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7 = 7
1.1 প্রদত্ত কোনটি জীবাশ্ম জালানি নয়-
(a) প্রাকৃতিক গ্যাস (b) গোবর গ্যাস
(c) কয়লা (d) পেট্রেলিয়াম
1.2 বায়ুমন্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চালচল করে সেটি হল-
(a) ট্রোপোস্ফিয়ার (b) স্ট্র্যোটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার।
1.3 2 মোল অক্সিজেন অনুর ভর-
(a) 64g (b) 32g (c) 108g (d) 16g
1.4 চাপ ও আয়তনের গুনফলের একক যে রাশির নয় সেটি একক হয়-
(a) ঘাত (b) কার্য বা শক্তি (c) পৃষ্ঠটান
(d) বল।
1.5 একটি কনায় কটি প্রোটন থাকে-
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
1.6 একটি মৌলের ইলেক্ট্রন বিন্যাস 2,8,6,1 মেলিটি কোন শ্রেনীতে অবস্থান করবে-
(a) 5 (b)16 (c) 2 (d) 18
1.7 Be, Mg, Ca, Sr ধাতুগুলিকে বলা হয় –
(a) ক্ষার ধাতু
(b) ক্ষারীয় ধাতু
(c) হ্যালোজেন
(d) সম্বিগত মোল।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:(বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 1×7 =7
2.1 বায়ুমন্ডলের কোন স্তরকে শান্তমন্ডল বলে ?
অথবা,
2.2 S.I পদ্ধতিতে চাপের একক কী ?
2.3 কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমন্ডলের কোন স্তরটি উপযোগী।
2.4 বায়োমাস শক্তি কী ?
অথবা,
বায়ুমন্ডলের কোন্ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
2.5 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নিঃসৃত হয় ?
2.6 সূর্যে কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয় ?
2.7 B রশ্মির অধান প্ৰকৃতি কী ?
অথবা,
কোন্ তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ?
3. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 2×7=14
3.1 CFC কী ? এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো।
অথবা,
ওজন স্তর ধ্বংসের কারণ লিখো।
3.2 চার্লসের সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার ধারনা দাও।
3.3 27°C উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500cm³ । স্থির চাপে কোন্ উষ্ণতার গ্যাসের আয়তন দ্বিগুন হবে।
অথবা,
30°C উষ্ণতায় এবং 108cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 cm³ । 0°C উষ্ণতায় এবং 76cm পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে ?
3.4. কোনো তাপমাত্রায় 800mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 800mm । একই তাপমাত্রায় কোন্ চাপে ওই গ্যাসের আয়তন হবে 100cm ?
3.5. তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো।
3.6. নিউল্যান্ডসের অস্টক সূত্রটি বিবৃতি করো।
অথবা,
আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো।
3.7 নিষ্ক্রিয় মৌলগুলির নাম লেখো।
4. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 3x 4 = 12
4.1 বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
4.2 4k অ্যাটমেস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8g H₂ গ্যাসের (H=1) আয়তন কত হবে ? (R=0·082Latm·mol⁻¹k⁻¹
অথবা,
আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT প্রতিষ্ঠা করো।
4.3. a, B ও Y রশ্মি ধর্মের তুলনা করো ?
অথবা,
ভরত্রুটি ও বন্ধন শক্তি বলতে কী বোঝ ? কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা A পরমানুক্রমাঙ্ক Z হলে বন্ধন শক্তির রাশিমালাটি লেখো৷
4.4. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ?