আম আঁটির ভেঁপু
পরিচ্ছেদ- ছয় গুরুমশায়
MCQ MOCK TEST
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নোত্তর:-
১. আম আঁটির ভেঁপু গল্পে গুরুমশায় অধ্যায়ে গুরু মশায়ের নাম—
(ক) রাজকৃষ্ণ সান্যাল (খ) দীনু পালিত
(গ) প্রসন্ন গুরুমশায় (ঘ) দিবাকর গুরুমশা
উত্তরঃ (গ) প্রসন্ন গুরুমশায়।
১.২ পাঠশালায় গুরুমহাশয় কিসের উপর বসে থাকেন—
(ক) তালপাতার চাটাই এর উপর
(খ) চটের বস্তার উপর
(গ) কাঠের তৈরি চেয়ার এর উপর
(ঘ) প্লাস্টিক চেয়ারের উপর
উত্তরঃ (ক) তালপাতার চাটাই এর উপর।
১.৩ কোন ছাত্রকে গুরুমশাই শাস্তি দেওয়ার উপকরন আনতে বলেছিলেন ?
(ক) ফতে নামের এক ছাত্রকে
(খ) ছোটু নামের এক ছাত্রকে
(গ) ফণে নামের এক ছাত্রকে
(ঘ) সতে নামের এক ছাত্রকে
উত্তরঃ (ঘ) সতে নামের এক ছাত্রকে।
১.৪ দুষ্টু ছাত্র দুটি কে শায়েস্তা করতে গুরুমহাশয় যা আনতে বলেছিলেন—
(ক) একখানা বেত
(খ) একখানা থান ইঁট
(গ) একখানা বাঁশের কঞ্চি
(ঘ) একখানা বড় লাঠি
উত্তরঃ (খ) একখানা থান ইঁট।
১.৫ প্রসন্ন গুরুমশাই এর সঙ্গে গল্প করতে গ্রামের দুজন ব্যক্তি কখন আসতো ?
(ক) সকালে (খ) দুপুরে (গ) বিকালে
(ঘ) রাত্রে
উত্তরঃ (গ) বিকালে।
১.৬ রাজু রায় যে বাজারে তামাকের দোকান খুলে ছিলেন—
(ক) আষাঢ়ুর বাজারে (খ) নবাবগঞ্জ বাজারে
(গ) মতিঝিল বাজারে (ঘ) বটতলা বাজারে
উত্তরঃ (ক) আষাঢ়ুর বাজারে।
১.৭ অপু বড় হলে কিসের দোকান খুলবে বলে ভাব ছিল ?
(ক) কাপড়ের দোকান (খ) তামাকের দোকান
(গ) সোনার দোকান (ঘ) মুদিখানার দোকান
উত্তরঃ (খ) তামাকের দোকান।
১.৮ গ্রামের রাজু রায় আষাঢ়ুর বাজারে কিসের দোকান খুলে ছিল ?
(ক) কাপড়ের দোকান
(খ) তামাকের দোকান
(গ) সোনার দোকান
(ঘ) মুদিখানার দোকান
উত্তরঃ (খ) তামাকের দোকান।
১.৯ যেকোনো গল্প সুন্দর করে সাজিয়ে বলার ক্ষমতা ছিল—
(ক) রাজকৃষ্ণ সান্যালের
(খ) দীনু পালিতের
(গ) প্রসন্ন গুরুমশাই এর
(ঘ) রাজু রায়ের
উত্তরঃ (ক) রাজকৃষ্ণ সান্যালের।
১.১০ রাজকৃষ্ণ সান্যাল কীসে বাতিকগ্রস্ত ছিলেন ?
(ক) গল্পগুজবে (খ) খেলাধুলায়
(গ) রসিকতায় (ঘ) দেশ ভ্রমণে
উত্তরঃ (ঘ) দেশ ভ্রমণে।
১.১১ ‘আম গাছে বেদানা ফলিয়া আছে।’- কীভাবে ?
(ক) এক সাধুবাবার মন্ত্রোচ্চারণে
(খ) এক জাদুকরের মন্ত্রোচ্চারণে
(গ) এক ফকিরের মন্ত্রোচ্চারণে
(ঘ) ভগবানের কৃপায়
উত্তরঃ (গ) এক ফকিরের মন্ত্রোচ্চারণে।
১.১২ বুদ্ধ গাড়োয়ান কত বছর বয়সে মারা যায় ?
(ক) 80 বছর (খ) 90 বছর (গ) 100 বছর
(ঘ) 110 বছর
উত্তরঃ (গ) 100 বছর।
১.১৩ ‘চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি।’- কে ফিরছে ?
(ক) সান্যাল মহাশয় (খ) দীনু পালিত
(গ) প্রসন্ন গুরুমশাই (ঘ) গ্রামের রাজু রায়
উত্তরঃ (খ) দীনু পালিত।
১.১৪ ‘আজ সব থানায় নিয়ে গিয়ে পাঠিয়ে দেবো।’-থানার নাম ছিল—
(ক) এলাহিগঞ্জ (খ) জিয়াগঞ্জ
(গ) রঘুনাথগঞ্জ (ঘ) নবাবগঞ্জ
উত্তরঃ (ঘ) নবাবগঞ্জ।
১.১৫ ‘সে গিয়া বসিয়া পড়িতেছিল।’-সে কী বই পড়ছিল ?
(ক) শিশু সাহিত্য (খ) শিশুপাঠ্য
(গ) শিশু বোধক (ঘ) বর্ণপরিচয়
উত্তরঃ (গ) শিশু বোধক।
১.১৬ বুধু গাড়োয়ানের ঘটনার সময় দিন পালিতের বয়স ছিল—
(ক) সতেরো-আঠারো (খ) আঠারো-ঊনিশ
(গ) ঊনিশ-কুড়ি (ঘ) কুড়ি-একুশ
উত্তরঃ (গ) ঊনিশ-কুড়ি।
১.১৭ বুধু গাড়োয়ানের গাড়ির পিছু নিয়েছিল যারা, তারা সংখ্যায় ছিল—
(ক) তিনজন (খ) চারজন (গ) পাঁচজন
(ঘ) ছয়জন
উত্তরঃ (খ) চারজন।
১৮. প্রসন্ন গুরুমশাই এর শ্রুতিলিখনে কোন নদীর নাম আছে ?
(ক) গঙ্গা (খ) ভাগীরথী (গ) যমুনা
(ঘ) গোদাবরী
উত্তরঃ (ঘ) গোদাবরী।
২. দু এক কথায় উত্তর দাও।
২.১ প্রসন্ন গুরুমশাই এক ছাত্রকে একখানা থান ইট কোথা থেকে আনতে বলেছিলেন ?
উত্তরঃ তেঁতুলতলা থেকে।
২.২ গ্রামের পাঠশালায় গল্প করতে থেকে আসতেন ?
উত্তরঃ রাজকৃষ্ণ সান্যাল দীনু পালিত ও রাজু রায়।
২.৩ পাঠশালায় গল্পগুজব কখন জমে উঠতো ?
উত্তরঃ যখন গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মশাই যেদিন আসতেন।
২.৪ ‘বিন্ধ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়েছেন।’- কে ?
উত্তরঃ রাজকৃষ্ণ সান্যাল।
২.৫ ‘খরচ পত্র কোরিয়া সর্বস্বান্ত হইয়া ফিরিতেন।’- কে ?
উত্তরঃ রাজকৃষ্ণ সান্যাল।
২.৬ ‘এই যে প্রসন্ন, কিরকম আছো, বেস্ট জাল পেতে বসেছো যে।’-বক্তা কে ? তিনি কীভাবে বিদ্যালয় আসতেন ?
উত্তরঃ তাহলে রাজকৃষ্ণ সান্যাল। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলে পাঠশালায় আসতেন।
২.৭ ‘অপুর মুখ অমনি অসীম আহলাদে উজ্জ্বল হইয়া উঠিত।’- কখন ?
উত্তরঃ যখন রাজকৃষ্ণ সান্যাল পাঠশালায় আসতেন।
২.৮ ‘নামটা শুনিয়া অপুর বাড়ি হাসি পেয়েছিল।’- কীসের নাম ? নামটা কী ?
উত্তরঃ খাবারের নাম। নামটা হল প্যাঁড়া।
২.৯ বুধো গাড়োয়ানের বাড়ি কোথায় ছিল ?
উত্তরঃ বেলডাঙায়।
২.১০ ‘একটা গল্প বলি শোনো।’-বক্তা কে ?
উত্তরঃ বক্তা হলেন দীনু পালিত।
২.১১ বুধো গাড়োয়ানের ঘটনা কোথায় ঘটেছিল ?
উত্তরঃ কানশোনার মাঠের কাছে ।
২.১২ শ্রুতিলিখন শুনতে শুনতে অপুর কত বছর আগের কথা মনে পড়ছিল ?
উত্তরঃ দুই বছর।
২.১৩ ‘সে বড় হইলে যাইয়া দেখিবে।’- সে কে ? সে কী দেখবে ?
উত্তরঃ বক্তা অপু, সে বড় হলে প্রস্রবণ গিরি দেখতে যাবে।
darun
Khub valo