Ami Dekhi Kobitar Mock Test HS Bengali WBCHSE | আমি দেখি কবিতার মক্ টেস্ট

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 

প্রিয় ছাত্র-ছাত্রী, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য MCQ মক্ টেস্ট। নিজেকে যাচাই করার জন্য অত্যন্ত উপযোগী এই মক্ টেস্ট। Quiz Test প্র্যাকটিস করলে তুমি অনেকের থেকে এক কদম এগিয়ে থাকবে। পরীক্ষার্থী কতটা প্রস্তুতি নিয়েছে তার আন্দাজ পাওয়ার জন্য Quiz Blog এর আয়োজন করা হলো। প্রতিটি প্রশ্নের মান -১, প্র্যাকটিস্ করার শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। কারণ তোমার একটা কমেন্ট ব্লগ চালিয়ে যাওয়ার অণুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।

 

Q ➤ ১. “আমি দেখি” কবিতাটির স্তবক সংখ্যা হল— (ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি


Q ➤ ২. ‘আমি দেখি’ কবিতার কবি হলেন— (ক) জীবনানন্দ দাশ (খ) শক্তি চট্টোপাধ্যায় (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) মৃদুল দাশগুপ্ত


Q ➤ ৩. ‘সবুজের অনটন ঘটে’— কী কারণে সবুজের অনটন ঘটে ? (ক) অনাবৃষ্টির ফলে (খ) শহরের অসুখ সবুজ খায় বলে (গ) ঝড়ে গাছ পড়ে যায় বলে (ঘ) অভিজ্ঞ মালী নেই বলে।


Q ➤ ৪. ‘___________ হাঁ করে কেবল সবুজ খায়’ (শূন্যস্থান পূরণ)। (ক) মানুষের অসুখ (খ) পশুর অসুখ (গ) শহরের অসুখ (ঘ) শরীরের অসুখ


Q ➤ ৫. ‘আমি দেখি’ কবিতায় কবির যা দরকার তা হলো— (ক) জঙ্গলে যাওয়া (খ) বেড়াতে যাওয়া (গ) গাছ দেখা (ঘ) গাছ লাগানো


Q ➤ ৬. ‘আমার দরকার শুধু’- কবির শুধু দরকার হলো— (ক) গাছ দেখে যাওয়া (খ) সবুজ দেখে যাওয়া (গ) জঙ্গল দেখে যাওয়া (ঘ) আরোগ্য লাভ করা


Q ➤ ৭. ‘গাছ তুলে আনো / বাগানে বসাও আমি দেখি’- কবির একথা বলার কারণ— (ক) অনেকদিন জঙ্গলে যাওয়া হয়নি (খ) শহরের বাইরে যাওয়া হয়নি (গ) সবুজ হারিয়ে যাচ্ছে (ঘ) চোখ তো সবুজ চায়


Q ➤ ৮.“আমি দেখি” কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হল– (ক) ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে (খ) হে প্রেম হে নৈঃশব্দ্য (গ) অনন্ত নক্ষত্রবীথি তুমি অন্ধকারে (ঘ) অঙ্গুরী তোর হিরণ্য জল


Q ➤ ৯. ‘বহুদিন …. কাটেনি দিন’— কবির কোথায় কাটেনি দিন ? (ক) বিদেশে (খ) গ্রামে (গ) শহরে (ঘ) জঙ্গলে


Q ➤ ১০. ‘শহরের অসুখ’ কথাটির তাৎপর্য হলো— (ক) দূষণ জনিত রোগ (খ) শহুরে মানুষের বিকৃতি (গ) মানুষের আধুনিক রোগ (ঘ) সর্বগ্রাসী নগরায়ন


Q ➤ ১১. ‘গাছ তুলে আনো’- গাছ তুলে আনার পর সেগুলিকে কবি কী করতে বলেছেন ? (ক) টবে বসাতে (খ) বাগানে বসাতে (গ) ফেলে দিতে (ঘ) ছিঁড়ে ফেলতে


Q ➤ ১২. ‘সবুজের অনটন’ কথাটির অর্থ হলো— (ক) তারুণ্যের অভাব (খ) ন্যাড়া পত্রহীন গাছের আধিক্য (গ) সবুজ রঙের অভাব (ঘ) বৃক্ষের স্বল্পতা


Q ➤ ১৩. ‘আমি দেখি’ কবিতা অনুসারে দেহ চায়— (ক) সবুজ জঙ্গল (খ) সবুজ প্রান্তর (গ) সবুজ বাগান (ঘ) ঘাসের বিছানা


Q ➤ ১৪. ‘গাছের সবুজটুকু শরীরে দরকার’— (ক) আরোগ্যের জন্যে (খ) শক্তি বৃদ্ধির জন্যে (গ) পথ হাঁটার জন্যে (ঘ) বুদ্ধিবৃত্তির জন্যে


Q ➤ ১৫. কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন কোথায় আছেন ? (ক) গ্রামেই আছেন (খ) জঙ্গলেই আছেন (গ) পাহাড়েই আছেন (ঘ) শহরেই আছেন


Q ➤ ১৬. ‘তাই বলি।’— বক্তা কি বলতে চান ? (ক) ‘বহুদিন জঙ্গলে কাটেনি দিন’ (খ) ‘বহুদিন জঙ্গলে যাইনি’ (গ) ‘গাছ তুলে আনো বাগানে বসাও’ (ঘ) ‘বহুদিন শহরেই আছি’


Q ➤ ১৭. ‘চোখ তো সবুজ চায়! / দেহ চায়’— (ক) সবুজ পাতা (খ) সবুজ ঘাস (গ) সবুজ বাগান (ঘ) সবুজ উঠান


This Post Has One Comment

Leave a Reply