M.P. Suggestion 2022
অসুখী একজন- পাবলো নেরুদা
কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও:
১.“ ছড়ানো রয়েছে কাছে দূরে ! ” — কী ছড়ানো রয়েছে ? (২০১৯) (Board Test Paper 2022)
উত্তরঃ যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে , সেইসব বিপন্ন মানুষের চারপাশে কাছে – দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে ।
২.“ শিশু আর বাড়িরা খুন হলো । ” – “ শিশু আর বাড়িরা ’ খুন হয়েছিল কেন ? (২০১৭) (Board Test Paper 2022)
উত্তরঃ ‘ অসুখী একজন ’ কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে ‘ শিশু আর বাড়িরা ’ খুন হয়েছিল ।
৩.”তারপর যুদ্ধ এলো যুদ্ধ’- কেমন ভাবে এসেছিল ? (Board Test Paper 2022)
উঃ যুদ্ধ এসেছিল ‘রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত’ বীভৎস রূপ নিয়ে।
৪.”শিশু আর বাড়িরা খুন হলো’- ‘বাড়িরা’ বলতে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন ? (Board Test Paper 2022)
উঃ ‘অসুখী একজন’ কবিতায় ‘বাড়িরা’ শব্দটি গভীর অর্থ যুক্ত হয়েছে। ‘বাড়ি’ শুধু গৃহ নয় পরিবার আশ্রয় নিশ্চিন্ত নিরাপত্তা। ‘বাড়িরা’ হল শান্তি ও মানব সম্পর্কের বন্ধন।
৫.’অসুখী একজন’ কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন ? (Board Test Paper 2022)
উঃ অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতারা চেহারার ছবি এঁকেছেন। হেমন্তের খসে-পড়া গাছের হলুদ পাতার মতো তারা পুরনো, প্রাচীনপন্থী। তাদের চিন্তা-চেতনা জীর্ণ।
৬.’অসুখী একজন’ কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্য যুক্ত হয়েছে ?(Board Test Paper 2022)
উঃ শিশু হলো পরবর্তী প্রজন্ম স্বদেশের সম্পদ স্বল্প নিষ্পাপ মানবতার প্রতীক। অন্যদিকে বাড়ির শুধু গৃহ নয় পরিবার আশ্রয় নিশ্চিন্ত নিরাপত্তার প্রতীক।
৭.”সব চূর্ণ হয়ে গেল’- কী কী চূর্ণ হয়ে গেল ?
(Board Test Paper 2022)
উঃ ‘অসুখী একজন’ কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপের মতো পাতায, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ -যুদ্ধে এই সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল।
৮.’সে জানতো না’- সে কী জানত না ? (Board Test Paper 2022)
উঃ পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে কবির জন্য অপেক্ষারতা মেয়েটি জানত না যে তার ভালোবাসার মানুষটি আর কখনো ফিরে আসবে না।
৯.’বছরগুলো তার মাথার উপরে কীভাবে নেমে এসেছিল ? (Board Test Paper 2022)
উঃ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক এর জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মত ভাবি একটার পর একটা বছর নেমে এসেছিল।
১০.’অসুখী একজন’ কবিতাটি বাংলায় কে তরজমা করেছেন ? (Board Test Paper 2022)
উঃ কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতাটি তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।
১১.’হাজার বছর ডুবেছিল ধ্যানে।’- হাজার বছর ধরে কারা ধ্যানে ডুবে ছিল ? (Board Test Paper 2022)
উঃ অসুখী একজন কবিতায় উল্লিখিত শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল।
১২.’সেই মেয়েটির মৃত্যু হল না’- কোন মেয়েটির কথা বলা হয়েছে ? (Board Test Paper 2022)
উঃ পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় সেই মেয়েটি বলতে কবির আপনজন অপেক্ষারত প্রিয়তমার কথা বলা হয়েছে।
১৩.’তারা আর স্বপ্ন দেখতে পারলো না।’- কারা স্বপ্ন দেখতে পারলো না ? (Board Test Paper 2022)
উঃ ‘অসুখী একজন’ কবিতায় হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না।
👉 আরো দেখো…..
👉জ্ঞানচক্ষু ছোট প্রশ্নোত্তর সাজেশন-২০২২
Pingback: মাধ্যমিকের বাংলা প্রশ্ন ও উত্তর - Prosnodekho -