Q ➤ ১. পালযুগের পুঁথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের ক’টি প্রধান ঘটনার ছবি দেখা যায় ? (ক) তিনটি (খ) পাঁচটি (গ) সাতটি (ঘ) আটটি
Q ➤ ২. বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা ৭৭ ফুট বিস্তৃত, ৮ ফুট ‘মধ্যযুগের সন্তগণ’ নামে ছবিটি কার– (ক) বিনোদবিহারী মুখোপাধ্যায় (খ) রামকিঙ্কর বেইজ-এর (গ) দেবীপ্রসাদ রায় চৌধুরী (ঘ) জয়নুল আবেদিন
Q ➤ ৩. নন্দলাল বসু যার গ্রন্থে এঁকেছেন, তিনি হলেন— (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বলেন্দ্রনাথ ঠাকুর (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
Q ➤ ৪. ‘অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ নামের তালপাতার পুঁথিটির বারোটি রঙিন ছবির সময়কাল— (ক) আনু ৯০০ খ্রী: (খ) আনু ৯৩৩ খ্রী: (গ) আনু ৯৮০ খ্রী: (ঘ) আনু ৯৮৩ খ্রী:
Q ➤ ৫. আর্ট স্কুলে পিলাডি সাহেবের ছাত্র ছিলেন— (ক) অসিত হালদার (খ) রামকিঙ্কর বেইজ (গ) জয়নাল আবেদিন (ঘ) যামিনী রায়
Q ➤ ৬. ‘জুবিলি আর্ট আকাদেমি’ কে প্রতিষ্ঠা করেন ? (ক) রণদাসপ্রসাদ গুপ্ত (খ) হেনরি হোভার লক (গ) আর্নেস্ট বিনকিন্ড হ্যাভেল (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
Q ➤ ৭. নিচের যে ছবিটি রবীন্দ্রনাথের আঁকা নয়— (ক) পুপে (খ) আবু হোসেন (গ) বৌদ্ধভিক্ষু (ঘ) বুদ্ধ ও সুজাতা
Q ➤ ৮. তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবি এঁকেছেন— (ক) জয়নাল আবেদিন (খ) চিত্তপ্রসাদ ভটাচার্য (গ) অসিত হালদার (ঘ) অন্নপ্রসাদ বাগচি
Q ➤ ৯. দিল্লি ও আগ্রাতে কোম্পানি চিত্রশৈলীর প্রসার ঘটে কোন শতকের শুরুতে ? (ক) ষোড়শ (খ) সপ্তদশ (গ) অষ্ঠাদশ (ঘ) ঊনবিংশ
Q ➤ ১০. দিল্লী অঞ্চলের শিল্পীরা সাধারনত কিসের উপর ছবির আঁকতেন— (ক) হাতির দাঁতে (খ) অভ্রর পাতে (গ) তাল পাতে (ঘ) মাটিতে
Q ➤ ১১. অভিধানে ‘পট’ শব্দটির অর্থ— (ক) পতাকা (খ) চিত্র (গ) পুস্তক (ঘ) লেখার সামগ্রী
Q ➤ ১২. পশ্চিমবঙ্গ ও উড়িশা ছাড়া আর কোন রাজ্যে পট শিল্পের প্রচলন ছিল ? (ক) আসাম (খ) গুজরাট (গ) রাজস্থান (ঘ) মহীশূর
Q ➤ ১৩. কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন বিখ্যাত শিল্পীর ছবিতে ? (ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি (খ) পাবলো পিকাসো (গ) ফার্নান্দ লেজ (ঘ) রাফায়েল
Q ➤ ১৪. কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে ? (ক) আনন্দ প্রসাদ বাগচি (খ) শ্যামাচরণ শ্রীমানি (গ) হেনরিহোভার লক (ঘ) গঙ্গাধর দে
Q ➤ ১৫. ‘দ্যা ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’ -এর প্রতিষ্ঠাতা কে ? (ক) হেনরিহোভার লক (খ) আনন্দ প্রসাদ বাগচি (গ) রণদাপ্রসাদ গুপ্ত (ঘ) মন্মথনাথ চক্রবর্তী
Q ➤ ১৬. ‘কলাভবন’ প্রতিষ্ঠা করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন— (ক) নন্দলাল বসু (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) প্রকাশ কর্মকার (ঘ) রামকিঙ্কর বেইজ
Q ➤ ১৭. অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীকে বিষয় করে শিল্পচর্চা শুরু করেন, ঠাকুর পদবিধারী কার উপদেশ অনুযায়ী ? (ক) গুগেন্দ্রনাথ (খ) গগণেন্দ্রনাথ (গ) রবীন্দ্রনাথ (ঘ) জ্যোতিরিন্দ্রনাথ
Q ➤ ১৮. সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের— (ক) মা (খ) মেয়ে (গ) দিদি (ঘ) বোন
Q ➤ ১৯. রবীন্দ্রনাথের ‘সহজ পাঠ’ গ্রন্থের অলংকরণ করেন— (ক) জ্যোতিরীন্দ্রনাথ (খ) অবনীন্দ্রনাথ (গ) দীনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) নন্দলাল বসু
Q ➤ ২০. চলমান গান্ধীজিকে লাঠি হাতে সাদা- কালোয় এঁকেছিলেন— (ক) নন্দলাল বসু (খ) রামকিঙ্কর বেইজ (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায় (ঘ) চিত্রপ্রসাদ
Q ➤ ২১. কোন শিল্পী ‘ইন্ডস’ সিরিজের জন্য বিখ্যাত ? (ক) চিত্রপ্রসাদ (খ) যামিনী রায় (গ) সোমনাথ হোর (ঘ) জয়নাল আবেদিন
Q ➤ ২২. শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন ? (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের (খ) দেবীপ্রসাদ চৌধুরীর (গ) অবনীন্দ্রনাথ ঠাকুরের (ঘ) গুনেন্দ্রনাথ ঠাকুরের
Q ➤ ২৩. অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি (উঃ মাঃ ২০১৮) (ক) টুয়েলভ ইংক স্কেচ (খ) হলকর্ষণ (গ) অভিসারিকা (ঘ) উন্ডস
Q ➤ ২৪. অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলা হয় (উঃ মাঃ ২০১৭) (ক) ওয়াশ (খ) গুয়াশ (গ) স্কেচ (ঘ) পট
Q ➤ ২৫. বিশ্বভারতীর শিল্প-শিক্ষালয় হিসাবে কলাভবন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ? (ক) ১৯০২ (খ) ১৯১৩ (গ) ১৯১৯ (ঘ) ১৯৪১
Q ➤ ২৬. ঠাকুরবাড়ির কোন শিল্পী প্রৌঢ় বয়সে চিত্রচর্চা শুরু করেন ? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর (ঘ) সুনয়নী দেবী
Q ➤ ২৭. তরমুজ রসিক ছবিটি কার আঁকা ? (ক) পরিতোষ সেন (খ) গোবর্ধন আশ (গ) যামিনী রায় (ঘ) রামকিঙ্কর বেইজ
Q ➤ ২৮. সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র (উঃ মাঃ ২০১৯) (ক) মা যশোদা (খ) মধ্যযুগের সন্তান (গ) হলকর্ষণ (ঘ) ভারতমাতা
Q ➤ ২৯. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ? (ক) ১৯০৫ (খ) ১৯০৭ (গ) ১৯০৯ (ঘ) ১৯১১